Ad-1

Tuesday, May 9, 2017

বাংলার প্রাচীন জনপদের শর্ট টেকনিক.....


বাংলার প্রাচীন জনপদগুলোর শর্টকাট শিখি:

প্রাচীন পুণ্ড্রের বরপুত্র হরিহর গড়ে তুলে বঙ্গের সমরাট।

প্রাচীন নগরী পুণ্ড্র।বাংলার প্রাচীন জনপদ ছিল সাতটি।আর এ প্রাচীন জনপদগুলো হলো:উপরের লাইনের সাথে একটু মিলাই দেখি.....
১.পুন্ড্রের=পুণ্ড্র
২.বরপুত্র=বরেন্দ্র,
৩.হরিহর=হরিকেল,
৪.গড়ে=গৌড়,
৫.বঙ্গের=বঙ্গ,
৬.সম=সমতট,
৭.রাট=রাঢ়।

এবার শিখি জনপদগুলো কোন কোন অঞ্চল নিয়ে এগুলো গঠিত।তার জন্য মনে রাখি.......(শর্ট টেকনিক)

বরেন্দ্র ও পুণ্ড্রের বঙ্গ নামক অন্ধ ছেলেটা প,ফ,ব নামে সমকোন এঁকে সিলেটী হারিকেল দিয়ে দেখে।

১.বরেন্দ্র: এ শব্দে বর্ণ আছে চারটা।তাই বরেন্দ্র কোন কোন জেলা নিয়ে গঠিত তা মনে রাখার জন্য বেশিদূর হবে না বা বেশি কষ্ট করতে হবে না,বরেন্দ্র শব্দটাই বলে দেবে কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র গঠিত।যেমন :বরেন্দ্র শব্দে আছে= ব,র,ন,দ,র
সুতারাং
ব= বগুড়া
র=রাজশাহী
ন=নওগাঁ
দ=দিনাজপুর
র=রংপুর
২.পুন্ড্রও প্রায় একই রাজশাহি আর দিনাজপুর নিয়ে গঠিত।
৩.বঙ্গ=(বঙ্গে শুধু প,ফ,ব পড়ানো হয়)
প,ফ,ব মানে
প=পটুয়াখালী,
ফ= ফরিদপুর,
ব=বাখেরগঞ্জ।
৪.সমতট:এর জন্য মনে রাখি শুধু সমকোণ।
সমকোণ এর সম=সমতট,আর কোণ এর.....
ক'- তে কুমিল্লা
ন'- তে নোয়াখালি
সুতারাং সমতট কুমিল্লা ও নোয়াখালি নিয়ে গঠিত।
৫.হরিকেল হলো সিলেটে।
***রাঢ় আর গৌড় হলো পশ্চিমবঙ্গে।

5 comments:

  1. ফাটাফাটি। ২ মিনিটে ৫ ঘন্টার পড়া কভার। ভাই বিসিএস এর জন্য আরও চাই।

    ReplyDelete
  2. চেষ্টা অব্যাহত আছে,,,সঙ্গে থাকুন,ধন্যবাদ।

    ReplyDelete

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post