Ad-1
Tuesday, May 9, 2017
বাংলার প্রাচীন জনপদের শর্ট টেকনিক.....
বাংলার প্রাচীন জনপদগুলোর শর্টকাট শিখি:
প্রাচীন পুণ্ড্রের বরপুত্র হরিহর গড়ে তুলে বঙ্গের সমরাট।
প্রাচীন নগরী পুণ্ড্র।বাংলার প্রাচীন জনপদ ছিল সাতটি।আর এ প্রাচীন জনপদগুলো হলো:উপরের লাইনের সাথে একটু মিলাই দেখি.....
১.পুন্ড্রের=পুণ্ড্র
২.বরপুত্র=বরেন্দ্র,
৩.হরিহর=হরিকেল,
৪.গড়ে=গৌড়,
৫.বঙ্গের=বঙ্গ,
৬.সম=সমতট,
৭.রাট=রাঢ়।
এবার শিখি জনপদগুলো কোন কোন অঞ্চল নিয়ে এগুলো গঠিত।তার জন্য মনে রাখি.......(শর্ট টেকনিক)
বরেন্দ্র ও পুণ্ড্রের বঙ্গ নামক অন্ধ ছেলেটা প,ফ,ব নামে সমকোন এঁকে সিলেটী হারিকেল দিয়ে দেখে।
১.বরেন্দ্র: এ শব্দে বর্ণ আছে চারটা।তাই বরেন্দ্র কোন কোন জেলা নিয়ে গঠিত তা মনে রাখার জন্য বেশিদূর হবে না বা বেশি কষ্ট করতে হবে না,বরেন্দ্র শব্দটাই বলে দেবে কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র গঠিত।যেমন :বরেন্দ্র শব্দে আছে= ব,র,ন,দ,র
সুতারাং
ব= বগুড়া
র=রাজশাহী
ন=নওগাঁ
দ=দিনাজপুর
র=রংপুর
২.পুন্ড্রও প্রায় একই রাজশাহি আর দিনাজপুর নিয়ে গঠিত।
৩.বঙ্গ=(বঙ্গে শুধু প,ফ,ব পড়ানো হয়)
প,ফ,ব মানে
প=পটুয়াখালী,
ফ= ফরিদপুর,
ব=বাখেরগঞ্জ।
৪.সমতট:এর জন্য মনে রাখি শুধু সমকোণ।
সমকোণ এর সম=সমতট,আর কোণ এর.....
ক'- তে কুমিল্লা
ন'- তে নোয়াখালি
সুতারাং সমতট কুমিল্লা ও নোয়াখালি নিয়ে গঠিত।
৫.হরিকেল হলো সিলেটে।
***রাঢ় আর গৌড় হলো পশ্চিমবঙ্গে।
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আর্থিক লাভ..
১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে এসে ভারতের প্রাপ্তি লেখক: আরিফুল হক ভারতের আর্থিক প্রাপ্তি (জাতিসংঘের মাধ্যমে): ১) যুক্তরাষ্ট্র থেকে: ৮,৯১...

Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
অ * অতি আশা বাঘের বাসা( অতিরিক্ত কোন কিছুই ভালো না) * অন্ধের নড়ি( একমাত্র অবলম্বন) * অরণ্যে রোদন (বৃথা ক্রন্দন) * অকালবোধন (অসময়ে আহ্বান) ...
ফাটাফাটি। ২ মিনিটে ৫ ঘন্টার পড়া কভার। ভাই বিসিএস এর জন্য আরও চাই।
ReplyDeleteচেষ্টা অব্যাহত আছে,,,সঙ্গে থাকুন,ধন্যবাদ।
ReplyDeleteIt is undoubtedly a genius work.
ReplyDeleteভাল
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete