★ দেশি শব্দ:
ঢেঁকিতে ধান ভেঙে
কুলা দিয়ে ঝেড়ে
চুলাতে রান্না করে
কুড়ি টাকায় ডাব কিনে
টোপর মাথা দিয়ে
বিয়েতে পেট ভরাব।
কুলা দিয়ে ঝেড়ে
চুলাতে রান্না করে
কুড়ি টাকায় ডাব কিনে
টোপর মাথা দিয়ে
বিয়েতে পেট ভরাব।
গির্জার পাদরি গুদামে ঢুকে চাবি দিয়ে আলমারি খুলে আনারস,আলপিন,পাউরুটি নিয়ে বালতিতে ভরে।
অথবা,
আতা মিস্ত্রির স্ত্রী বেহেলা চাবি দিয়ে আলমারির তালা খুলে সে তার বোতামওয়ালা কামিজ আর
ফিতাওয়ালা ছায়া নিয়ে গোসল করতে যায়।আয়াকে বলে সাবান তোয়ালে বালতি গামলা গোসলখানায়
দিয়ে যেতে।ঐদিকে গির্জার কামরার জানালা দিয়ে পাদ্রি যিশু উঁকি দেয়।তখন স্বামী বারান্দায় কেদারায় বসে আনারস,পাউরুটি পেঁপে পেয়ারা ও পেয়ালা নিয়ে খাচ্ছে।
ফিতাওয়ালা ছায়া নিয়ে গোসল করতে যায়।আয়াকে বলে সাবান তোয়ালে বালতি গামলা গোসলখানায়
দিয়ে যেতে।ঐদিকে গির্জার কামরার জানালা দিয়ে পাদ্রি যিশু উঁকি দেয়।তখন স্বামী বারান্দায় কেদারায় বসে আনারস,পাউরুটি পেঁপে পেয়ারা ও পেয়ালা নিয়ে খাচ্ছে।
তুর্কি শব্দঃ তুর্কি দারোগা চাকরকে চাকুটা তোপে রাখতে বলল।
ফরাসি শব্দঃ ফরাসি রেস্তোরাঁয় ডিপো কুপনে কার্তুজ ও আঁতেল পেল।
পাঞ্জাবী শব্দ: চাহিদা,শিখ ইত্যাদি।
গুজরাটি : হরতাল,খদ্দর ইত্যাদি।
জাপানি: রিক্সা, হারিকিরি, সাম্পান।
মায়ানমার (বর্মি): ফুঙ্গি,লুঙ্গি ইত্যাদি।
চীনা: চা,চিনি ইত্যাদি।( চীনারা চায়ে চিনি কম খায়)।
কৌশলে সহজে মুখস্থ রাখি :
শিকরা পাঞ্জাবির চাহিদা বাড়িয়েছে।
তাই গুজরাটিরা ঢাকার খদ্দর বাজারে হরতাল ডেকেছে।
অপরদিকে জাপানিরা হারিকেন নিয়ে রিক্সা খুঁজে না পেয়ে সাম্পানে উঠে পড়ে বর্মির লুঙ্গি পরা ফুঙ্গিদেরই
সঙ্গে।
গুজরাটি : হরতাল,খদ্দর ইত্যাদি।
জাপানি: রিক্সা, হারিকিরি, সাম্পান।
মায়ানমার (বর্মি): ফুঙ্গি,লুঙ্গি ইত্যাদি।
চীনা: চা,চিনি ইত্যাদি।( চীনারা চায়ে চিনি কম খায়)।
কৌশলে সহজে মুখস্থ রাখি :
শিকরা পাঞ্জাবির চাহিদা বাড়িয়েছে।
তাই গুজরাটিরা ঢাকার খদ্দর বাজারে হরতাল ডেকেছে।
অপরদিকে জাপানিরা হারিকেন নিয়ে রিক্সা খুঁজে না পেয়ে সাম্পানে উঠে পড়ে বর্মির লুঙ্গি পরা ফুঙ্গিদেরই
সঙ্গে।
No comments:
Post a Comment