Ad-1

Sunday, August 6, 2017

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ

সংকেত :[★ সূচনা ও যাদের রক্তে দেশ স্বাধীন হলাে ★ সিপাহি মােহাম্মদ মােস্তফা কামাল ★ হামিদুর রহমান
★ মুন্সি আবদুর রউফ ★ নুর মােহাম্মদ শেখ ও মহিউদ্দীন জাহাঙ্গীর ★ রুহুল আমিন ★ মতিউর রহমান।
★উপসংহারঃ]

সূচনা : ২৬শে মার্চ ১৯৭১ সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বাধীনতা ঘােষণা করেন। ঐ
ঘােষণার পরই বাংলাদেশের মানুষ তখন সারাদেশ প্রতিরােধ গড়ে তােলে। অবশেষে ১৯৭১ সালের
১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর অবরােধ থেকে আমরা মুক্ত হলাম। দেশ স্বাধীন হলাে।

যাদের রক্তে দেশ স্বাধীন হলাে : স্বাধীনতা আমরা লাভ করলাম ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে।
এক সাগর রক্তের বিনিময়ে, বীরশ্রেষ্ঠ শহিদদের ত্যাগের বিনিময়ে।
সিপাহি মােহাম্মদ মােস্তফা কামাল :(মােস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ই ডিসেম্বর ভােলা জেলার
দৌলতখান থানার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবুর রহমান ও মাতার নাম
মােসাম্মৎ মালেকা বেগম। তিনি ৮ নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল
যশাের সীমান্তে সম্মুখ যুদ্ধে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে শহিদ
হন।

সিপাহি মােহাম্মদ হামিদুর রহমান : হামিদুর রহমান ২ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার খােরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আক্কাস আলী ও মাতার
নাম কায়দাছুন্নেসা। তিনি ৪ নং সেক্টরের অধীনে মৌলভীবাজারস্থ কমলগঞ্জের ধলইতে যুদ্ধ করে।
পাকহানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই করে শাহাদাৎ বরণ করেন।

ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : মুন্সি আব্দুর রউফ ১৯৪৬ সালের ১লা মে ফরিদপুর জেলার
বােয়ালমারী থানার সালামতপুর গ্রামে জনুগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটি ও
মহালছড়ির সংযােগ পথ বুড়িঘাট এলাকায় পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং শহিদ হন।

ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ : নূর মােহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬শে এপ্রিল নড়াইল জেলার
সাহেবখােলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর ৮ নম্বর সেক্টরে স্থায়ী টহলে
নিয়ােজিত থাকার সময় পাকহানাদার বাহিনী কর্তৃক ত্রিমুখী আক্রমণের মুখে পড়েন। এবং সঙ্গীদের
বাঁচাতে গিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাৎ বরণ করেন।।

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : মহিউদ্দিন জাহাঙ্গীর ১৭৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার
রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৪ই ডিসেম্বর পাকবাহিনীর সাথে যুদ্ধে তিনি শহিদ হন।

ইঞ্জিনরুম আর্টিফিশার রুহুল আমীন : রুহুল আমিনের জন্ম ১৯৩৪ সালে। তিনি মুক্তিযুদ্ধে নৌবাহিনির
জাহাজ বি এন এস পদ্মার স্কোয়াডন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে ১০ ডিসেম্বর হানাদার বাহিনির বিমান হামলায় জাহাজের ইঞ্জিনে আগুন লেগে শাহাদাৎ বরণ করেন।
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : মতিউর রহমান ১৯৪১ সালের ১৯ই অক্টোবর নরসিংদী জেলার
রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত অবস্থায় সুযােগ বুঝে
টি-৩৩ জঙ্গী বিমান ছিনিয়ে নেন এবং বাংলাদেশের পথে রওয়ানা দেন। কিন্তু সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হলে তিনি শাহাদাৎ বরণ করেন।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post