Ad-1

Saturday, March 5, 2022

প্রবাস বন্ধু

১. সৈয়দ মুজতবা আলীর সঙ্গে সম্পৃক্ত—
i. শান্তিনিকেতন        ii. বিশ্বভারতী        iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii             খ. i ও iii        গ. ii ও iii             ঘ. i, ii ও iii
২. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
ক. মৌলভীবাজার             খ. সিলেট            গ. হবিগঞ্জ         ঘ. সুনামগঞ্জ
৩. সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?
ক. আফগানিস্তানে             খ. পাকিস্তানে            গ. ভারতে             ঘ. বাংলাদেশে
৪. কত সালে সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?
ক. ১৯৬১ সালে            খ. ১৯৬২ সালে        গ. ১৯৬৩ সালে         ঘ. ১৯৬৪ সালে
৫. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৪ সালে         খ. ১৯০৫ সালে        গ. ১৯০৬ সালে         ঘ. ১৯০৭ সালে
৬. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭২ সালে         খ. ১৯৭৪ সালে        গ. ১৯৭৯ সালে             ঘ. ১৯৮০ সালে
৭. খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?
ক. দুই মাইল             খ. আড়াই মাইল            গ. তিন মাইল             ঘ. চার মাইল

সঠিক উত্তর : ১. ক ২. ক ৩.ক ৪. ক ৫. ক ৬. খ ৭. খ
১. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী? ক. খাজামোল্লা  খ. পানশির গ. হরফনমোপ্লা ঘ. ওরভেয়া ২. ‘হরফন-মৌলা’ কাকে বলে? ক. সকল কাজ করতে পারে যে খ. রান্না করতে পারে যে গ. মারামারি করতে পারে যে ঘ. সব সময় ঝগড়া করে যে ৩. ‘ভাগ্য’ অর্থ কী? ক. তাগাদা খ. শক্তি গ. দ্রুততা ঘ. পুনরায় ৪. ‘তম্বী’ শব্দের অর্থ কী? ক. বড় দেহ খ. ক্ষীণ দেহ  গ. তিরষ্কার ঘ. পুনরায় ৫. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? ক. আচরণের জন্য খ. শারীরিক গঠনের জন্য গ. বেশি রান্নার জন্য  ঘ. বেশি খাওয়ার জন্য ৬. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা? ক. সৈয়দ মুজতবা আলী  খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. প্রমথ চৌধুরী  ঘ. কাজী মোতাহার হোসেন ৭. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান? ক. কলকাতায় খ. আসামে  গ. আসানসোলে ঘ. ঢাকায় ৮. জিরার কে? ক. লেখক  খ. ব্যবসায়ী  গ. মন্ত্রী  ঘ. অধ্যক্ষ ৯. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে? ক. আবদুর রহমান  খ. অধ্যক্ষ জিরার  গ. লেখকের চাকর  ঘ. কাবুলের মন্ত্রী ১০. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন? ক. আবদুর রহমান  খ. অধ্যক্ষ জিরার গ. মুজতবা আলী   ঘ. আমীর আলী ১১. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন? ক. দুই খ. তিন  গ. চার  ঘ. পাঁচ ১২. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে? ক. জিরার  খ. লেখকের গৃহভৃত্য  গ. লেখকের বন্ধু  ঘ. লেখকের বাড়িওয়ালা ১৩. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? ক. জিরারের  খ. আবদুর রহমানের গ. মুজতবা আলীর  ঘ. খাজামোল্লার ১৪. আবদুর রহমান উচ্চতায় কত ফুট? ক. চার ফুট  খ. পাঁচ ফুট  গ. ছয় ফুট  ঘ. সাত ফুট ১৫. রুজ কী? ক. গাল রাঙানোর প্রসাধনী  খ. চোখে মাখার প্রসাধনী গ. গায়ে মাখার প্রসাধনী  ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী ১৬. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল? ক. ঝগড়া করেছিল  খ. নিচের দিকে তাকিয়েছিল গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত  ঘ. অলসভাবে বসে থাকতে ১৭. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল? ক. ঝগড়া করেছিল  খ. নিচের দিকে তাকিয়েছিল গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত ঘ. অলসভাবে বসে থাকতে ১৮. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে? ক. কুসংস্কার  খ. ভয়  গ. আশঙ্কা  ঘ. সংস্কার ১৯. কোন পাহাড় থেকে বরফ আনা হয়? ক. কাবুল পাহাড়  খ. খাইবার পাহাড় গ. পাগমানের পাহাড়  ঘ. দার্জিলিংয়ের পাহাড় ২০. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়? ক. গ্রীষ্মকালে  খ. শীতকালে  গ. বসন্তকালে  ঘ. শরৎকালে ২১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে? ক. খচ্চর  খ. গরু  গ. গাধা  ঘ. ঘোড়া ২২. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল? ক. পর্বতের মতো উঁচু  খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো গ. পর্বতের মতো শক্ত  ঘ. পর্বতের মতো উঁচু-নিচু ২৩. আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল? ক. দড়ির  খ. পলিথিনের  গ. জালের  ঘ. কাপড়ের ২৪. ‘টাঙা’ কী? ক. চাঁদোয়া  খ. মশারি  গ. কাঠের বাড়ি  ঘ. দুই চাকার গাড়ি ২৫. গামলা ভর্তি কিসের মাংস ছিল? ক. গরু  খ. মুরগি   গ. খাসি  ঘ. দুম্বা ২৬. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী? ক. আলু  খ. কিশমিশ  গ. মসলা  ঘ. পেঁয়াজ ২৭. কোফতা -পোলায়ের ওপর আস্ত কিসের রোস্ট? ক. দুম্বার  খ. খাসির  গ. মুরগির  ঘ. হরিণের ২৮. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”- এটি কী? ক. প্রবাদ  খ. প্রবচন  গ. খনার বচন  ঘ. ছড়াকথা ২৯. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়? ক. আবদুর রহমানের চোখ  খ. আবদুর রহমানের মাথা গ. আবদুর রহমানের আঙুল  ঘ. আবদুর রহমানের বুক ৩০. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়? ক. ভীম সেন  খ. লক্ষণ সেন  গ. বল্লাল সেন  ঘ. অমল সেন

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post