Ad-1

Wednesday, October 15, 2025

sarangsh

১. অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছমাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস কর। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কর না— তাহলে সব পণ্ড হবে।

২. মানুষের মূল্য কোথায়চরিত্রমনুষ্যত্বজ্ঞান  কর্মে বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছু নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের সামনে নত হওয়ার দরকার নেই জগতে যেসব মহাপুরুষ জন্মগ্রহণ করেছেনতাঁদের গৌরবমূলে এই চরিত্রশক্তি তুমি চরিত্রবান লোক কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও,তুমি সত্যবাদীবিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করোতুমি পর দুঃখে কাতরন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই

No comments:

Post a Comment

Recent Post

sarangsh

১.  অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক ...

Most Popular Post