Ad-1

Thursday, March 30, 2023

দুই বিঘা জমি

১. দুই বিঘা জমিকবিতায় ভূমিহীন প্রজা কে?
ক) দাসী        খ) মালি         গ) দেবী         ঘ) উপেন।
২. 'মরিবার মতো ঠাঁই’ বলতে কবি বুঝিয়েছেন
ক) নিজের শেষ অবস্থা   খ) আশ্রয়ের শেষ স্থল।   গ) দয়া করার প্রবণতা            ঘ) একটি মৃত্যুর স্থান
৩. দুলে জাতের আবার সৎকার কী!” –জমিদারের এমন মন্তব্য 'দুই বিঘা জমিকবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) নিচু জাতের প্রতি অবজ্ঞা      খ) অহংকারবোধ         গ) কুসংস্কার।   ঘ) শাষক শ্রেণির নিষ্ঠুরতা
৪. আঁখি করি লাল’- এখানে লাল আঁখি’ কীসের প্রতীক?
ক ঘৃণা          খ বিরক্তি        গ) রাগ         ঘ) ক্ষোভ
৫. আচ্ছা সে দেখা যাবে- কথাটি রাজা উপেনকে বলেন-
ক) ক্রুদ্ধ হয়ে    খ) ক্রুর হাসি হেসে      গ) অট্টহাসি হেসে        ঘ) বিরক্ত হয়ে।
, 'আচ্ছাসে দেখা যাবে। উপেনকে বলা এ কথায় রয়েছে।জমিদারের-
ক) অভিমান             খ) ঘৃণা         গ) ক্রোধ                ঘ) প্রতিবাদ
৭. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়?
ক) অনুগত বাহিনী দিয়ে          খ) ভয়ভীতি দেখিয়ে      গ) পারিষদ দিয়ে       ঘ) মিথ্যে মামলা দিয়ে
উপেন দুই বিঘা জমির পরিবর্তে কী পেয়েছিল?
ক) আম্রকানন   খ) দুটি আম    গ) সমগ্র পৃথিবী          ঘ) সন্ন্যাস জীবন।
জন্মভূমির কোন বিষয়টি দেখে উপেনের চোখ জুড়ালো?
ক) মনোরম দৃশ্য         খ) স্নিগ্ধ সমীর          গ) কুমোরের বাড়ি        ঘ) রথতলা
১০উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
ক) দশ-পনেরো ৷        খ) চৌদ্দ-পনেরো         গ) পনের-ষোল         ঘ) পনেরো-বিশ
১১. 'দুই বিঘা জমি'- কবিতায় উল্লিখিত নদীটির নাম কী?
ক) গঙ্গা         খ) পদ্মা৷                গ) মেঘনা              ঘ) যমুনা
১২. গ্রামগুলোকে শান্তির নীড়বলা হয়েছে কেন?
ক) সমৃদ্ধির জন্য         খ) প্রকৃতির জন্য         গ) স্বয়ংসম্পূর্ণতার জন্য           ঘ) আনন্দের জন্য
১৩উপেন কখন তার নিজ গ্রামে পৌছেছিল?
ক) সকালে              খ) সন্ধ্যায়               গ) প্রথম প্রহরে          ঘ) দ্বিতীয় প্রহরে
১৪. নিলাজ কূলটা ভূমি'!– এখানে নিলাজ কুলটা কোনটি?
ক) ভূস্বামী       খ) উপেন       গ) ভিটেমাটি।   ঘ) মালি
১৫. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক) নিলাজ জননী                খ) নিলাজ কুলটা        গ) নিলাজ দাসী          ঘ) দাসী জননী
১৬. ছিলে দেবীহলে দাসী'— এ উক্তিতে কী প্রকাশিত হয়েছে?
ক) ক্ষোভ       খ) হতাশা।      গ) রাগ         ঘ) দুঃখ
১৭. ছিলে দেবী হলে দাসী।'— দুই বিঘা জমিকবিতায় উক্ত বাক্যে কবি কী বােঝাতে চেয়েছেন?
ক) অস্তিত্ব খ) ঐশ্বর্য গ) মর্যাদা ঘ) সৌন্দর্য
১৮. দুই বিঘা জমিকবিতায় কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
ক) আমগাছ             খ) কাঁঠালগাছ    গ) জামগাছ      ঘ) নারকেলগাছ
১৯. 'যত হাস আজ যত করো সাজ ছিলে দেবীহলে দাসী'- উক্তিটি কার?
ক) মালির               খ) বাবুর        গ) উপেনের             ঘ) আমগাছের
২০. ছিলে দেবীহলে দাসী। কবি এখানে জন্মভূমিকে কী হারানোর কথা বুঝিয়েছেন?
ক) স্বাধীনতা             খ) সৌন্দর্য              গ) ক্ষমতা               ঘ) ঐশ্বর্য
২১, ‘ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!'- এ চরণে উপেনকে কেমন মনে হচ্ছে?
ক) স্মৃতিকাতর           খ) বিরহকাতর           গ) দেশপ্রেমিক         ঘ) হতদরিদ্র
২২. সহসা শ্বাস ফেলে গেল কে?
ক) বাতাস       খ) ঝড়         গ) ফল         ) শাখা
২৩. উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়ল?
ক) পাঁচটি       খ) চারটি        গ) তিনটি       ঘ) দুটি
২৪. 'যমদূত প্রায়'— এই বিশেষণটি দুই বিঘা জমিকবিতার কার পরিচয় বহন করে?
ক) পেয়াদা              খ) মালি                 গ) রাজা                 ঘ) ভূস্বামী
২৫. 'দুই বিঘা জমি'- কবিতায় 'সপ্তমসুর'- বলতে কী বুঝানো হয়েছে?
ক) কর্কশ সুর           খ) সাতটি সুর           গ) মধ্যম সুর            ঘ) উচ্চ সুর।
২৬. 'বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’– এখানে পারিষদ দলের কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?
ক) আনুগত্য             খ) চাটুকারিতা           গ) শক্তিমত্তা             ঘ) পারদর্শিতা
২৭. আমি শুনে হাসি আঁখিজলে ভাসিএই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজআমি আজ চোর বটে!
উদ্ধৃত কবিতাংশের প্রকাশ পেয়েছে উপেনের
ক) ক্রোধ ও বিরক্তি      খ) ঘৃণা ও দ্বেষ।         গ) অসহায়ত্ব ও লজ্জা        ঘ) আক্ষেপ ও মনঃকষ্ট
২৮. ধাম’ শব্দের অর্থ কী?
ক) মূল্যবান।    খ) শ্যাওলার স্থূপ।        গ) খড়ের গাদা।         ঘ) তীর্থস্থান।
২৯. দুই বিঘা জমি’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) মানসী               খ) গীতাঞ্জলি             গ) সোনার তরী          ঘ) চিত্রা
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১২       খ) ১৯১৩       গ) ১৯১৪        ঘ) ১৯১৫
৩১. দুই বিঘা জমি কবিতায় উপস্থাপিত হয়েছে
ক) লোভের পরিণতি              খ) গরিব মানুষের পরিচয়
গ) লুটেরাদের ভোগলালসা         ঘ) মানুষের অসহায়ত্ব
৩২. আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ”— পঙক্তিটিতে
উপেনের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো
i. ক্ষোভ                 ii. ধিক্কার        iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i            খ) ও ii       গ) iii           ঘ) ও iii
৩৩. দুই বিঘা জমিকবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে
i. শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণ      ii. গরিবদের দুর্দশা       iii. লুটেরা বিত্তবানদের প্রতাপ
নিচের কোনটি সঠিক?
ক) ও ii খ) ii ও iii গ) ও iii ঘ) i, ii ও iii
 
১-ঘ,২-,৩-ঘ,৪-গ৬-গ,৭-ঘ,৮-গ,৯-ক,১০-গ,১১-ক,১২-খ,১৩-ঘ, ১৪-গ,১৫-খ,১৬-খ
১৭-ক,১৮-গ,১৯-ক,২০-ক,২১-ক,২২-ঘ,২৩- খ,২৪- ঘ,২৫-খ,২৬-ঘ,২৭-ঘ,২৮-ঘ,২৯-খ,৩০-গ,৩১-খ,৩২-ঘ

১৮। কখন আম কুড়াবার ধুম পড়ত? 
ক. বিকালে খ. অতিভোরে গ. দুপুরে ঘ. সন্ধ্যায় 
১৯. আমগাছ থেকে কয়টি পাকা আম পড়ল? 
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি 
১৪..উপেন তার পূর্বের দুই বিঘা জমি বাকি আখ্যা দিয়েছে?
ক. ছিনালী খ. রাক্ষসী গ. ডাইনী ঘ. সর্বগ্রাসিনী
১৬. সে মাটি সোনার বাড়া চরণটিতে প্রকাশ পেয়েছে
ক দীনহীন অবস্থা খ দেশমাতৃকা তথা জন্মভূমির প্রেম 
গ মাটি সোনার মতো ঘ মাটির মূল্য সোনার মতো।
১৯। 'দুই বিঘা জমি' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক। ক্ষণিকা খ। সোনার তরী গ। মানসী ঘ। কথা ও কাহিনী
৩৫.উদ্দীপক ও "দুই বিঘার জমি"- কবিতার আলোকে কবি রবীন্দ্রনাথ মূলত যে বিষয়টি তুলে ধরেছেন তা  হলো -
১. সহানুভূতির ২. শোষণ। ৩. নিষ্ঠুরতার
কোনটি সঠিক?
ক) ১..খ) ২..গ) ৩...ঘ) ১,২,৩

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post