Ad-1

Monday, January 24, 2022

মডেল টেস্ট - ০১




প্রস্তুতি মূল্যায়ন পরীক্ষা-২০২৩
শ্রেণিঃ এস এস সি পরীক্ষার্থী-২০২৩
বিষয়ঃ- বাংলা দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন--মান : ৩০                               *৩০ = ৩০
. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম-
. কারবর্ণ           . অনুবর্ণ                . ফলা              . রেফ
.  উষ্ণশব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
) +          ) +                  ) +             ) +
. পূর্ণ স্বরধ্বনি অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়
. স্বরধ্বনি           . মৌলিক স্বরধ্বনি       . স্বল্প স্বরধ্বনি      . দ্বিস্বরধ্বনি
. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
. বড়ো              . গাঢ়                   , চানাচুর           . হঠাৎ
. বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ
. একটি             . এবার                 . দেশ              . খেলা
. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে ?
. ৩৫ টি            . ৩৬ টি    . ৩৭ টি       . ৩৭ টি            
. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
. ,               . ,                  . ,              . .
.  জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
. দুই               . তিন                   . চার              . পাঁচ
. দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
. শসা              . ঘাস                   . ডাকাত              . দল
১০. বর্ণের সংবৃত উচ্চারণের উদাহরণ
. অনেক             . সস্ত্রীক                 . অসাধারণ              . অদ্য
১১. নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে' বাক্যে অলগ্নক পদ কোনটি?
. নৌকার           . ছইয়ে                 . নীল              . মাছরাঙাটি
১২. কোনটি লগ্নক নয়?
. প্রত্যয়             . নির্দেশক               . বলক             . বচন
১৩. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
. নাম প্রকৃতি খ. ধাতু   . শব্দ প্রকৃতি        . কৃৎ প্রত্যয়
১৪. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
. আখাম্বা            . উপকূল                . অনভিজ্ঞ          . আরক্ত
১৫. রামছাগলশব্দের ব্যবহূতরামউপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
. নিন্দনীয়              . উৎকৃষ্ট               . কম         . নিকৃষ্ট
১৬. 'পাতি'- উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা যায়?
. ছোট              . বিপরীত               . নিম্ন              . শূন্য
১৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
. গেঁয়ো             . কানাই                 . চোরা             . বেতো
১৮. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
. প্রত্যয়             . প্রকৃতি                 . মৌলিক শব্দ      . তদ্ধিতান্ত শব্দ
১৯. শৈশব’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
. শিশু + ষ্ণ         . শিশু + ঞ্জ্য        . শিশু + ষ্ণ্য         . শৈশ+অব
২০. কোনটিতেঅপত্যঅর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
. আগ্নের             . দাশরথি        . হৈমন্তিক             . সৌর
২১. কোন সমাসে পূর্বপদ পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
. দ্বিগু সমাস        . তৎপুরুষ সমাস        . বহুব্রীহি সমাস    . কর্মধারয় সমাস
২২. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
. বিশেষ্য     . বিশেষণ     . সর্বনাম      . কৃদন্ত
২৩. নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ ?
. প্রতিবাদ    . দর্শনমাত্র   . বেতার       . সেতার
২৪. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
. দুই               . তিন                   . চার              . পাঁচ
২৫. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
. চাঁদমুখ            . শশব্যস্ত                . বিষাদসিন্ধু        . হাতঘড়ি
২৬. যাকে তুলনা করা হয় ,তাকে কোন পদ বলা হয়?
. উপমান পদ         . উপমেয় পদ  . সাধারণ ধর্ম  . রুপক কর্ম
২৭. নিচের কোনটিতে বিসর্গ '' হয়ে গেছে?
. নীরোগ            . আরোগ্য               . তিরোধান         . ভৌগোলিক
২৮. 'চলন্ত ট্রেন থেকে লাফ দিওনা'- বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ?
. অবস্থাবাচক       . উপাদানবাচক          . গুণবাচক         . ভাববাচক
২৯. সমাপিকা অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে?
, সংযােগ ক্রিয়া         . নাম ক্রিয়া      , সরল ক্রিয়া     . যৌগিক ক্রিয়া
৩০.  ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়
. পুরুষ ভেদে             , কাল ভেদে     , বচন ভেদে      , উভয়ই
রচনামূলক প্রশ্ন।
 মান : ৭০ 
 সময় : ঘণ্টা ৩০ মিনিট 
. যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর :           *১০=১০
ক) মোবাইল ফোন
খ) নারী শিক্ষা
২. যে কোনো একটি বিষয়ে পত্র লেখো :                  *১০=১০
মনে করো,তুমি আনন। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো।
অথবা, মনে করো, তুমি বর্ষণ। সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
. সারাংশ/সারমর্ম লেখো ( যে কোন একটি)-            *১০=১০
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান কর্মে বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছু নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের সামনে নত হওয়ার দরকার নেই জগতে যেসব মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবমূলে এই চরিত্রশক্তি তুমি চরিত্রবান লোক, কথার অর্থ এই নয় যে তুমি লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো; তুমি পর দুঃখে কাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই
অথবা,
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
৪.যে কোনো একটি ভাব- সম্প্রসারণ লেখো :                    *১০=১০
ক) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
   পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
খ) বই কিনে কেঊ দেউলিয়া হয় না।
. যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর :            *১০=১০
ক)মনে করো, তুমিউচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র/ছাত্রী কথা সম্প্রতি তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরিকরো
খ)মনে কর, তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধিদ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ প্রতিকার সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো
৬. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :             *২০=২০
ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
গ) কৃষি উদ্যোক্তা

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post