Ad-1

Saturday, January 22, 2022

মডেল টেস্ট - 0৩

এসএসসি পরীক্ষা-২০২৩
মডেল টেস্ট - 0৩
বাংলা দ্বিতীয় পত্র
সময়-৩০মিনিট                                                                         পূর্ণমান:- ৩০
১. ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয় তা কী নির্দেশ করে?
ক) কাল   খ) পক্ষ  গ) শব্দ বিভক্তি  ঘ) ক ও খ
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক) ৭টি            খ) ১১টি           গ) ৩০টি          ঘ) ২০টি
৩. 'অ্যা'- কোন ধরনের স্বরধ্বনি?
ক) উচ্চ           খ) নিম্ন  গ) উচ্চ-মধ্য       ঘ) নিম্ন-মধ্য
৪. যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন
অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয়—
ক) মহাপ্রাণ       খ)  অল্পপ্রাণ       গ)  ঘোষ          ঘ) অঘোষ
৫. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার?
ক) ২  খ) ৩ গ) ৪  ঘ) ৫
 ৬. এবার ট্রেনে ওঠা যাক'- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তাবাচ্যের     খ) ভাববাচ্যের             গ) কর্মকর্তাবাচ্যের          ঘ) কর্মবাচ্যের।
৭. সংযুক্ত ব্যঞ্জনে ‘ঞ’ এর উচ্চারণ
ক) অঁ   খ)  আঁ            গ)  অ্যাঁ  ঘ) ন
৮. ভিন্ন অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
ক) অবগুণ্ঠন      খ) বিভুই                    গ) সুকৌশল      ঘ) দরকাঁচা
৯. যুক্ত অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
ক) ডিঙা           খ) দখিনা           গ) নেয়ে           ঘ) টেকো
১০. পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক) সমানাধিকার  খ) ব্যাধিকরণ               গ)  ব্যতিহার      ঘ) অলুক
১১. নিচের কোন বিসর্গ সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়েছে?
ক) আশীর্বাদ      খ) নীরোগ         গ) শীতার্ত         ঘ) নীলয়
১২. 'কি' ও 'কী' শব্দজোড়ের অর্থ হলো
ক) ক্রিয়া বিশেষণ ও সর্বনাম খ) ক্রিয়া ও বিশেষণ গ) ক্রিয়া বিশেষ্য ও সর্বনাম ঘ) ক্রিয়া বিশেষণ ও অব্যয়
১৩. 'স্ত্রী'- শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) বনিতা         খ) নন্দিনী         গ) ভাজ্য            ঘ) ভার্যা
১৪. 'কাণ্ডজ্ঞানহীন'- অর্থ কোন বাগ্‌ধারার মধ্যে রয়েছে?
ক) নয়-ছয়        খ) কাছাঢিলা      গ) তালকানা      ঘ) ঠোঁটকাটা
১৫. প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে কী অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়?
ক) কাল৷          খ) ভাব            গ) কাল ও স্থান              ঘ) সর্বনাম
১৬. অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটেছে নিচের কোনটিতে?
ক) খপাখপ         খ) নরম-নরম৷   গ) দলাদলি        ঘ) চকচক
১৭. কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দ?
ক) ষোড়শী         খ) নয়ই          গ) পোয়া   ঘ) চৌঠা
১৮. 'বাকি' কোন ভাষার শব্দ?
ক) দেশি খ) আরবি         গ) ফারসি         ঘ) ফরাসি
১৯. 'অপরাজেয় বাংলা' কোন ধরনের নাম বিশেষ্য?
ক) ব্যক্তি   খ) কাল  গ) স্থান  ঘ) সৃষ্টি
২০. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয়?
ক) দ্বারা  খ) কে   গ) হতে  ঘ) রে
২১. যৌগিক বাক্যে কোন যতিচিহ্ন যোজকের কাজ করে?
ক) দাঁড়ি খ) হাইফেন  খ) কমা  ঘ) বিকল্পচিহ্ন
২২. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয়-
ক) উদ্দেশ্য  খ) প্রসারক গ) প্রসারণ ঘ) পূরক
২৩. কোন কালের প্রয়োগ অক্রিয় বাক্য সক্রিয় হয়ে যায়?
ক) বর্তমান ও ভবিষ্যৎ  খ) বর্তমান ও অতীত
গ) অতীত ও ভবিষ্যৎ  ঘ) ভবিষ্যৎ ও পুরাঘটিত বর্তমান
২৪. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভূত অসমাপিকা ক্রিয়া বিভক্তি?
ক) -আনো(করানো)         খ) -আতে(করাতে)        গ) -ইয়ে(করিয়ে)            ঘ) -আলে(করালে)
২৫. শুধু মানুষের বেলায় কোন নির্দেশকের ব্যবহার হয়?
ক) -টা, টি         খ) -টুকু             গ) -খানা,-খানি                     ঘ) -জন
২৬. সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব
প্রকাশের জন্য কোন আবেগ ব্যবহৃত হয়?
ক) করুণা                  খ) সিদ্ধান্ত                  গ) অলংকার                ঘ) আতঙ্ক
২৭. ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
ক) মাথার ওপরে নীল আকাশ                           খ) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
গ) হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি       ঘ) মন দিয়ে লেখাপড়া করা দরকার
২৮. নিচের কোনটি বাক্যের মধ্যে বিশেষ কোনো
ভূমিকা পালন না করলেও ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে?
ক) ধরনবাচক     খ) পদাণু          গ) একপদী          ঘ) বহুপদী
২৯. নিচের কোনটি যৌগিক ক্রিয়া?
ক) উদয় হওয়া    খ) উঁকি মারা      গ) পেয়ে বসা     ঘ) বৃদ্ধি পাওয়া
৩০. কোন বাক্যে অজীব বিশেষ্য ও অনেক সময় কর্তার ভূমিকা গ্রহণ করেছে?
ক) আমার যাওয়া হলো না।          খ) শরতে শিউলি ফোটে
গ) ঝরনা ছবি আঁকে                  ঘ) সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে
 
 
রচনামূলক প্রশ্ন।
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট                    মান : ৭০।
১. যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর :                                     ১*১০=১০
ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
খ) পল্লি উন্নয়ন।
২. যে কোনো একটি বিষয়ে পত্র লেখো :                                        ১*১০=১০
মনে করো,তোমার নাম বোখারী।সহকারী শিক্ষক পদে  নিয়োগের জন্য আবেদনপত্র লেখো।
অথবা,
ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।
৩ . সারাংশ/সারমর্ম লেখো ( যে কোন একটি)-         ১*১০=১০
মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমন্ত শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহাশব্দের সহিত এই পুস্তকাগারের তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর অগ্নি কালো অক্ষরের শৃঙ্খলে কালো চামড়ার কারাগারে বেড়া দগ্ধ করিয়া একবার বাহির হইয়া আসে। কালের শঙ্খরন্ধ্রে এই নীরব সহস্র বৎসর যদি এককালে ফুৎকার দিয়া উঠে তবে সে বন্ধনমুক্ত উচ্ছ্বসিত শব্দের স্রোতে দেশ-বিদেশে ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার ওপরে কঠিন তুষারের মধ্যে যেমন শত শত বন্যা বাঁধা পড়িয়া আছে, তেমনি এই পুস্তকাগারের মধ্যে মানবহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হইয়াছে।
অথবা,
হউক সে মহাজ্ঞানী মহা ধনবান,
অসীম ক্ষমতা তার অতুল সম্মান,
হউক বিভব তার সম সিন্ধু জল
হউক প্রতিভা তার অক্ষুণ্ন উজ্জ্বল
হউক তাহার বাস রম্য হর্ম্য মাঝে
থাকুক সে মণিময় মহামূল্য সাজে
হউক তাহার রূপ চন্দ্রের উপম
হউক বীরেন্দ্র সেই যেন সে রোস্তম
শত শত দাস তার সেবুক চরণ
করুক স্তাবক দল স্তব সংকীর্তন।
কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত
স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিৎ
জানাও সে নরাধমে জানাও সত্বর,
অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর।
৪. যে কোনো একটি ভাব- সম্প্রসারণ লেখো :                   ১*১০=১০
ক) ভোগে নয়,ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
খ) বার্ধক্য তাহাই, যাহা পুরাতনকে,মিথ্যাকে,মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
৫. যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর :                                              ১*১০=১০
ক) মনে করো, তুমি ‘ক’ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র বা ছাত্রী কথা। তোমার বিদ্যালয়ে ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখো।
খ) মনে কর, তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি। 'খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার '- শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো
৬. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :                                                 ১*২০=২০
ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
খ) কৃষিকাজে বিজ্ঞান
গ) অধ্যবসায়
 

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post