১. সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?
ক) সাধু রূপের খ) চলিত রূপের
গ) আদর্শ চলিত রূপের ঘ) আঞ্চলিক রূপের
২. 'জাত' অর্থে কোনটি সঠিক?
ক) চোৱা খ) ঢাকাই গ) ডিঙ্গা ঘ) মেটে
৩. ঠোটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার?
ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২
৪. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে সেই
ব্যঞ্জনের উচ্চারণ কী হয়?
ক) সংবৃত খ) বিবৃত গ) নাসিক্য ঘ) নাসিক্য
৫. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
ক) গ খ) ঘ গ) চ ঘ) ব
৬. উপসর্গের কী নেই?
ক) অর্থ খ) অস্তিত্ব গ) বাস্তবতা ঘ) অর্থ-দ্যোতনা
৭. 'সুকাজ' শব্দটির 'সু' কোন প্রকার উপসর্গ?
ক) হিন্দি খ) আরবি গ) তৎসম ঘ) খাঁটি বাংলা
৮. 'দর্শনীয়' শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক দর্ + শনীয় খ) দৃশ্য + নীয়
গ) দৃষ্টি + য় ঘ) দৃশ + অনীয়
৯. তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি নৈপুণ্য
বোঝাতে ব্যবহার হয়েছে?
ক) খুনে খ) মুটে গ) লেজুড়ে ঘ) ঢাকাই
১০. নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক) রাজপথ খ) মনমাঝি গ) সেতার ঘ) ঝড়বৃষ্টি
১১. সন্ধির নিয়মে অ-কারে, অ-কারে আ-কার হয়েছে
কোনটিতে?
ক) রত্নাকর খ) মহার্ঘ গ) বিদ্যালয় ঘ) হিমাচল
১২. কোন অনুকার ঘিত্বে স্বরের পরিবর্তন ঘটেছে?
ক) মোটামুটি৷ খ) কচর-মচর গ) নরম-সরম
ঘ) ঝিলমিল
১৩. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম
চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
ক) সংস্কৃত খ) হিন্দি গ) ফারসি ঘ) ইংরেজি
১৪. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ?
ক) যৌগিক খ) দেশি গ) যোগরূঢ় ঘ) রূঢ়ি
১৫. 'হ্রাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বর্ধন খ) বৃদ্ধি গ) বেশি ঘ) অনেক
১৬. বিশেষ্য বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে
'আ' বা 'আনো' প্রত্যয় যুক্ত হয়ে কোন ক্রিয়া
গঠিত হয়?
ক) সরল ক্রিয়া খ) নাম ক্রিয়া
গ) সংযোগ ক্রিয়া ঘ) যৌগিক ক্রিয়া
১৭. সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে?
ক) যাকগে, ওসব কথা থাক।
খ) আহ, কী চমৎকার দৃশ্য!
গ) ওগো, তোরা জয়ধ্বনি কর।
ঘ) বেশ, তবে যাওয়াই যাক ।
১৮. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
ক) সাহেবান খ) সাহেবকুল গ) সাহেবমণ্ডল ঘ) সাহেবসমূহ
১৯. সাধারণ ক্রিয়ার পুরাঘটিত বর্তমান কালে বক্তা
পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
ক) -এছ খ)-লাম গ)- এছি ঘ) -ছি
২০. বাক্যের ক্ষুদ্রতম একক কী?
ক) উক্তি খ) উপসর্গ গ) বিভক্তি ঘ) শব্দ
২১. বাক্যের উদ্দেশ্যে ও বিধেয়কে প্রসারিত করা
হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, সেগুলোকে
বলে-
ক) পূরণ খ) প্রসারক গ) পূরক ঘ) প্রসারণ
২২. তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি'-উদাহরণটি কোন বাক্যের?
ক) সরল বাক্য খ) যৌগিক বাক্য গ) জটিল বাক্য ঘ) সংযুক্ত বাক্য
২৩. শরতে শিউলি ফোটে।-এটি কোন বাচ্য?
ক) কর্তাবাচ্য খ) ভাববাচ্য গ) কর্মবাচ্য ঘ) কর্তা ও কর্মবাচ্য
২৪. প্রত্যক্ষ উক্তিতে কোন ধরনের উদ্ধৃতি থাকলে
পরোক্ষ উক্তিতে কালের কোনো পরিবর্তন হয়
না?
ক) চিরন্তন সত্য খ) অনুজ্ঞাসূচক
গ) প্রশ্নবোধক ঘ) আবেগসূচক
২৫. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?
ক) শব্দার্থ খ) বাগর্থ গ) বাক্যার্থ ঘ) মর্মার্থ
২৬. 'খন্ড প্রলয়' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) ভীষণ ঝড় খ) ভীষণ ব্যাপার
গ) ছোটো-খাটো ঝগড়া ঘ) অল্প নড়াচড়া
২৭. 'ভবন' এর প্রতিশব্দ কোনটি?
ক) কৃপা খ) লহরী গ) উদ্ভব ঘ) সদন
২৮. 'তফাত' এর বিপরীত শব্দ কোনটি?
ক) বিপথ খ) কাছে গ) প্রশংসা ঘ) হ্রস্ব
২৯. পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি
বোঝালে কী ধরনের পূরণবাচক হয়?
ক) গুণিতক পূরণবাচক খ) ভগ্নাংশ পূরণবাচক
গ) তারিখ পূরণবাচক ঘ) সাধারণ পূরণবাচক
৩০. 'সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) পাদপ খ) উদক গ) শৈল ঘ) পয়োধি
Ad-1
Friday, January 21, 2022
মডেল টেস্ট -০৪
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
No comments:
Post a Comment