Ad-1

Sunday, August 27, 2023

সুনির্দিষ্ট প্রতিকার আইন

১. সুনির্দিষ্ট প্রতিকার আইন- পদ্ধতিগত আইন নয়।

২. সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়?-- ১৮৭৭ সালে।

৩. সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবৎ হয় - ১৮৭৭ সালে ১লা মে

৪. সুনির্দিষ্ট প্রতিকার (সংশোধন) আইন,২০০৪ কার্যকর হয়- ০১.০৭.২০০৫ সালে।

৫. সুনির্দিষ্ট প্রতিকার আইন- বলতে বুঝায় --- আদালত কর্তৃক বিশেষ ধরনের প্রতিকার।

৬. সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে --- ৫৭ টি।

৭. সুনির্দিষ্ট প্রতিকার আইন,১৮৭৭ এর খসড়া প্রণয়ন করেন--- Dr.Whitley Strokes.

৮. সুনির্দিষ্ট প্রতিকার আইন-৮ ও ৯ ধারায় আদালত কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে না? --- বিবেচনামূলক ক্ষমতা।

৯. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?--- ৫ উপায়ে।[ধারা-৫]

১০. সুনির্দিষ্ট প্রতিকার আইন-৫২ ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে?--- নিরোধমূলক।

১১. ৮ ও ৯ ধারায় স্থাবর সম্পত্তি এবং  ১০ ও ১১ ধারায় অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে। 

১২. 

★ Preventive Relief -- প্রতিরোধমূলক প্রতিকার/নিরোধমূলক প্রতিকার।[৬ ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে ]

* তা দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা

★ Discretionary Power - বিবেচনামূলক ক্ষমতা।

★ Temporary Injunction - অস্থায়ী নিষেধাজ্ঞা। 

★ Perpetual Injunction - স্থায়ী নিষেধাজ্ঞা। 

★ Mendatory Injunction - বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 


১. দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হয়?--- ৩ বছরের মধ্যে। 

২. দলিল বাতিলের বিধান আছে কত ধারায়? --- ৩৯ ধারায়।

৩. বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা কেমন? -- স্বেচ্ছাধীন ক্ষমতা।

৪. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি - লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। 

৫. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য? --- রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায়।

৬. দলিল বাতিলের মোকদ্দমায় বাদীকে উক্ত দলিলের - পক্ষ থাকার প্রয়োজন নেই।

৭. দলিল রদের মামলায় কোর্ট ফি কত? -- এ্যাড -ভোলেরাম।

৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনের........ ধারায় দলিল সংশোধন এবং.........  ধারায় দলিল বাতিলের আবেদন করা যায় ----- ৩১ ও ৩৯ ধারায় যথাক্রমে।

৯. সুনির্দিষ্ট প্রতিকার আইনের........ ধারায় চুক্তি বাতিল এবং.........  ধারায় দলিল বাতিলের আবেদন করা যায় ----- ৩৫ ও ৩৯ ধারায় যথাক্রমে।

১০. দলিল বাতিলের ঘোষণার জন্য মামলা দায়ের করতে হয় --- ৪২ ধারায়। 

রিসিভার নিয়োগ:-

১. রিসিভার নিয়োগ দেওয়া হয় - CPC-1908 এর - ৪০ নং আদেশ অনুযায়ী। 

২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় রিসিভার নিয়োগের আবেদন করা যায়?  - ৪৪ ধারায়। 

৩. রিসিভার নিয়োগ আদালতের কেমন ক্ষমতা?- স্বেচ্ছাধীন ক্ষমতা(Discretionary Power)


No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post