Ad-1

Sunday, August 27, 2023

সুনির্দিষ্ট প্রতিকার আইন

১. সুনির্দিষ্ট প্রতিকার আইন- পদ্ধতিগত আইন নয়।

২. সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়?-- ১৮৭৭ সালে।

৩. সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবৎ হয় - ১৮৭৭ সালে ১লা মে

৪. সুনির্দিষ্ট প্রতিকার (সংশোধন) আইন,২০০৪ কার্যকর হয়- ০১.০৭.২০০৫ সালে।

৫. সুনির্দিষ্ট প্রতিকার আইন- বলতে বুঝায় --- আদালত কর্তৃক বিশেষ ধরনের প্রতিকার।

৬. সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে --- ৫৭ টি।

৭. সুনির্দিষ্ট প্রতিকার আইন,১৮৭৭ এর খসড়া প্রণয়ন করেন--- Dr.Whitley Strokes.

৮. সুনির্দিষ্ট প্রতিকার আইন-৮ ও ৯ ধারায় আদালত কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে না? --- বিবেচনামূলক ক্ষমতা।

৯. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?--- ৫ উপায়ে।[ধারা-৫]

১০. সুনির্দিষ্ট প্রতিকার আইন-৫২ ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে?--- নিরোধমূলক।

১১. ৮ ও ৯ ধারায় স্থাবর সম্পত্তি এবং  ১০ ও ১১ ধারায় অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে। 

১২. 

★ Preventive Relief -- প্রতিরোধমূলক প্রতিকার/নিরোধমূলক প্রতিকার।[৬ ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে ]

* তা দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা

★ Discretionary Power - বিবেচনামূলক ক্ষমতা।

★ Temporary Injunction - অস্থায়ী নিষেধাজ্ঞা। 

★ Perpetual Injunction - স্থায়ী নিষেধাজ্ঞা। 

★ Mendatory Injunction - বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 


১. দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা দায়ের করতে হয়?--- ৩ বছরের মধ্যে। 

২. দলিল বাতিলের বিধান আছে কত ধারায়? --- ৩৯ ধারায়।

৩. বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা কেমন? -- স্বেচ্ছাধীন ক্ষমতা।

৪. আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি - লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। 

৫. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য? --- রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমায়।

৬. দলিল বাতিলের মোকদ্দমায় বাদীকে উক্ত দলিলের - পক্ষ থাকার প্রয়োজন নেই।

৭. দলিল রদের মামলায় কোর্ট ফি কত? -- এ্যাড -ভোলেরাম।

৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনের........ ধারায় দলিল সংশোধন এবং.........  ধারায় দলিল বাতিলের আবেদন করা যায় ----- ৩১ ও ৩৯ ধারায় যথাক্রমে।

৯. সুনির্দিষ্ট প্রতিকার আইনের........ ধারায় চুক্তি বাতিল এবং.........  ধারায় দলিল বাতিলের আবেদন করা যায় ----- ৩৫ ও ৩৯ ধারায় যথাক্রমে।

১০. দলিল বাতিলের ঘোষণার জন্য মামলা দায়ের করতে হয় --- ৪২ ধারায়। 

রিসিভার নিয়োগ:-

১. রিসিভার নিয়োগ দেওয়া হয় - CPC-1908 এর - ৪০ নং আদেশ অনুযায়ী। 

২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় রিসিভার নিয়োগের আবেদন করা যায়?  - ৪৪ ধারায়। 

৩. রিসিভার নিয়োগ আদালতের কেমন ক্ষমতা?- স্বেচ্ছাধীন ক্ষমতা(Discretionary Power)


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post