Ad-1

Friday, February 10, 2023

এ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারী(এম.সি.কিউ) পরীক্ষা, ২০২২ এর প্রশ্ন ও সমাধান

 ১. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা অর্থ এমন মোকদ্দমা যেখানে............. সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে-- সম্পত্তি বা অফিস।

২. The Code of Civil Procedure,1908............ ধারা একই বিচার্য বিষয় নিয়ে অক্ষগবানের মধ্যে বিচারকার্য নিষিদ্ধ করে - ১০ ধারা।

৩. প্রত্যেক মোকাদ্দমান দাখিল করতে হবে বিচার এখতিয়ার সম্পন্ন.......... পর্যায়ের আদালতে - সর্বনিম্ন।

৪. The Code of Civil Procedure,1908 এ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের এর ধারণা পাওয়া যায়.......... এ----- Order 1,rule 8.

৫. নিচের কোন আইনটি ' Procedural Law'- ---The Code of Civil Procedure,1908

৬. The Code of Civil Procedure,1908 অনুযায়ী Review এর দরখাস্ত মঞ্জুর হলে তার বিরুদ্ধে প্রতিকার কি?---- কোন প্রতিকার নেই।

৭. The Code of Civil Procedure,1908 এর কোন ধারানুযায়ী 'to do justice and to undo injustice ' করা যাবে? ---- ১৫১ ধারা।

৮. The Code of Civil Procedure,1908 এর Order 17,rule 1 অনুযায়ী একটি দেওয়ানী মোকাদ্দামায় চূড়ান্ত শুনানীর স্তরে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হলে কত টাকা খরচ দাখিল করলে মোকদ্দমা পুন:বহাল হতে পারে?---- ২০০০ টাকা।

৯. The Code of Civil Procedure,1908 এর Section 89 A(10)এর বিধানানুযায়ী 'Panel of Mediator '- প্রস্তুত করেন কে?--- --- জেলা জজ।

১০. The Code of Civil Procedure,1908 অনুযায়ী প্রতিটি সমনে..........  স্বাক্ষর করবেন----- বিচারক।

১১. The Code of Civil Procedure,1908 এর Section 58 এর বিধান অনুযায়ী দেওয়ানী জারি মামলায় একজন দায়ীককে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? ---- ৬ মাস।

১২.




৯০.একতরফা ডিক্রি রদ রহিতের জন্য আবেদনের সময় সীমা কত?---- ৩০ দিন

৯১. একতরফাসূত্রে আপিল শুনানি হলে পুন:শুনানির জন্য জন্য আবেদনের সময়সীমা কত? --- ৩০ দিন।

৯২. পাওনা অর্থ আদায়ের মোকাদ্দামা দাখিলের তামাদি কত?---- ৩ বছর।

৯৩. যে মোকাদ্দমার তামাদি মেয়াদ সম্পর্কে কোন বিধান নেই সে মোকাদ্দামা দাখিল করা যাবে........ বছরের মধ্যে ------৬

৯৪. 'Exclusion of time in legal proceedings'- সম্পর্কিত বিধান রয়েছে The Limitation Act,1908 এর ১৫ ধারায়।

৯৫. মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার  আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে।এই বিধানের ব্যতিক্রম হল.......মামলা -------- অগ্রক্রয়ের।

৯৬. নিম্নের কে বার কাউন্সিলের সচিব হিসেবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন ----- জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ। 

৯৭. অন্যান্য আইনজীবী এর উপর কার প্রাক-শ্রোতা  অধিকার(Right of Pre-audience) রয়েছে?--- বাংলাদেশ এটর্নি জেনারেল।

৯৮. 'Clients, not Advocates, are litigants. 'এটি............. এর প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত ----- অন্যান্য আইনজীবী।

৯৯. An advocate shall not represent conflicting interest "- এটি.......এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি ---- মক্কেল।

১০০. একজন আইনজীবীর জন্য নিম্নের কোন কাজটি আচরণবিধির লঙ্ঘন---- পাশাপাশি আরেকটি ব্যবসা করা 

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post