Ad-1

Sunday, February 12, 2023

দণ্ডবিধি,১৮৬০

১. দণ্ডবিধির অধীন শাস্তি কত প্রকার?----৫ প্রকার[ধারা-৫৩]

২. দণ্ডবিধির অধীন সর্বোচ্চ শাস্তি ----- মৃত্যুদণ্ড।

৩. দণ্ডবিধির অধীন সর্বনিম্ন কারাবাস ---২৪ ঘণ্টা।[ধারা-৫১০]

৪. দণ্ডবিধির অধীন সর্বোচ্চ কারাবাস - ২০ বছর[ধারা-৫১০]

৫. দণ্ডবিধির অধীন সর্বনিম্ন জরিমানা - ১০ টাকা[৫১০]

৬. দণ্ডবিধির অধীন কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে - ১০টি।

৭. যাবজ্জীবন কারাবাস হ্রাস করে সরকার অনধিক কত বৎসর করতে পারে - ২০ বছর [ধারা-৫৫]

৮. দণ্ডবিধির ৩০০ ধারায় কয়টি ব্যতিক্রম আছে - ৫টি।

৯. সম্মতিসহ বা ব্যতিত কত বৎসরের কম বয়স্ক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা ধর্ষণ হিসাবে গণ্য হবে? ----১৪ বৎসর[৩৭৫ ধারা]

১০. কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স কত বৎসরের নিচে হয়?------১৩ বৎসর [ধারা-৩৭৫]

১১. সর্বনিম্ন কত দিন পর্যন্ত বেদনা দিলে মারাত্মক জখম বলে গণ্য হবে? ------- ২০ দিন [ধারা-৩২০]

১২. কত বছরের অধিক হলে এবং সে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করলে বা মৃত্যুর ঝুঁকি নিলে এমন হত্যাটি নিন্দনীয় নরহত্যা হবে?------১৮ বৎসর [ধারা-৩০০]

১৩. কত শ্রেণির আঘাতকে গুরুতর বলে গণ্য - ৮ শ্রেণির[৩২

জেনে রাখা উচিত;

* 'দল' হয়- সর্বনিম্ন ১০ জন।

* 'বেআইনি সমাবেশ ','দাঙা','ডাকাতি ' হয় - সর্বনিম্ন ৫ জন।

* 'যৌথ দায়'- হয় সর্বনিম্ন ২ জনে।

* 'গণ'- হয় - সর্বনিম্ন ২ জনে।

* দস্যুতা / চুরি হয় - সর্বনিম্ন ১ জনে।

★ ধারা ৩৪ ও ১৪৯ এর মধ্যে পার্থক্য ;

* ৩৪ ধারাতে-Common Internation(অভিপ্রায়) লাগবে,এবং ১৪৯ ধারাতে - Common Object(উদ্দেশ্য) হতে হবে।

* ৩৪ এ পূর্ব পরিকল্পনা আবশ্যক,এবং ১৪৯ এ পূর্ব পরিকল্পনা আবশ্যক নয়।

* ৩৪ ধারায় উপস্থিতি আবশ্যক। 

* অনুরুপভাবে কাজ ভিন্ন কিন্তু একই অভিপ্রায় হলে ৩৪ ধারায় আসামি করতে হবে।

*** 'দাঙ্গা' আর 'বেআইনি সমাবেশ ' এর ক্ষেত্রে ১৪৯ এ ছাড়া সকল মামলায় যৌথ অপরাধের ক্ষেত্রে ৩৪ ধারা প্রাসঙ্গিক হবে।

আবার জ্ঞাতব্য যে,পূর্ব পরিকল্পনায় অংশগ্রহণ করেছে,কিন্তু উপস্থিত ছিল না,এক্ষেত্রে ১০৯ ধারা হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

★১০৭,১০৮,১০৯ ধারা আলাদা করি;

* ১০৭ হলো প্ররোচনা,সহায়তা এর সংজ্ঞা ; ১০৮ হতে হলে 'কারী' থাকতে হবে। যেমন: সহায়তাকারী,প্ররোচনাকারী।

* ১০৯ হলো - সহায়তা, প্ররোচনা+সহায়তাকারী,প্ররোচনাকারী এর শাস্তি সম্পর্কে বলা হয়েছে। 

আবার ১০৯ ও ১৩৫ ধারার মধ্যে পার্থক্য হলো- ১০৯ এর অনুপস্থিতি হলো পরিকল্পিত বা ইচ্ছাকৃত, কিন্তু ১৩৫ এর অনুপস্থিতি হলো আকস্মিক। 

★ ১১৫,১১৬,১১৭ ধারা আলাদা করি ;

* মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধের প্ররোচনাকারী কিন্তু অপরাধ সংঘটিত হয়নি,এক্ষেত্রে উক্ত ধারা প্রযোজ্য হবে।

এক্ষেত্রে ১/৪ অংশ শাস্তি পাবে।


★ পেনাল কোড,১৮৬০ এর ধারা ৫৩ অনুযায়ী কারাদন্ড ২ প্রকার। যথাঃ

১) সশ্রম;

২) বিনাশ্রম।

এবং দন্ড ৫ প্রকার। যথাঃ

১) মৃত্যুদন্ড

২) যাবজ্জীবন কারাদণ্ড

৩) কারাদণ্ড 

৪) সম্পত্তি বাজেয়াপ্ত

৫) জরিমানা বা অর্থদণ্ড






No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post