১. দণ্ডবিধির অধীন শাস্তি কত প্রকার?----৫ প্রকার[ধারা-৫৩]
২. দণ্ডবিধির অধীন সর্বোচ্চ শাস্তি ----- মৃত্যুদণ্ড।
৩. দণ্ডবিধির অধীন সর্বনিম্ন কারাবাস ---২৪ ঘণ্টা।[ধারা-৫১০]
৪. দণ্ডবিধির অধীন সর্বোচ্চ কারাবাস - ২০ বছর[ধারা-৫১০]
৫. দণ্ডবিধির অধীন সর্বনিম্ন জরিমানা - ১০ টাকা[৫১০]
৬. দণ্ডবিধির অধীন কয়টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে - ১০টি।
৭. যাবজ্জীবন কারাবাস হ্রাস করে সরকার অনধিক কত বৎসর করতে পারে - ২০ বছর [ধারা-৫৫]
৮. দণ্ডবিধির ৩০০ ধারায় কয়টি ব্যতিক্রম আছে - ৫টি।
৯. সম্মতিসহ বা ব্যতিত কত বৎসরের কম বয়স্ক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা ধর্ষণ হিসাবে গণ্য হবে? ----১৪ বৎসর[৩৭৫ ধারা]
১০. কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স কত বৎসরের নিচে হয়?------১৩ বৎসর [ধারা-৩৭৫]
১১. সর্বনিম্ন কত দিন পর্যন্ত বেদনা দিলে মারাত্মক জখম বলে গণ্য হবে? ------- ২০ দিন [ধারা-৩২০]
১২. কত বছরের অধিক হলে এবং সে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করলে বা মৃত্যুর ঝুঁকি নিলে এমন হত্যাটি নিন্দনীয় নরহত্যা হবে?------১৮ বৎসর [ধারা-৩০০]
১৩. কত শ্রেণির আঘাতকে গুরুতর বলে গণ্য - ৮ শ্রেণির[৩২
★ জেনে রাখা উচিত;
* 'দল' হয়- সর্বনিম্ন ১০ জন।
* 'বেআইনি সমাবেশ ','দাঙা','ডাকাতি ' হয় - সর্বনিম্ন ৫ জন।
* 'যৌথ দায়'- হয় সর্বনিম্ন ২ জনে।
* 'গণ'- হয় - সর্বনিম্ন ২ জনে।
* দস্যুতা / চুরি হয় - সর্বনিম্ন ১ জনে।
★ ধারা ৩৪ ও ১৪৯ এর মধ্যে পার্থক্য ;
* ৩৪ ধারাতে-Common Internation(অভিপ্রায়) লাগবে,এবং ১৪৯ ধারাতে - Common Object(উদ্দেশ্য) হতে হবে।
* ৩৪ এ পূর্ব পরিকল্পনা আবশ্যক,এবং ১৪৯ এ পূর্ব পরিকল্পনা আবশ্যক নয়।
* ৩৪ ধারায় উপস্থিতি আবশ্যক।
* অনুরুপভাবে কাজ ভিন্ন কিন্তু একই অভিপ্রায় হলে ৩৪ ধারায় আসামি করতে হবে।
*** 'দাঙ্গা' আর 'বেআইনি সমাবেশ ' এর ক্ষেত্রে ১৪৯ এ ছাড়া সকল মামলায় যৌথ অপরাধের ক্ষেত্রে ৩৪ ধারা প্রাসঙ্গিক হবে।
আবার জ্ঞাতব্য যে,পূর্ব পরিকল্পনায় অংশগ্রহণ করেছে,কিন্তু উপস্থিত ছিল না,এক্ষেত্রে ১০৯ ধারা হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
★১০৭,১০৮,১০৯ ধারা আলাদা করি;
* ১০৭ হলো প্ররোচনা,সহায়তা এর সংজ্ঞা ; ১০৮ হতে হলে 'কারী' থাকতে হবে। যেমন: সহায়তাকারী,প্ররোচনাকারী।
* ১০৯ হলো - সহায়তা, প্ররোচনা+সহায়তাকারী,প্ররোচনাকারী এর শাস্তি সম্পর্কে বলা হয়েছে।
আবার ১০৯ ও ১৩৫ ধারার মধ্যে পার্থক্য হলো- ১০৯ এর অনুপস্থিতি হলো পরিকল্পিত বা ইচ্ছাকৃত, কিন্তু ১৩৫ এর অনুপস্থিতি হলো আকস্মিক।
★ ১১৫,১১৬,১১৭ ধারা আলাদা করি ;
* মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধের প্ররোচনাকারী কিন্তু অপরাধ সংঘটিত হয়নি,এক্ষেত্রে উক্ত ধারা প্রযোজ্য হবে।
এক্ষেত্রে ১/৪ অংশ শাস্তি পাবে।
★ পেনাল কোড,১৮৬০ এর ধারা ৫৩ অনুযায়ী কারাদন্ড ২ প্রকার। যথাঃ
১) সশ্রম;
২) বিনাশ্রম।
এবং দন্ড ৫ প্রকার। যথাঃ
১) মৃত্যুদন্ড
২) যাবজ্জীবন কারাদণ্ড
৩) কারাদণ্ড
৪) সম্পত্তি বাজেয়াপ্ত
৫) জরিমানা বা অর্থদণ্ড
No comments:
Post a Comment