Ad-1

Thursday, April 1, 2021

নিয়তি

হুমায়ুন আহমেদ 

ক) জ্ঞানমূলক প্রশ্ন:-

১। তক্ষক'- কী?

২। তিন ভাইবোন কী দেখে ছিটকে সরে গিয়েছিল? 

৩। কার কাতরধ্বনি সহ্য করা মুশকিল? 

৪। মহারাজা কেন ইন্ডিয়ায় চলে গিয়েছিল? 

৫। 'খাবার দেওয়ার পর মুখে বলতে হয়- খাও।'- কাকে?

৬। জগদলে কোন রোগটি কুখ্যাত ছিল?

৭। 'নিয়তি'- গল্পের কুকুরটির নাম কী? 

৮। 'চাতাল'- শব্দ অর্থ কী? 

৯৷ কেউটে সাপটি কী ছুঁয়ে আসছিল?

১০। 'নন্দিত নরকে'- গ্রন্থটির রচয়িতা কে?


খ) অনুধাবনমূলক প্রশ্ন:

১৷ 'বাবা এই ভয়ংকর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন'- এ জায়গাটিকে ভয়ংকর বলার কারণ কী? 

২। নিয়তি'- গল্পে লেখকের বাবা বেঙ্গল টাইগারকে হত্যা করলেন কেন?

৩। 'নিয়তি'- গল্পে মুক্তির মহানন্দ' বলতে কী বুঝানো হয়েছে?

৪। লেখক তাঁর বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো কেন?

 


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post