Ad-1

Friday, March 26, 2021

৫৪ ধারা মনে রাখার কৌশল

৫+৪=৯  সুতারাং ফৌজধারি কার্যবিধির  ৫৪ ধারায় মোট ৯ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। আর এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে #CIPSODORR 

#CIPSODORR বলতে কি বুঝায়? 

আমলযোগ্য মামলা ছাড়া পুলিশ কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক কোন ব্যক্তিকে বিনা পরোয়ানা গ্রেফতার করতে পারে।সংক্ষেপে এই নয়টি উপাদানকে #সিপসডর (CIPSODORR) বলে।

যাহা নিম্ন রুপঃ

#প্রথম-C-Cognizable offence আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বাক্তি   

#দ্বিতীয় I-Implement of House Breaking ঘর ভাঙ্গার সরঞ্জাম যার নিকট পাওয়া যায়। 

#তৃতীয় P-Proclaimed offender ঘোষিত অপরাধী 

#চতুর্থ S-Stolen Property চোরাই মাল যার নিকট পাওয়া যায়।

#পঞ্চম O-Obstructs of Police Officer পুলিশ অফিসারের বাধা প্রদানকারী বাক্তি 

#ষষ্ট D-Deserter প্রতিরক্ষা বাহিনী হতে পালনকারী 

#সপ্তম O-Outside Bangladesh বাংলাদেশের বাহিরে কৃত অপরাধ

#অষ্টম R-Released Convict মুক্তি প্রাপ্ত কয়েদী কতৃক বিধি লঙ্ঘন 

#নবম R-Requisition Slip অন্য কোন পুলিশ অফিসার হতে অভিযোগ পত্র গ্রহন করলে ।

Masudul Islam

No comments:

Post a Comment

Recent Post

MPO শিক্ষক কর্মচারীদের ছুটির সুবিধা

এম.পি,ও  শিক্ষক কর্মচারীরা  নিম্ন বর্ণিত যেকোনো ধরনের ছুটি নিতে পারেন :- ১। বিভিন্ন প্রকারের ছুটি। (১) কোন কর্মচারী নিম্নবর্ণিত যে কোন ধরনের...

Most Popular Post