Ad-1

Friday, March 26, 2021

৫৪ ধারা মনে রাখার কৌশল

৫+৪=৯  সুতারাং ফৌজধারি কার্যবিধির  ৫৪ ধারায় মোট ৯ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। আর এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে #CIPSODORR 

#CIPSODORR বলতে কি বুঝায়? 

আমলযোগ্য মামলা ছাড়া পুলিশ কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক কোন ব্যক্তিকে বিনা পরোয়ানা গ্রেফতার করতে পারে।সংক্ষেপে এই নয়টি উপাদানকে #সিপসডর (CIPSODORR) বলে।

যাহা নিম্ন রুপঃ

#প্রথম-C-Cognizable offence আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বাক্তি   

#দ্বিতীয় I-Implement of House Breaking ঘর ভাঙ্গার সরঞ্জাম যার নিকট পাওয়া যায়। 

#তৃতীয় P-Proclaimed offender ঘোষিত অপরাধী 

#চতুর্থ S-Stolen Property চোরাই মাল যার নিকট পাওয়া যায়।

#পঞ্চম O-Obstructs of Police Officer পুলিশ অফিসারের বাধা প্রদানকারী বাক্তি 

#ষষ্ট D-Deserter প্রতিরক্ষা বাহিনী হতে পালনকারী 

#সপ্তম O-Outside Bangladesh বাংলাদেশের বাহিরে কৃত অপরাধ

#অষ্টম R-Released Convict মুক্তি প্রাপ্ত কয়েদী কতৃক বিধি লঙ্ঘন 

#নবম R-Requisition Slip অন্য কোন পুলিশ অফিসার হতে অভিযোগ পত্র গ্রহন করলে ।

Masudul Islam

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post