Ad-1

Wednesday, April 24, 2024

সাহসী জননী বাংলা

১. মাগাে, ভাবনা কেন?

আমরা তােমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি।
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি,...
ক. উদ্বাস্তু' শব্দের অর্থ কী?
খ, ‘চির কবিতার দেশ’ বলতে কী বােঝানাে হয়েছে?
গ. উদ্দীপকে ‘সাহসী জননী বাংলা' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলােচনা কর।
ঘ, “উদ্দীপক এবং ‘সাহসী জননী বাংলা কবিতার মূলচেতনা এক ও অভিন্ন"-স্বীকার কর কি? তোমার যুক্তি দাও।

     

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post