Ad-1

Tuesday, September 3, 2024

মাঝে নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠিত করতে হয়

বাপের বাড়ী যাচ্ছি বা বাপের বাড়ী।

এ জুতসই কথা না।

বলবেন, আমার নিজের বাড়ী যাচ্ছি। 

স্বামীর ঘর বা উনার ঘর বলবেন না।

বলবেন নিজের ঘর। 

শশুডর বাড়িটাতেও স্বামীর রুমটা নিজেরই রুম বলবেন। 

নিজেরটা নিজে না বললে, পরেরা পর করেই রাখবে। 

তাই সব আজ থেকে বলবেন।

এ অধিকার আল্লাহতায়ালা আপনাকে দিয়েছেন। 


শাশুড়ী যদি বলেন তাঁর বাড়ী, মনে মনে বলে দিবেন যদি এটা আপনার স্বামীর অধিকারে আপনার বাড়ী হয়

আমার ও নয় কি? 

মনে মনে বলবেন। 

অভিমান আর নয় 

ডাবল খাবেন আজ থেকে। জা ননাসদের ব্যবহার যদি ছাড়া ছাড়া হয় আপনিও পানখা হয়ে যাবেন। 

মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মানে টা আপনি বুঝে রক্ষা করবেন। বাবার দিকের সব আত্মীয় আপনার হকের। 

তাদের খোজ খবর নিন। 

স্বামীর দিকের গুলা জরুরী না মেইনটেইন করা, ওরা যদি রেসপেক্ট বা আন্তরিকতা দেখায় তখন ভেবে দেখবেন। ওখানে পর্দার নিয়ম বড্ড কড়া। নরম গলায় কথাও বলা যাবে না নন-মাহরাম এর সাথে। 

আপনি সস্তা না, আপনার জন্য আল্লাহ্পাক নিজে অপেক্ষা করছেন ৫ ওয়াক্ত। আপনি আসল কাজ না করে হুদাই গাল ফুলায়ে খানা না খেয়ে শরীর অসুস্থ করবেন না। 

স্বামীর সাথে ভীষন সুন্দর রিলেশন build up করুন। রিলেশন build up মানে হুদাই এর-ওর নামে গীবত করা না। রাজনৈতিক আলাপ করতে পারেন। 

যাদের জন্য অভিমান করছেন তারা কেউ ই পাশে থাকবে না। 

ঘনঘন ঘুরতে যান। ফুচকা খাবার জন্য হলেও বাসা থেকে বের হোন। পরে আর শরীর সময় কিছুই থাকবে না। 

ড. ইউনুস ও পানখা হয়ে গেছেন।

আপনি কেনো বাদ থাকবেন। যান ঘুরে আসুন বিকেলে ইচ্ছা মতো দৌড়ান হাসুন।



No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post