এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া" বলতে বোঝানো হয়েছে যে সামান্য শাক নিয়েই এত ঝগড়া বা গোলমাল হচ্ছে। এরপর বলা হয়েছে, "ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া"—অর্থাৎ, যদি শাকের চেয়ে দামি বা গুরুত্বপূর্ণ কিছু (যেমন ডাল) নিয়ে সমস্যা হতো, তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হতো, এমনকি হাঁড়ি ভেঙে যাওয়ার মতো বড় ক্ষতি হতে পারত এবং তার প্রভাব আশেপাশের সবাইকে (পাড়া-পাড়া) প্রভাবিত করত।
সাধারণভাবে, প্রবাদটি ব্যবহার করা হয় যখন কেউ ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে। এটি অন্যদের সতর্ক করতে বলা হয় যে ছোট বিষয়ে এত বেশি উত্তেজিত হওয়া ঠিক নয়, কারণ বড় সমস্যায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
কারো মতে এ রকম ব্যাখ্যা হতে পারে ;
শাক রান্না করতে বেশি নাড়াচাড়া করতে হয়না বা কম উল্টেপাল্টে দিতে হয়।আর ডাল রান্না করতে ডাল ঘুটনি দিয়ে ডালঘুটে দেওয়া লাগে।(শাক রান্নাতেই এত নাড়া দেওয়া লাগছে,তাহলে তো ডাল রান্না করতে গেলে বেশি নাড়া দেওয়ার জন্য হাঁড়ি ভেঙে ডাল পাড়ায় পাড়ায় ভেসে যাবে)
অর্থাৎ অল্প কারণেই যদি এত জটিলতা তৈরি হয়,তাহলে জটিল বিষয়ে মহাকান্ড ঘটবে।
No comments:
Post a Comment