১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত?
ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?
ক. বাঁশবাগানে খ. জামরুলের ডালে গ. ডুমুরের ডালে ঘ. কদমের ডালে
৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় স্থির দৃষ্টি কার?
ক. মাছরাঙার খ. জমিলার মার গ. কদম আলীর।ঘ. কবির
৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে?
ক. আসমানের তারাকে খ. জমিলার মাকে। গ. কদম আলীকে ঘ. কবিকে
৫. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. রাত্রিশেষ খ. ছায়াহরিণ গ. আশায় বসতি ঘ. সারাদুপুর
৬. আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?
ক. শিক্ষকতা খ. সাংবাদিকতা গ. আইন ব্যবসায় ঘ. নাট্যাভিনয়
৭. কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি?
ক. পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
খ. গভীর জীবনবোধ ও আশাবাদ
গ. বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা
ঘ. সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
৮. কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে?
ক. বিদ্রোহের ঝংকার খ. মধুর আবেশ
গ. প্রতিবাদী চেতনা ঘ. দুর্বোধ্য আবেগ
৯. ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি?
ক. ছায়াহরিণ খ. মেঘ বলে চৈত্রে যাবো গ. জোছনা রাতের গল্প ঘ. আশায় বসতি
১০. কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস?
ক. মেঘ বলে চৈত্রে যাবো খ. জোছনা রাতের গল্প
গ. ছুটির দিন দুপুরে ঘ. রানী খালের সাঁকো
১১. আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন?
ক. নোবেল পুরস্কার খ. আদমজী পুরস্কার গ. একুশে পদক ঘ. ভারতরত্ন পুরস্কার
১২. কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?
ক. ইত্তেফাক খ. দৈনিক বাংলা গ. জনকণ্ঠ ঘ. সংগ্রাম
১৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৮৪ সালে গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৮৬ সালে
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন?
ক. চাঁদকে খ. সূর্যকে গ. ধূমকেতুকে ঘ. তারাকে
১৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন?
ক. জামরুলকে খ. শিশিরকে গ. মাছরাঙাকে ঘ. জমিনের ফুলকে
১৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে?
ক. ধানের ক্ষেতে খ. বাঁশবাগানে গ. ডুমুরের বাগানে ঘ. ধূধূ নদীর কিনারায়
১৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
১৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত?
ক. জমিলার মায়ের রান্নাঘরের পাশে খ. পুবের পুকুর পাড়ে
গ. বাঁশবাগানের কাছে ঘ. ধানখেতের কাছে
১৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অভ্যাগত নয় কে?
ক. জোনাকি খ. মাছরাঙা গ. কদম আলী ঘ. কবি
২০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. সুকান্ত ভট্টাচার্য গ. আহসান হাবীব ঘ. ফররুখ আহমদ
২১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে?
ক. কদম আলীকে খ. কবিকে গ. জমিলার মাকে ঘ. মাছরাঙাকে
২২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কারা জানে কবি কোনো অনাত্মীয় নন?
ক. পাখিরা খ. নদীরা গ. ধানেরা ঘ. মাছেরা
২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোন সময়ের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন?
ক. আশ্বিনের খ. কার্তিকের গ. অগ্রহায়ণের ঘ. পৌষের
২৪. কবি কিসের টলমল শিশিরকে সাক্ষী করেছেন?
ক. দূর্বাঘাসের খ. ধানের চিরোল পাতার গ. ফুলের ঘ. কাঁঠালপাতার
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কার চিরচেনা স্বজন?
ক. কদম আলীর খ. মাছরাঙার গ. জমিলার মায়ের ঘ. পাখির
২৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন
ক. হাঁড়ি-পাতিলে ঠাসা খ. খাবারে ভরপুর গ. শূন্য খাঁ খাঁ ঘ. উচ্ছল প্রাণবন্ত
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবি জমিলার মায়ের রান্নাঘরের কী চেনেন?
ক. শুকনো থালা খ. ভাতের হাঁড়ি গ. পানির কলসি ঘ. চুলা
২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কিসে কবির হাতের স্পর্শ লেগে আছে?
ক. ডুমুরের ডালে খ. লাঙলে গ. রান্নাঘরের থালায় ঘ. ধানের মঞ্জরীতে
২৯. ‘আমি ছিলাম এখানে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. স্বদেশকে খ. ধানখেতকে গ. বাঁশবাগানকে ঘ. নদীর কিনারকে
৩০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের খেতের উল্লেখ রয়েছে?
ক. গমের খ. ধানের গ. বেগুনের ঘ. পাটের
Ad-1
Monday, August 25, 2025
আমি কোনো আগন্তুক নই
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
আমি কোনো আগন্তুক নই
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী গ. জমিলার মা ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...
Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
No comments:
Post a Comment