Ad-1

Showing posts with label ৮ম বাংলা সৃজনশীল পদ্যাংশ. Show all posts
Showing posts with label ৮ম বাংলা সৃজনশীল পদ্যাংশ. Show all posts

Tuesday, October 20, 2020

রুপাই

জসীম উদদীন

তথ্য কণিক

১.চাষার ছেলের মাথার চুল কেমন? --লম্বা
২. রূপাইয়ের কচি মুখের মারা---কাচা ধানের পাতার মতাে ।
৩. রূপাইয়ের কচি মুখের মারার সাথে মিশে আছে- নবীন তৃণের ছায়া।
৪. কবি রং পেলে সৃষ্টি হতে পারবেন—রামধনুকের হার
৫ "রুপাই" কৰিতর রুপাইয়ের তুলনায় এসেছে-- শ্রীকৃষ্ণের নাম।
৬. শ্রীকৃষ্ণের পদধূলিতে--বৃন্দাবন লুটায়।
৭. রূপাইয়ের কণ্ঠ সবার আগে শোনা যায় – জারি গানে।
৮. রুপাইকে পাগাল লোহা বলেছে --- বুড়োরা
৯. জালি শব্দের অর্থ কী?-- কচি ।
১০, সুন্দি” অর্থ কী?-- শ্বেতপদ্ম।
১১. কারবালার শোকাবহ ঘটনার উল্লেখ থাকে --- জারির গানে।
১২, নৃত্যগীত ও মল্লবিদ্যা শেখার স্থান কোথায়? – আখড়া।
১৩. কচি ঘাস অর্থে রূপাই কবিতায় ব্যবহৃত শব্দ--নবীন তৃণ ।
১৪. রুপাই কবিতায় সমাসবদ্ধ শব্দ -- শাল-সুন্দি-বেত।
১৫. রুপাই’ কবিতাটি লিখেছেন- জসীমউদ্দীন।
১৬, রুপাই' শিরােনামে কবিতাটি নেওয়া হয়েছে— 'নক্সী কাঁথার মাঠ' কাব্য থেকে।
১৭, রুপাই কবিতায় বর্ণিত কৃষকের মুখ— মায়াবী
১৮, রূপাই পারদর্শী– জারির গানে।
১৯. পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয় --- কালাে কালি দিয়ে।
২০. সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়--- কৃষকের শ্রমে।
২১. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সব কিছুই – কালাে ।
২২. কবির দৃষ্টিতে কৃষক সবার কাছে --- দামি
২৩, কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন-- ১৯০৩ সালে ।
২৪. জসীমউদ্দীনের গ্রামের নাম— তাম্বুলখানা।
২৫. জসীমউদ্দীন এম.এ পাস করেন— কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
২৬. জসীমউদ্দীন অধ্যাপনা করেন --- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
২৭. জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা— কবর।
২৮. 'নক্সী কাঁথার মাঠ' একটি --- কাহিনী কাব্য।
২৯. জসীমউদ্দীন রচিত নাটক --- বেদের মেয়ে।
৩০. জসীমউদ্দীন রচিত উপন্যাস--- বােবা কাহিনী ।

অনুধাবনমূলক প্রশ্ন
১. " চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়"- চরণটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ২. ' শাল-সুন্দি-বেত'- কোন প্রসঙ্গে বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩. 'আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী'- বলতে কী বুঝানো হয়েছে? ৪. রুপাইকে রুপার চেয়ে দামী বলা হয়েছে কেন? ৫. 'সোনায় যে জন সোনা বানায়,কীসের গরব তার'- উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে? ৬. কালো দাতের কালি দিয়ে কেতাব কোরান লেখি'- চরণটি দ্বারা কী বুঝানো হয়েছে? ৭. রুপাইকে পাগাল লোহা বলা হয়েছে কেন? ৮. 'তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন '- চরণটি ব্যাখ্যা করো।

নমুনা সৃজনশীল প্রশ্নঃ


১. সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামীদেশের সে যে আশা
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশসবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিতসুখ নাহি চায় নিজেরৌদ্র দাহে শুকায় তনুমেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলেনমি বারংবার তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার। (চাষী : রাজিয়া খাতুন চৌধুরাণী)
ক) পদ-রজ’ শব্দের অর্থ কী?
খ) শাল-সুন্দি-বেত যেন ওসকল কাজেই লাগে’ চরণটির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকের চাষী রুপাই’ কবিতার রুপাইয়ের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণব্যাখ্যা করো।
ঘ) সাদৃশ্য থাকলেও উদ্দীপকে রুপাই’ কবিতার সম্পূর্ণ ভাব প্রতিফলিত হয়নি”—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

২. পল্লিগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক ছমির শেখ। ফসল বােনার ওস্তাদিতে দশগ্রামে তার সুনাম আছে।
বন্যা-খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতাে তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে
তার জুড়িমেলা ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে; যেমন প্রকৃতি করে গ্রামকে।
ক. চাষির ছেলের ‘ গা-খানি দেখতে কেমন?
খ. “ চাষিদের ওই কালাে ছেলে সব করেছে জয়”-চরণটির মাধ্যমে কবি কী বােঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপক ও 'রুপাই ’ কবিতার আলােকে তােমার দেখা কোনাে পল্লিগ্রামের বর্ণনা দাও।
ঘ, ‘ উদ্দীপকটি 'রূপাই' কবিতার খণ্ডাংশ মাত্র’- যুক্তিসহ বিশ্লেষণ কর।(পাঠ্যবই সৃজনশীল) 


Monday, October 19, 2020

একুশের গান

আবদুল গাফফার চৌধুরী 

তথ্য কণিকা

১. শিশু হত্যার বিক্ষোভে কাঁপবে বসুন্ধরা ।

২. কবি জাগতে বলেছেন — নাগিনীদের।
৩. কবিতায় খুন রাঙা ইতিহাস বলতে বােঝানাে হয়েছে— ভাষা আন্দোলনকে।
৪. ‘একুশের গান কবিতায় উল্লেখ আছে— শীত ঋতুর নাম।
৫. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছিল— দেশের ।
৬. দেশের ভাগ্যকে বিক্রি করতে চেয়েছিল – পাকিস্তানিরা ।
৭. 'ক্ষ্যাপা বুনাে’ বলতে বােঝানাে হয়েছে — পাকিস্তানি সৈন্যদের ।
৮. ক্রোধের আগুনে আবার জ্বালব— একুশে ফেব্রুয়ারি ।
৯, বসুন্ধরা' শব্দটি দ্বারা বােঝায়— পৃথিবী।
১০. লগন' বলতে বােঝায় — লগ্ন।
১১. অশ্রু-গড়া' বলতে বােঝায় — চোখের পানিতে নির্মিত।
১২. ক্রান্তি' শব্দের অর্প — রিবর্তন।
১৩. অলকনন্দা’ অর্থ— স্বর্গীয় নদীর ধারা ।
১৪. “জালিম' বলতে বােঝায় — যারা নির্দয় ।
১৫. একুশের গান কবিতার রচয়িতা— আবদুল গাফফার চৌধুরী।
১৬. একুশের গান' কবিতাটি প্রথম ছাপা হয়— ১৯৫৩ খ্রিষ্টাব্দে।
১৭. একুশের গান' কবিতায় ব্যক্ত হয়েছে — জাতির জাগ্রত প্রতিরােধ ।
১৮. বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য — খুন রাঙা ।
১৯. একুশে ফেব্রুয়ারি' সম্পাদনা করেন— হাসান হাফিজুর রহমান
২০. ভাষা আন্দোলন সংঘটিত হয় — ১৯৫২ খ্রিষ্টাব্দে
২১. ভাষা আন্দোলনে আত্মোৎসর্গ করেছে — বাঙালি ছাত্রজনতা।
২২. একুশের গান কবিতায় স্মৃতিচারণ করা হয়েছে — ভাষা-শহিদদের।
২৩. ভাষা আন্দোলনের সময় মিছিলে শত্রুরা — গুলিবর্ষণ করে।
২৪. আবদুল গাফফার চৌধুরী জন্মগ্রহণ করেন — ১৯৩৪ সালে ।
২৫. আবদুল গাফফার চৌধুরী বর্তমানে — প্রবাসী।
২৬. আবদুল গাফফার চৌধুরী খ্যাতি লাভ করেন– গীতিকার, প্রাবন্ধিক ও কথাশিল্পী হিসেবে।
২৭, আবদুল গাফফার চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন — মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে।
২৮. ‘ডানপিটে শওকত' গ্রন্থটি লিখেছেন — আবদুল গাফফার চৌধুরী।
২৯, আবদুল গাফফার চৌধুরী লাভ করেছেন— ইউনেস্কো পুরস্কার ।
৩০. আবদুল গাফফার চৌধুরীর পেশা ছিল— সাংবাদিকতা।

অনুধাবনমূলক প্রশ্ন
১. সেই আঁধারের পশুদের মুখ চেনা ' — চরণটি ব্যাখ্যা কর
২. দেশের ভাগ্য ওরা করে বিক্রয়'- কারা এবং কিভাবে করে?
৩. "শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা "- ব্যাখ্যা করো।
৪. ফেব্রুয়ারিকে 'মায়ের অশ্রু গড়া'- বলা হয়েছে কেন?
৫. 'ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে'- ব্যাখ্যা করো।
৬. কবি কেন একুশে ফেব্রুয়ারিকে জেগে উঠতে আহবান করেছেন? 
৭. একুশে ফেব্রুয়ারি কেন ভোলার নয়?

নমুনা সৃজনশীল প্রশ্নঃ

১. ‘ ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে 
অভিযাত্রিক, নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে। 
হয়তাে বা ভুল, তবু ভয় নাই, তরুণের তাজা প্রাণ 
পথ হারালেও হার মানে নাকো, করে চলে সন্ধান 
অন্য পথের, মুক্ত পথের, সন্ধানী আলাে জ্বলে 
বিনিদ্র আঁখি তারকার সম, পথে পথে তারা চলে। 
২. ‘ ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা ঝড়িয়ে রক্ত, ভাইয়ের প্রাণ, হৃদয়ের ভালােবাসা। 
জেগে উঠো আজ সাহসী যৌবন, আনাে নব উত্থান 
দ্রোহের আগুনে পােড়াও ওদের, গাও বিজয় গান। 
ক. 'একুশের গান ’ কবিতাটি কোন শহিদের স্মরণে লেখা হয়েছে? 
খ. ‘ সেই আঁধারের পশুদের মুখ চেনা ' — চরণটি ব্যাখ্যা কর। গ. উদ্দীপক-২-এর আলােকে ‘ একুশের গান ’ কবিতায় বর্ণিত ‘ ওরা এদেশের নয়'- চরণটি ব্যাখ্যা কর। 
ঘ. প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনিই ‘ একুশের গান' কবিতার ভাষা-শহিদ-বিশ্লেষণ কর।(পাঠ্যবই সৃজনশীল) 

২. উদ্দীপক-১
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান 
উদ্দীপক-২
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে। 
সংগ্রামী আজ মহা জনতা
কণ্ঠে তাদের নব বারতা,
শহীদ ভাইয়ের স্মরণে।
ক. ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? ১
খ. ‘জাগো নাগিনীরা, জাগো কাল বোশেখীরা’ বলতে কবি কী বুঝিয়েছেন? ২
গ. উদ্দীপক-১ ‘একুশের গান’ কবিতার কোন ভাবের সঙ্গে সংগতিপূর্ণ, ব্যাখ্যা করো? ৩
ঘ. উদ্দীপক-১ ও ২-এ প্রকাশিত চেতনা ‘একুশের গান’ কবিতার মূল চেতনার সমান্তরাল নয়—এ কথার সঙ্গে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও। ৪ 

Monday, April 29, 2019

বাংলা সৃজনশীল প্রশ্ন পদ্যাংশ


পদ্যাংশ

নদীর স্বপ্ন

২৩. মনে কর যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে।
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।
(ক) বুদ্ধদেব বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? ১
(খ) ছোট পাখিকে আকাশের মুখের তিল বলা হয়েছে কেন? ২
(গ) উদ্দীপকের কিশোরটির সঙ্গে ‘নদীর স্বপ্ন’ কবিতার বালকটির যে সাদৃশ্য আছে, তা তুলে ধরো।
(ঘ) “উদ্দীপকটি ‘নদীর স্বপ্ন’ কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”—উক্তিটির যথার্থতা নির্ণয় করো। ৪

প্রার্থী

২৪. একজন উদীয়মান ব্যবসায়ী। এবারের শীতের ছুটিতে দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল সে। কিন্তু বিমানবন্দরে টিকিট কাটতে যাওয়ার পথে সে দেখল, রাস্তার পাশে অসংখ্য মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এ দৃশ্যটি তার বেড়াতে যাওয়ার উৎসাহ দমিয়ে ফেলল। সে তার পরিকল্পনা বদলে তথ্যচিত্র বানানোর উদ্যোগ নিল। আর এ উদ্যোগকে সাধুবাদ জানাল পরিচতজনরা।
ক. ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
খ. কবি সূর্যের কাছে উত্তাপ ও আলো চেয়েছেন কেন?
গ. উদ্দীপকের রাকিবের দেখা দৃশ্যের সঙ্গে ‘প্রার্থী’ কবিতাটি কিভাবে সম্পর্কিত? তুলনামূলক আলোচনা করো।
ঘ. কবির চিন্তা উদ্দীপকের রাকিবের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে—মূল্যায়ন করো।

জাগো তবে অরণ্য কন্যারা


২৫. নওরিনদের বাসার পেছনে চৌধুরীদের বিশাল বাগান। সেই বাগানে ফলের গাছসহ নাম না জানা অনেক বৃক্ষরাজি রয়েছে। প্রতিদিন বাগানের পাখির কলকাকলিতে তার ঘুম ভাঙে। একদিন সকালে উঠে সে দেখল চৌধুরী সাহেব বহুতল বাসভবন তৈরির পরিকল্পনায় রাতারাতি বাগানের সব গাছ কেটে ফেলেছেন। এই দৃশ্য দেখে নওরিনের মন খুবই বিষণ্ন হয়ে গেল। পাখিরা আর এখানে ডাকবে না। এভাবেই হয়তো পৃথিবীর এ সবুজ অরণ্য শেষ হয়ে যাবে।
(ক) কবি সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী? ১
(খ) মাটি অরণ্যের পানে চায় কেন? ২
(গ) উদ্দীপকটির সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য তুলে ধরো। ৩
(ঘ) “নওরিনের বিষণ্নতার কারণ আর ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির বিষণ্নতা যেন একই সূত্রে গাঁথা”—বিশ্লেষণ করো। ৪

২৬. বাবার চাকরিসূত্রে এক পাহাড়ি সবুজ গ্রামে বড় হয়েছে মনির। অনেক দিন পর আবার সেই শৈশবের স্মৃতিঘেরা স্থানে বেড়াতে এসে সে খুব হতাশ হলো। কারণ সেই পাহাড়ি গ্রামটি আর আগের মতো নেই। গাছ কেটে বনভূমি উজাড় করা হয়েছে। ভূমিদস্যুরা এখানকার পাহাড়, গ্রাম ও প্রকৃতির সব সৌন্দর্য নষ্ট করে ইটের ভাটা তৈরি করেছে। ছোটবেলার পাহাড়ি বন্ধু সৌমিকের খবর নিয়ে জানল—তারা আর আগের টিলায় থাকে না। জীবনযাপন হুমকির মুখে পড়ায় তারা বনের গহিনে চলে গেছে। মনির ব্যথিত মনে ভাবতে লাগল, তার শৈশবের গ্রামটি যদি আগের মতো বৃক্ষঘেরা সবুজ থাকত।
ক. কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না?
খ. ‘জাগাও মুমূর্ষু ধরা প্রাণ’—উক্তির মাধ্যমে কবি কাকে এবং কেন জাগার জন্য আহ্বান করেছেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য বর্ণনা করো।
ঘ. শৈশবের গ্রাম থেকে মনিরের হৃদয়ের যে হাহাকার তা যেন ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির হাহাকারের প্রতিচ্ছবি।

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post