Ad-1

Tuesday, October 20, 2020

রুপাই

জসীম উদদীন

তথ্য কণিক

১.চাষার ছেলের মাথার চুল কেমন? --লম্বা
২. রূপাইয়ের কচি মুখের মারা---কাচা ধানের পাতার মতাে ।
৩. রূপাইয়ের কচি মুখের মারার সাথে মিশে আছে- নবীন তৃণের ছায়া।
৪. কবি রং পেলে সৃষ্টি হতে পারবেন—রামধনুকের হার
৫ "রুপাই" কৰিতর রুপাইয়ের তুলনায় এসেছে-- শ্রীকৃষ্ণের নাম।
৬. শ্রীকৃষ্ণের পদধূলিতে--বৃন্দাবন লুটায়।
৭. রূপাইয়ের কণ্ঠ সবার আগে শোনা যায় – জারি গানে।
৮. রুপাইকে পাগাল লোহা বলেছে --- বুড়োরা
৯. জালি শব্দের অর্থ কী?-- কচি ।
১০, সুন্দি” অর্থ কী?-- শ্বেতপদ্ম।
১১. কারবালার শোকাবহ ঘটনার উল্লেখ থাকে --- জারির গানে।
১২, নৃত্যগীত ও মল্লবিদ্যা শেখার স্থান কোথায়? – আখড়া।
১৩. কচি ঘাস অর্থে রূপাই কবিতায় ব্যবহৃত শব্দ--নবীন তৃণ ।
১৪. রুপাই কবিতায় সমাসবদ্ধ শব্দ -- শাল-সুন্দি-বেত।
১৫. রুপাই’ কবিতাটি লিখেছেন- জসীমউদ্দীন।
১৬, রুপাই' শিরােনামে কবিতাটি নেওয়া হয়েছে— 'নক্সী কাঁথার মাঠ' কাব্য থেকে।
১৭, রুপাই কবিতায় বর্ণিত কৃষকের মুখ— মায়াবী
১৮, রূপাই পারদর্শী– জারির গানে।
১৯. পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয় --- কালাে কালি দিয়ে।
২০. সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়--- কৃষকের শ্রমে।
২১. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সব কিছুই – কালাে ।
২২. কবির দৃষ্টিতে কৃষক সবার কাছে --- দামি
২৩, কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন-- ১৯০৩ সালে ।
২৪. জসীমউদ্দীনের গ্রামের নাম— তাম্বুলখানা।
২৫. জসীমউদ্দীন এম.এ পাস করেন— কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
২৬. জসীমউদ্দীন অধ্যাপনা করেন --- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
২৭. জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা— কবর।
২৮. 'নক্সী কাঁথার মাঠ' একটি --- কাহিনী কাব্য।
২৯. জসীমউদ্দীন রচিত নাটক --- বেদের মেয়ে।
৩০. জসীমউদ্দীন রচিত উপন্যাস--- বােবা কাহিনী ।

অনুধাবনমূলক প্রশ্ন
১. " চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়"- চরণটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ২. ' শাল-সুন্দি-বেত'- কোন প্রসঙ্গে বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩. 'আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানী'- বলতে কী বুঝানো হয়েছে? ৪. রুপাইকে রুপার চেয়ে দামী বলা হয়েছে কেন? ৫. 'সোনায় যে জন সোনা বানায়,কীসের গরব তার'- উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে? ৬. কালো দাতের কালি দিয়ে কেতাব কোরান লেখি'- চরণটি দ্বারা কী বুঝানো হয়েছে? ৭. রুপাইকে পাগাল লোহা বলা হয়েছে কেন? ৮. 'তারির পদ-রজের লাগি লুটায় বৃন্দাবন '- চরণটি ব্যাখ্যা করো।

নমুনা সৃজনশীল প্রশ্নঃ


১. সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামীদেশের সে যে আশা
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশসবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিতসুখ নাহি চায় নিজেরৌদ্র দাহে শুকায় তনুমেঘের জলে ভিজে। আমার দেশের মাটির ছেলেনমি বারংবার তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার। (চাষী : রাজিয়া খাতুন চৌধুরাণী)
ক) পদ-রজ’ শব্দের অর্থ কী?
খ) শাল-সুন্দি-বেত যেন ওসকল কাজেই লাগে’ চরণটির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকের চাষী রুপাই’ কবিতার রুপাইয়ের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণব্যাখ্যা করো।
ঘ) সাদৃশ্য থাকলেও উদ্দীপকে রুপাই’ কবিতার সম্পূর্ণ ভাব প্রতিফলিত হয়নি”—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

২. পল্লিগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক ছমির শেখ। ফসল বােনার ওস্তাদিতে দশগ্রামে তার সুনাম আছে।
বন্যা-খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতাে তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে
তার জুড়িমেলা ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে; যেমন প্রকৃতি করে গ্রামকে।
ক. চাষির ছেলের ‘ গা-খানি দেখতে কেমন?
খ. “ চাষিদের ওই কালাে ছেলে সব করেছে জয়”-চরণটির মাধ্যমে কবি কী বােঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপক ও 'রুপাই ’ কবিতার আলােকে তােমার দেখা কোনাে পল্লিগ্রামের বর্ণনা দাও।
ঘ, ‘ উদ্দীপকটি 'রূপাই' কবিতার খণ্ডাংশ মাত্র’- যুক্তিসহ বিশ্লেষণ কর।(পাঠ্যবই সৃজনশীল) 


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post