Ad-1

Monday, May 8, 2017

কৌতুক,লেডিস নাকি মহিলা? উত্তর: মহিলা

ছাত্রজীবনে রেল ভিড়ের কাছাকাছি একটা মেসে ছিলাম।একদিন বিকেলে সন্ধ্যায় হাটছিলাম।হাঁটতে হাঁটতে একসময় একটা বস্তির ছেলেকে দেখলাম।ছেলেটার চোখ ডাগর ডাগর এবং মায়াবি,আর মনে হলো ভাল সাবান দিয়ে ভালো করে স্নান করানো হলে তেলতেলে ভ্যাপসা শ্যামলা আস্তরনটা ওঠে গিয়ে ভালোই দেখাবে ছেলেটাকে।কি নাম,বাসা কোথায় জিজ্ঞেস করার পর দুষ্টামি করে জিজ্ঞেস করলাম
আমি: আচ্ছা,তুই লেডিস নাকি মহিলা?
ছেলে : মহিলা।
আমি : আচ্ছা,তুই বিয়ে করেছিস?
ছেলে : না,করি নাই।
আমি : তোর বাপ বিয়ে করেছে?
ছেলে : না,করে নাই।
আমি : তো তুই কোত্থেকে আসলি?
ছেলে : ঘর থেকে আসলাম........

[অনেক আগের লেখা,পুরাতন ডায়রি থেকে নেওয়া,তারিখটা লিখেনি,তাই মনে নেই।তবে আনুমানিক ২০১০ সালের দিকে।]

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post