ছাত্রজীবনে রেল ভিড়ের কাছাকাছি একটা মেসে ছিলাম।একদিন বিকেলে সন্ধ্যায় হাটছিলাম।হাঁটতে হাঁটতে একসময় একটা বস্তির ছেলেকে দেখলাম।ছেলেটার চোখ ডাগর ডাগর এবং মায়াবি,আর মনে হলো ভাল সাবান দিয়ে ভালো করে স্নান করানো হলে তেলতেলে ভ্যাপসা শ্যামলা আস্তরনটা ওঠে গিয়ে ভালোই দেখাবে ছেলেটাকে।কি নাম,বাসা কোথায় জিজ্ঞেস করার পর দুষ্টামি করে জিজ্ঞেস করলাম
আমি: আচ্ছা,তুই লেডিস নাকি মহিলা?
ছেলে : মহিলা।
আমি : আচ্ছা,তুই বিয়ে করেছিস?
ছেলে : না,করি নাই।
আমি : তোর বাপ বিয়ে করেছে?
ছেলে : না,করে নাই।
আমি : তো তুই কোত্থেকে আসলি?
ছেলে : ঘর থেকে আসলাম........
[অনেক আগের লেখা,পুরাতন ডায়রি থেকে নেওয়া,তারিখটা লিখেনি,তাই মনে নেই।তবে আনুমানিক ২০১০ সালের দিকে।]
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জ্ঞানমূলক প্রশ্নঃ ১. “ বহিপীর ” নাটকটি কত অঙ্কে বিভক্ত ? ২. নাটকের উপাদানগুলো উল্লেখ কর। ৩. বহিপীরের বাড়ি কোন জেলায় ? ৪. হাতেম আলি...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
১.নাটক ও উপন্যাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। উত্তর: নাটক ও উপন্যাস উভয়ই মানবজীবনের প্রতিচ্ছবি, তবু শিল্পরুপের দিক হইতে ইহাদের মধ্যে বিশেষ...
-
জীবনানন্দ দাশ • তথ্য কণিকা ১. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — ধানসিঁড়ি তীরের বাংলায় ।। ২. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — শঙ্খচিলের বেশে। ...
No comments:
Post a Comment