Ad-1

Sunday, May 21, 2017

সাধারণ জ্ঞান০১

১. NATO সাম্প্রতিক ২৯ তম দেশ -- মন্টিনিগ্রো
২. বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক - বাংলাদেশে
৩. মেরিন ড্রাইভ সড়কটির বিস্তৃত - কক্সবাজারের কলাতলী হতে টেকনাফ পর্যন্ত ।
৪. সড়কটির দৈর্ঘ্য- ৮০ কি.মি. ।
৫. বর্তমানে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ - নরওয়ে
৬. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান - ১৩৯ তম ।
৭. দেশের প্রথম ট্যুরিজম পার্কের নাম- নাফ ট্যুরিজম পার্ক ।
৮. জালিয়ার দ্বীপ - নাফ নদীতে অবস্হিত ।
৯. দেশের একমাত্র ডিজিটাল দ্বীপ- মহেশখালী ।
১০. পণ্য রপ্তানি আয়ের শীর্ষ খাত - তৈরি পোশাক।
১১. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ
 > বঙ্গবন্ধু - ১
১২. এশিয়ার নতুন বাঘ - বাংলাদেশ ।
১৩. বিশ্বে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
১৪. চীন "এক বেল্ট এক রোড" কৌশল শুরু করেছে"-২০১৩ সালে ।
১৫. আখিল দ্বীপ - আয়ারল্যান্ডে অবস্হিত ।
১৬.
 ASIAN TIGERS --- Hong Kong , Singapore , South Korea , Taiwan
১৭. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত - মালালা ইউসুফজাঈ ।
১৮. বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর - সিঙ্গাপুর সিটি ।
১৩. মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম - পেন্টাগন
২০. হৃদরোগের ঝুঁকি বাড়ে - সাধারন ব্যাথা নাশকে।
২১. উ. কোরিয়ার রাজধানী - পিয়ংইয়ং
২২. দ. কোরিয়ার রাজধানী - সিউল
২৩. আন্তর্জাতিক আদালত - নেদারল্যান্ডের হ্যাগ শহরে
২৪. চীন জাপান যুদ্ধ হয়েছিল - ১৮৯৪ সালে
২৫. কোরীয় যুদ্ধ হয়েছিল - ১৯৫০ সালে
২৬. ব্রিটিশ প্রধানমন্ত্রী -থেরেসা মে,

২৭. নাইজেরিয়ার রাজধানী আবুজা
২৮. নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে পরিচিত ঐতিহাসিক -লুম্বিনি শহর

২৯. আন্তর্জাতিক পরিবেশ রক্ষা প্রতিষ্ঠান -আইইউসিএন ও ইউনেস্কো
৩০. বুদ্ধের মূলমন্ত্র -সব্বে সত্তা সুখিতা ভবন্তু/জগতের সকল প্রাণী সুখী হোক
৩১. সৌদি আরবের পার্লামেন্টের নাম - মজলিশে শুরা।
৩২. কৃষ্ণসাগর - রাশিয়ায়
৩৩. আরব ইসরাইল যুদ্ধ হয় - ১৯৬৭ সালে
৩৪. দ. কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা - এনআইএস
৩৫. শ্রীলঙ্কার রাজধানী - কলম্বো
৩৬. দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার - কে এম নুরুল হুদা
৩৭. বৈষ্ণব ধর্মের প্রবর্তক - শ্রীচৈতন্য
৩৮. নেপালের জনসংখ্যা - ২ কোটি ৮০ লাখ

 

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post