Ad-1

Monday, June 5, 2017

সাধারণ জ্ঞান-০২

১. IAEA প্রতিষ্ঠিত হয় - ২৯ জুলাই ১৯৫৭ ।
২. IAEA = International Atomic Energy Agency
৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য - ৬.১৫ কিঃমিঃ । 
৪. অবস্হান - মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা ।
৫. টাইমস স্কয়ার অবস্হিত - যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
৭. ইসরাইলি গোয়েন্দা সংস্হার নাম - মোসাদ ।
৮. হামাস অর্থ - সজীবতা ও উদ্দীপনা ।
৯. কান্দাহার শহরটি - আফগানিস্তান
১০. দ. চীন সাগর নিয়ে প্রধান বিরোধ রয়েছে - যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে
১১. দু’টি বদ্বীপ দেশ – বাংলাদেশ এবং নেদারল্যান্ড।
১২. who এর সদর দপ্তর - সুইজারল্যান্ডের জেনেভায়
১৩. বেলজিয়ামের রাজধানী - ব্রাসেলস
১৪. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রীট
১৫. বিশ্বে আম উৎপাদনে - বাংলাদেশ ৭ম
১৬. বাংলাদেশে আমের বাজার আছে - প্রায় ৮ হাজার কোটি টাকার
১৭. জাতি সংঘের বর্তমান মহাসচিব - আন্তোনিও গুতেরেস
১৮. মিসরের রাষ্ট্রী বার্তা সংস্থা - মিনার
১৯. ফাইভ আইস হলো - ৫ টি রাষ্ট্রের গোয়েন্দা চুক্তি
২০. ফাইভ আইস চুক্তি সম্পাদনকারী দেশ - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
২১. ফাইভ আইস গোয়েন্দা চুক্তি অনুযায়ী - ৫ দেশের মধ্যে গোয়েন্দ তথ্য আদান প্রদান হয়
২২. চীনা প্রেসিডেন্ট - সি চিন পিং
২৩. ভারতের বর্তমান জনসংখ্যা - ১২০ কোটি
২৪. সবচেয়ে কম কর্মী বিদেশে যায় - বান্দরবন জেলা থেকে ।
২৫. জি - ৭ এর পূর্ব নাম ছিল জি - ৮ । সদস্য সংখ্যা ছিল ০৮ টি ।
২৬. ন্যাটো একটি সামরিক জোট ।
২৭. সদর দপ্তর - ব্রাসেলস , বেলজিয়াম ।
২৮. ন্যাটোভুক্ত মুসলিম দেশ - আলবেনিয়া ও তুরস্ক।
২৯. মিন্দানাও দ্বীপ - ফিলিপাইনে অবস্হিত।
৩০. কান্দাহার প্রদেশ - আফগানিস্তান ।
৩১.  বিহারের রাজধানী - পাটনা
৩২. আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংগঠন - এগমন্ট
৩৩. বাংলাদেশ মানি লন্ডারিং আইন - ২০১২ সালের
৩৪. চীনে বর্তমানে পণ্য রপ্তানি করে বিশ্বের প্রায় - ৪৩ টি দেশ
৩৫. পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা - ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স
৩৬. পদ্মা সেতুর মোট পিলার - ৪২ টি
৩৭. পদ্মা সেতুর স্প্যান - ৪১ টি
৩৮. প্রতিটি স্প্যান - ১৫০ মিটার লম্বা
৩৮.  ৯/১১ হামলা হয় - ২০০১ সালে, যক্তরাষ্ট্রে
৪০. ওয়াল স্ট্রিট - যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার
৪১. অযোধ্যয় বাবরি মজিদ ধ্বংস করা হয় - ১৯৯২ সালের ৬ ডিসেম্বর
৪২.  রাশিয়া ক্রিমিয়া দখল করে - ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে
৪৩. উ. কোরিয়ার বার্তা সংস্থা - কেসিএন
৪৪. বিশ্ব ভোগ্যপন্যের মধ্যে শীর্ষ জনপ্রিয় কোমল পানীয় - কোকা কোলা
৪৫. বিমান দূর্ঘটনায় মারা গিয়েছিলেন - ১৯৪৫ সালে, নেতাজী সুবাস চন্দ্র বসু "
৪৬. আন্তর্জাতিক শিশু দিবস - ১ জুন
৪৭. বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ দেশ - সিরিয়া
৪৮. কফি রপ্তানিতে শীর্ষ দেশ - ব্রাজিল
৪৯. ফুটবলার রপ্তানিতে শীর্ষ দেশ - ব্রাজিল।
৫০. ফুটবলার রপ্তানিতে ২য় দেশ - ফ্রান্স।
৫১. একজন মানুষ দৈনিক লবণ খেতে পারে - ৫ গ্রাম ( WHO)
৫২. ফ্রান্সের প্রেসিডেন্টের প্রাসাদ - এলিজি প্রাসাদ
৫৩. আত্রাই নদী পদ্মার সাথে মিলিত হয় - চলনবিলে
৫৪.  বাংলাদেশের ৫৪ টি নদীর উৎপত্তি - ভারতে
৫৫. চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর - ঝু জিয়াওচুন
৫৬. " একাত্তরের জননী " বইটির লেখিকা - রমা চৌধুরী
৫৭.  ফিনল্যান্ডের রাজধানী - হেলসিংকি।
৫৮.  নরওয়ের রাজধানী - অসলো
৫৯.  চীনের অর্থনীতি ভারতে চেয়ে - ৫ গুন বড়
৬০.  আন্তর্জাতিক ধান গবেষনা প্রতিষ্ঠান - ফিলিপাইনের ম্যানিলায়
৬১.  বাংলাদেশের বর্তমান গ্রাম - ৮৭ হাজার
৬২. বাংলাদেশের মানুষ দৈনিক - ৬-১০ গ্রাম লবন খায়
৬৩. বিশ্বের " লৌহ মানব " নামে পরিচিত - রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
৬৪. সৌদি আরবে দাসব্যবস্থা উচ্ছেদ হয় - ১৯৬২ সালো
৬৫. রাশিয়ায় মুসলিম জনসংখ্যা - ৪০ লাখ
৬৬. টাউন হল - লন্ডনে
৬৭. দেশের মোট আমদানি রপ্তানির - ৮০% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়
৬৮.  বিলোনিয়া সীমান্ত - ফেনী জেলার পরশুরাম উপজেলা।


No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post