সূত্র:CS/TM-2/2B/10C/16
বাংলা দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন-৪০টি
ক. বিভিষিকা খ. বিভীষিকা গ. বিভিষীকা ঘ. বিভীষীকা
২। বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না—এগুলোকে কোন ধাতু বলে?
ক. স্বয়ং সিদ্ধ ধাতু নখ. সিদ্ধ ধাতু গ. অসম্পূর্ণ ধাতু ঘ. যৌগিক ধাতু
৩। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নিশাকর। খ. নরপতি গ. অবনী ঘ. দিবাকর
৪। ‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’— এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?
ক. নিত্যবৃত্ত অতীত। খ. সাধারণ অতীত। গ. পুরাঘটিত অতীত। ঘ. পুরাঘটিত বর্তমান
৫। নিচের কোন বাক্যটি ভুল?
ক. সব মানুষই মরণশীল। খ. মানুষ মরণশীল
গ. সকল মানুষেরাই মরণশীল। ঘ. মানুষেরা মরণশীল
৬। স্বভাবতই ‘ণ’ হয় কোন শব্দে?
ক. শোণিত খ. কারণ। গ. অর্পণ ঘ. বর্ণনা
৭। ‘বিদ্বান’-এর লিঙ্গান্তর কোনটি?
ক. বিদ্বানী খ. বিদ্যানী গ. বিদ্যাবতী ঘ. বিদুষী
৮। ‘সুতি কাপড় অনেক দিন টেকে’—কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য খ. ভাব বাচ্য। গ. কর্ম কর্তৃবাচ্য ঘ. কর্মবাচ্য
৯। কোন বন্ধনীর (ব্রাকেট) চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহূত হয়ে থাকে?
ক. {} খ. ‘- -’ গ. [ ] ঘ. ( )
১০। কোনটি নিত্য সমাস?
ক. দর্শনমাত্র খ. অনুতাপ। গ. উপকূল ঘ. পীতাম্বর
১১। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. সংবৃত। খ. বিবৃত। গ. স্বাভাবিক ঘ. অবিবৃত
১২। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. বিশেষ্যের আগে খ. বিশেষণের আগে গ. বিশেষ্যের পরে ঘ. বিশেষণের পরে
১৩। নিচের কোন বাক্যে সম্মতি প্রকাশে অনন্বয়ী অব্যয় ব্যবহূত হয়েছে?
ক. আজ আমি আলবত যাব। খ. হ্যাঁ, আমি যাব
গ. আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব। ঘ. আপনি যা জানেন তা তো ঠিকই বটে
১৪। ‘দুমড়া মুচড়া’—কোন আদিগণের অন্তর্ভুক্ত?
ক. উঠ্ আদিগণ। খ. ঘুরা আদিগণ। গ. উল্টা আদিগণ। নঘ. চট্কা আদিগণ
১৫। কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. দুষ্কর খ. ভাস্কর। গ. নিষ্পন্দ ঘ. নমস্কার
১৬। ‘রামছাগল’ শব্দের ব্যবহূত ‘রাম’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নিন্দনীয় খ. উৎকৃষ্ট। গ. কম ঘ. নিকৃষ্ট
১৭। যতই করিবে দান, ততই যাবে বেড়ে’—এটি কোন প্রকারের বাক্য?
ক. সরল। খ. জটিল। গ. যৌগিক। ঘ. আশ্রিত
১৮। নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি ‘সম্মান বাঁচানো’ অর্থে প্রয়োগ করা হয়েছে?
ক. শুধু শুধু ছেলেটাকে মুখ করছো কেন? খ. টক খেয়ে মুখ ধরে আসছে
গ. খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায়ে লাভ হবে ঘ. এ ছেলে বংশের মুখ রক্ষা করবে
১৯। ‘রোগ হলে ঔষধ খাবে’—কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ। খ. বিধান। গ. অনুরোধ। ঘ. উপদেশ
২০। কৃ+ম্যণ = কার্য—কোন সূত্রে কৃদন্ত পদটি সাধিত হয়েছে?
ক. বৃদ্ধি খ. গুণ। গ. যোগ ঘ. পূরণ
২১। শুভক্ষণে জন্ম যার—এককথায় কী বলে?
ক. শুভজন্মা খ. শুভক্ষণা গ. ক্ষণজন্মা ঘ. সুলক্ষণা
২২। বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষধ্বনি?
ক. প্রথম খ. দ্বিতীয়। গ. তৃতীয়। ঘ. চতুর্থ
২৩। বিশাল স্থানের যেকোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে কী বলে?
ক. ভাবাধীকরণ। খ. কালাধীকরণ
গ. ঐকদেশিক আধারাধীকরণ। ঘ. অভিব্যাপক ভাবাধীকরণ
২৪। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’—এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহূত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ। গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
২৫। ‘দুঃখের দহন’—কোন প্রকার সম্বন্ধ পদ?
ক. অভেদ সম্বন্ধ। খ. অধিকার সম্বন্ধ। গ. জন্ম জনক সম্বন্ধ। ঘ. হেতু সম্বন্ধ
২৬। শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
ক. লক্ষ্যার্থ খ. বাচ্যার্থ। গ. সরলার্থ ঘ. গৌণার্থ
২৭। নিচের কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক. পিশাচ>পিচাশ। খ. ক্লিপ>কিলিপ। গ. ফাল্গুন>ফাগুন। ঘ. কবাট>কপাট
২৮। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’—এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে?
ক. নিরর্থক ভাব খ. নির্দিষ্টতা গ. সুনির্দিষ্ট ঘ. অনির্দিষ্টতা
২৯। অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞ হয় না?
ক. উত্তম পুরুষ। খ. মধ্যম পুরুষ। গ. নাম পুরুষ। ঘ. উত্তম ও নাম পুরুষ
৩০। ‘তুমি আমার সাথে প্রপঞ্চ করেছে’—বাক্যটিতে কী কারণে যোগ্যতা বিনষ্ট হয়েছে?
ক. গুরুচণ্ডালী দোষে খ. উপমার ভুল প্রয়োগে গ. বাহুল্য দোষে ঘ. দুর্বোধ্য শব্দ ব্যবহারে
No comments:
Post a Comment