Ad-1

Friday, September 25, 2020

আমাদের লোকশিল্প

কামরুল হাসান

 তথ্য কণিকা

১. বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে— কুটিরশিল্প।

২. শিল্পগুণ বিচারে কুটিরশিল্প— লােকশিল্পের অন্তর্গত।

৩. ডেমরা এলাকার তাঁতিদের অমূল্য সৃষ্টি — মসলিন শাড়ি।

৪. বর্তমানে আমাদের গর্বের বস্তুজামদানি শাড়ি।

৫. একটি নকশিকাঁথা সেলাই করতে লাগতপ্রায় ছয় মাস ।

৬. নকশিকাঁথার ফোড়ের মধ্যে লুকিয়ে থাকে— পরিবারের জীবনকাহিনি

৭. জামদানি বােনার জন্য উপযােগী— শীতলক্ষ্যা নদীর জলীয়বাষ্প ।
৮. মণিপুরিদের বাস — সিলেটের মাছিমপুরে।
৯. আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ— কাপড়ের পুতুল তৈরি।
১০. দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে — লােকশিল্প
১১. নিবিড়' শব্দটির অর্থ — ঘনিষ্ঠ।
১২. দেশি মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকে বলে — লােকশিল্প ।
১৩. যা মূল্য দিয়ে বিচার করা যায় না— অমূল্য।
১৪. অপ্রতুল অর্থ— যা যথেষ্ট নয়।
১৫. লােপ পেতে বসেছে, এমন কিছুকে বলে— লুপ্তপ্রায় ।
১৬. হিন্দুসম্প্রদায়ের বিয়ের সময় বর মাথায় পরে — টোপর ।
১৭. অতীতের গর্ব ও গৌরবের বস্তুকে বলে— ঐতিহ্য।
১৮. সংরক্ষণ অর্থ — বিশেষভাবে রক্ষা করা।
১৯. সম্প্রসারণ বলতে বােঝায়— বিস্তার করা।
২০. বিক্রি করা যায়, এমন জিনিসকে বলে— পণ্য।
২১. আমাদের লােকশিল্প প্রবন্ধটি রচনা করেন— কামরুল হাসান।
২২. আমাদের লােকশিল্প প্রবন্ধটি গৃহীত হয়েছে — আমাদের লােককৃষ্টি গ্রন্থ থেকে ।
২৩. আমাদের লােকশিল্প' প্রবন্ধে গভীর মমত্ববােধের পরিচয় পাওয়া যায়— লােকশিল্পের প্রতি।
২৪. আমাদের নিত্যব্যবহার্য অধিকাংশ জিনিস নির্ভর করে — কুটির শিল্পের ওপর
২৫. মসলিন শাড়ির স্থান অধিকার করেছে— জামদানি শাড়ি।
২৬. কামরুল হাসান জন্মগ্রহণ করেন — ১৯২১ খ্রিষ্টাব্দে।
২৭. কামরুল হাসান দেশ-বিদেশে পরিচিত ছিলেন — খ্যাতিমান শিল্পী হিসেবে।
২৮. কামরুল হাসানের আঁকা ছবিতে পাওয়া যায়— লােকজ জীবনের নানা উপাদান
২৯. কামরুল হাসানের ছবি আমাদের ঐতিহ্য — সচেতন করে।
৩০. কামরুল হাসান অধ্যাপনা করতেন— ঢাকা আর্ট ইনস্টিটিউটে।

অনুধাবনমূলক প্রশ্নঃ-
১. 'ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়াজুড়ে’ বলতে কী বোঝায়? ২. ভৌগোলিক অবস্থান লোকশিল্পের ওপর কীভাবে প্রভাব ফেলে বর্ণনা করো। ৩. "বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে-বিদেশে শুধু পরিচিতই নয়,গর্বের বস্তু। "- কেন? ব্যাখ্যা করো। ৪. 'হাসিয়া' বলতে কী বোঝায়? ৫. কাঁথার নাম নকশিকাঁথা '- কেন? ব্যাখ্যা করো। ৬. বড় বড় কাপড়ের কারখানা শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে কেন? ৭. দারিদ্র্য দূরীকরণে লোকশিল্প কীভাবে ভূমিকা রাখতে পারে?  ব্যাখ্যা করো। ৮. খাদি কাপড় কীভাবে স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কিত?  ব্যাখ্যা করো। ৯. কীভাবে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি? ১০. 'কারিগরি দক্ষতার সঙ্গে শিল্পীমনের সংযোগে এ শিল্প গড়ে উঠেছে '- ব্যাখ্যা করো।



নমুনা সৃজনশীল প্রশ্ন

১১. মিথ্যা খুনের মামলায় আসামি হয়ে ঘরছাড়া আম্বিয়ার স্বামী আজগর আলী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। আজগরের খোঁজ পাওয়া যায় না। সংসারের বোঝা আর স্বামী হারানোর শোকে বিধ্বস্ত আম্বিয়া একদিন সুই-সুতা হাতে তুলে নিল। দীঘল সুতার মায়াবি অক্ষরে তার সুখ-দুঃখের জীবনালেখ্য তুলে ধরতে শুরু করল প্রতীকীভাবে। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে আম্বিয়া তার জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার ইতিকথা ফুটিয়ে তুলল সে সুতার ক্যানভাসে। শিল্পকর্মটি এত জনপ্রিয়তা পেল যে সেটার দ্বারা আম্বিয়া তার ভাগ্যের চাকাই ঘুরিয়ে দিল।
ক. হাতে তৈরি সুতা থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়? ১
খ. ভৌগোলিক অবস্থান লোকশিল্পের ওপর কীভাবে প্রভাব ফেলে বর্ণনা করো। ২
গ. উদ্দীপকে আম্বিয়া যে লোকশিল্পটি তৈরি করেছে তার বর্ণনা দাও। ৩
ঘ. আম্বিয়ার লোকশিল্পটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের একটি দিককেই তুলে ধরে মাত্র—মন্তব্যটি মূল্যায়ন করো। ৪

১২. লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ আমাদের সবার দায়িত্ব। আমরা যদি লোকশিল্পের ভেতর দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, তাহলে তা দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজেও সাহায্য করবে। শুধু তাই নয়, এতে একদিকে যেমন আমাদের লোকশিল্পের প্রসার হবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ লাভবান হবে।
ক. কোন অঞ্চলের মাদুর সবার কাছে পরিচিত?
খ. ‘ঢাকাই মসলিনের কদর ছিল দুনিয়াজুড়ে’ বলতে কী বোঝায়?
গ. লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপায়গুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগিদ অনুভূত হয়েছে, তা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post