Ad-1

Saturday, September 26, 2020

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

শেখ মুজিবুর রহমান

তথ্য কণিকা

১. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন — পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান।

২. ১৯৭০-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেআওয়ামী লীগ।

৩. বাঙালির অবিসংবাদিত নেতা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪. গণতন্ত্রের ধারা অনুসারে শাসনভার পাওয়ার কথা ছিল — আওয়ামী লীগের ।
৫. বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেনরেসকোর্স ময়দানে।
৬. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে লােকের উপস্থিতি হয়েছিল প্রায় ১০ লক্ষ ।
৭. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্থায়িত্ব ছিল১৮ মিনিট।
৮. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তুলনীয়— আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণের সঙ্গে।
৯. রেসকোর্স ময়দানের বর্তমান নামসােহরাওয়ার্দী উদ্যান।
১০. আইয়ুব খান মার্শাল-ল জারি করেন— ১৯৫৮ সালে ।
১১. মার্শাল-ল’ চালু ছিল— দীর্ঘ ১০ বছর।
১২. ঐতিহাসিক ৬ দফা আন্দোলন হয়েছিল১৯৬৬ সালে।
১৩. জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল— ৩রা মার্চ।
১৪. রাউন্ড টেবিল কনফারেন্স ডাকা হয়েছিল১০ই মার্চ।
১৫. পাকিস্তানে সংখ্যাগুরু ছিলবাঙালি।
১৬. Withdraw-শব্দের অর্থ – প্রত্যাহার ।
১৭. শাসনতন্ত্রের আরেক নামসংবিধান ।
১৮. আরটিসি পূর্ণরূপ হলাে— রাউন্ড টেবিল কনফারেন্স ।
১৯. মার্শাল-ল’ হলাে— সামরিক আইন ।
২০. রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্রকে বলেসেক্রেটারিয়েট (সচিবালয়)।
২১. সর্বোচ্চ আদালতকে বলেসুপ্রিম কোর্ট।
২২. ওয়াপদা হলাে— পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।
২৩. সােহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নামরেসকোর্স ময়দান।
২৪. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিশেখ মুজিবুর রহমান।
২৫. বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেনগােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ।
২৬. বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকেইরাজনীতিতে যুক্ত হন।
২৭. বঙ্গবন্ধু বহুবার কারাবরণ করেছেনআন্দোলনে যােগ দেয়ার কারণে
২৮, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘােষণা করেন২৬শে মার্চ প্রথম প্রহরে ।
২৯. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দেন– বাং লা ভাষায়।
৩০. শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু' উপাধি লাভ করেন১৯৬৯ সালে।

নমুনা সৃজনশীল প্রশ্নঃ

৮. কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি,
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, 
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
(ক) ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছর বাঙালির ওপর শাসন করেছে? 
(খ) ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’—বলতে কী বোঝানো হয়েছে? 
(গ)উদ্দীপকের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের মূল ভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে’—তোমার মতামত দাও। 

৯. অবিসংবাদী নেতা নেলসন মেন্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাঁকে দীর্ঘ ২৪ বছর কারা ভোগ করতে হয়।সহ্য করতে হয় সীমাহীন নির্যাতন। কিন্তু মাথা নত করেননি।ক্রমান্বয়ে তার আদর্শে উজ্জীবিত মানুষের সংখ্যা বাড়তে থাকে।একসময় অবসান ঘটে বর্ণবাদের।, জয় হয় মানবতার।
ক) ৭ মার্চের ভাষণটির স্থান কোথায়?
খ) "আমি প্রধানমন্ত্রী হতে চাই না"- ব্যাখ্যা কর
গ) উদ্দীপকের মেন্ডেলারর চরিত্রের কোন গুণটি বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের মধ্যে লক্ষণীয়? ব্যাখ্যা কর
ঘ) ' নেরসন মেন্ডেলা আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই চিরন্তন প্রেরণার আদর্শ' -বিশ্লেষণ কর

১০. ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর চেয়ারম্যান কবির আহমদ সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণে বলেন, আমার একার পক্ষে এ ইউনিয়নের উন্নয়ন সম্ভব নয়।এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে।তাহলে কেউ আমাদের উন্নয়ন রুখতে পারবে না।আর একটি ইউনিয়নের উন্নয়ন মানে একটি দেশের উন্নয়ন।কারণ ইউনিয়ন দেশ থেকে বিচ্ছিন্ন কিছু নয়।তাঁর এ ভাষণে ইউনিয়নের মানুষগুলো একটি আদর্শ ইউনিয়নের স্বপ্ন দেখতে শুরু করে।
ক) কতসালে গণঅভ্যুত্থান হয়েছিল?
খ) ৭ই মার্চের ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কী?
গ) উদ্দীপকে চেয়ারম্যানের ভাষণের সাথে ৭ই মার্চের ভাষণের সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ) 'যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এগিয়ে আসতে হবে '- চেয়ারম্যান সাহেবের উক্তিটি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'- বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো।

৬. সত্য, সুন্দর কল্যাণ ও ন্যায়ের পক্ষে যাঁরা কথা বলেন, প্রতিবাদ করেন, তারাই শাসকদের চক্ষুশূল হন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, এঁদের কপালে জেল-জুলুম-হুলিয়াই জোটে। তবে সাধারণ মানুষ তাঁদের কথায় জীবন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত। আমাদের 'স্বাধীনতা যুদ্ধ' তেমনই এক চেতনার ফসল।
(ক) ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছর বাঙালির ওপর শাসন করেছে? 
খ) খ) "আমি প্রধানমন্ত্রী হতে চাই না"- ব্যাখ্যা কর।
গ) "তবে সাধারণ মানুষ তাঁদের কথায় জীবন পর্যন্ত বাজি রাখতে প্রস্তুত"- উদ্দীপকের এ, সত্য "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" এর সাথে সাদৃশ্য স্থাপন করো।
ঘ) "আমাদের 'স্বাধীনতা যুদ্ধ' তেমনই এক চেতনার ফসল"- উদ্দীপকের এ বক্তব্যকে "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"- এর আলোকে তুলনামূলক আলোচনা করো।



No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post