সূত্র:CS/C9/ernna/15/19/b2
দশম শ্রেণি
বিষয় : বাংলা দ্বিতীয় পত্র।
নৈর্ব্যক্তিক লিখ চল্লিশটি
১.সারাটি সকাল তোমার আশায় বসে আছি"-এখানে টি কোন অর্থ প্রকাশ করেছে?
ক) অনির্দিষ্ট খ) সার্থকভাব। গ)নিরর্থকভাব। ঘ) অর্থপূর্ণভাব
২.পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
ক) টুকু খ) টা গ)গুলো ঘ) এক
৩.সারাটি সকাল তোমার অপেক্ষায় বসে আছি- এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছা?
ক) অর্থপূর্ণভাবে খ) দ্ব্যার্থহীনভাবে গ) সার্থকভাবে ঘ) নিরর্থকভাবে
৪.'নির্দেশক সর্বনাম ' - এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক) উৎকৃষ্ট খ) সুনির্দিষ্ট গ) নিকৃষ্ট ঘ) অস্পষ্ট
৫.নিচের কোন পদাশ্রিত নির্দেশক বিশেষ অর্থে ব্যবহৃত হয়?
ক) কেতা, পাটি খ) গোটা,টা গ) খানা, টুকু ঘ) গুলো, গুলি।
৬.যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক) সমস্যামান পদ খ) ব্যাসবাক্য। গ) সমাসবাক্য ঘ) সমস্তপদ
৭. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
ক) অলুক তৎপুরুষ খ) উপপদ তৎপুরুষ গ) কৃৎ তৎপুরুষ ঘ) নঞ তৎপুরুষ
৮. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক)মুখচন্দ্র খ) ক্রোধানল গ) কাজলকালো ঘ) মনমাঝি
৯।পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়?
ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ। গ) কর্মধারয় ঘ) দ্বিগু
১০. ছাগদুগ্ধ ' - এর ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ। খ) ছাগ ও দুগ্ধ গ) ছাগী হতে দুগ্ধ ঘ) ছাগীর দুগ্ধ
১১.উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম
১২. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
ক) দ্বিপ। খ) দীপ। গ) দ্বীপ। ঘ) দিপ
১৩.উপসর্গ যোগে গঠিত হয় -
ক) প্রাদি সমাস। খ) রূপক কর্মধারয় গ) নিত্য সমাস ঘ) উপমিত কর্মধারয়
১৪.কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক) সেতার। খ) বেতার গ) দেশান্তর / গ্রামান্তর ঘ) সহোদর
১৫. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
ক) প্রহার। খ) খাসকামরা গ) আগ্রহ। ঘ) উপকার।
১৬.অজ্ঞাতমূল ধাতু কোনটি?
ক) হৃ খ) টান গ) হের। ঘ) কহ্
১৭.মৌলিক ধাতুর পর প্রেরণার্থে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলা?
ক)সাধিত ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) নাম ধাতু ঘ) ণিজন্ত ধাতু
১৮.'যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটটই চোর"-এখানে হারায় কোন ধাতু?
ক) নাম ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) কর্মবাচ্যের ধাতু ঘ) ভাববাচ্যেরর ধাতু
১৯."এখন সাবধান হও,নতুবা আখের খারাপ হবে " - 'হও'-কোন ধাতুর উদাহরণ -
ক) সাধিত ধাতু খ) মৌলিক ধাতু গ) সংযোগমূলক ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু
২০.কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক) ক্রিয়াপদ খ) প্রকৃতি গ) ক্রিয়া প্রকৃতি ঘ) কৃদন্ত পদ
২১.'মুক্ত ' শব্দের সঠিক প্রকৃতি ওপ্রত্যয় কোনটি?
ক) মু+ক্ত খ) মুক+ত। গ) মুহ+ ক্ত। ঘ) মুচ্+ক্ত
২২' শান্তি'- শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক)শাম+তি খ) শম + তি গ) শান্ত + ই। ঘ) শম্+ ক্তি
২৩. ঈশ্বর '- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী হবে?
ক) ঈশ্+ বর খ) ঈশ্ব + র গ) ঈশ্ব + বর ঘ) ঈশ্+ র
২৪' উমেদারি ' - কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক) মালিক অর্থে খ) জাত অর্থে গ) ব্যবসায় অর্থে ঘ) ভাব অর্থে
২৫. উপজিবীকা অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক) গেঁয়ো খ) মেছো গ) টেকো ঘ) গেছো
২৬.শৈশব - এর প্রকৃতি - প্রত্যয় কোনটি?
ক) শিশু + ষ্ণ খ) শিশু + ষ্ণ্য গ) শিশু + শব। ঘ) শৈ+শব
২৭. ' মহিমা ' - শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি?
ক) মহি +মা খ) মহা + ইমা গ) মহা + ইমন। ঘ) মহৎ+ ইমন
২৮.অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?
ক) মনু+ ষ্ণ। খ) গুরু + ষ্ণ। গ) সুন্দর + ষ্ণ্য। ঘ) সাহিত্য + ষ্ণিক
২৯. ' দৌহিত্র ' কোন শ্রেণির শব্দ?
ক) রুঢ়ি শব্দ। খ) যৌগিক শব্দ। গ) যোগরুঢ় শব্দ। ঘ) দেশি শব্দ
৩০.' সন্দেশ '- শব্দের প্রকৃতি - প্রত্যয়গত অর্থ কী?
ক) অন্য দেশ। খ) সুস্বাদু খাবার। গ) সংবাদ ঘ) মিষ্টান্ন
৩১.যোগরুঢ় শব্দ কোনটি?
ক) বাঁশি খ) পাঞ্জাবি গ) রাজপুত। ঘ) বাবুয়ানা
৩২.' জলধি '- কোন ধরনের শব্দ?
ক) রূঢ়ি শব্দ। খ) যৌগিক শব্দ। গ) মৌলিক শব্দ। ঘ) যোগরুঢ় শব্দ
৩৩.কয়টি উপসর্গ বাংল ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
৩৪. মা বলিতে প্রাণ করে আনচান "- 'আনচান ' কোন উপসর্গ যোগে গঠিত হয়?
ক) বাংলা খ) সংস্কৃতি গ) হিন্দি ঘ) বিদেশি
৩৫.উদ্বেল ' - কী অর্থে অব্যয়ীভাব সমাস?
ক) আবেগ অর্থে খ) অতিক্রান্ত অর্থে গ) বীপ্সা অর্থে ঘ) সামীপ্য অর্থে
৩৬.যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে "- এ বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ক) অপরিণামদর্শী খ) অবিসংবাদী গ) অনভিজ্ঞ ঘ) নির্ভাবনা
৩৭." যেেনারীর স্বামী ও পুত্র নেই "- এক কথায় পুকাশ কী হবে?
ক) অপুত্রক। খ) অবীরা গ)অসূর্যম্পর্শা ঘ) বন্ধ্যা
৩৮. কোনভাবেই নিবারণ করা যায় না"- এক খথায় প্রকাশ কী হবে?
ক) দুর্নিবার খ) দুর্দমনীয় গ) অদম্য। ঘ) অনিবার্য
৩৯.কোনটি ভিন্নার্থক বাগধারা?
ক) অহিনকুল সম্পর্ক খ) আদায় - কাঁচকলা গ) সাপে নেউলে ঘ) চোখের বালি
৪০.'রাবণের চিতা '- বাগধারাটির অর্থ কী?
ক) ভীষণ চক্রান্ত খ) ভীষণ শত্রুতা গ) চির অশান্তি ঘ) ছোটখাট জগড়া
No comments:
Post a Comment