Ad-1

Thursday, September 24, 2020

সুখী মানুষ

মমতাজ উদ্দীন আহমদ
তথ্য কণিকা
১. 'সুখী মানুষ’ নাটিকার হাসুর বয়স — ৪৫ বছর।
২. মোড়লের যে রােগ হয়েছে তার নাম — হাড় মড়মড়।
৩. মোড়লের বিশ্বাসী চাকরের নাম — রহমত আলী।
৪. ‘সুখী মানুষ’ নাটিকার প্রথম সংলাপ- হাসুর ।
৫. সুখী মানুষ’ নাটিকায় উল্লিখিত গ্রামের নাম — সুবর্ণপুর ।
৬. মােড়লের মামাতাে ভায়ের নাম — হাসু।
৭. মােড়ল মুরগি জবাই করে খেয়েছে— হাসুর।
৮. মােড়লের রােগ ভালাে করতে প্রয়ােজন — সুখী মানুষের জামা।
৯. সুখী মানুষ জীবিকা নির্বাহ করে – কাঠ কেটে।
১০. সুখী মানুষটির কোনাে চিন্তা নেই — কারণ তার কোনাে সম্পদ নেই।
১১. লােভে পাপ, পাপে মৃত্যু' কথাটি বলেছিল— কবিরাজ।
১২. আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিত্সা করেন তিনি— কবিরাজ।
১৩. জবরদস্তি’ অর্থ — জোরাজুরি ।।
১৪. নাড়ি পরীক্ষা’ বলতে বােঝায়— কবজির নাড়ির অবস্থা দেখে রােগ নির্ণয়।
১৫. ব্যামোে’ শব্দের অর্থ— অসুখ, রােগ।
১৬. প্রাণখােলা শব্দের অর্থ — উদার।
১৭. সুখী মানুষ’ নাটিকায় প্রাধান্য পেয়েছে — সম্পদ মানুষকে সুখী করতে পারে না।
১৮. সুখী হওয়ার প্রধান শর্ত—সৎ পথে জীবিকা নির্বাহ করা ।
১৯. সুখী মানুষ’ নাটিকায় দৃশ্য— দুইটি।
২০. মানুষের অশান্তির মূল কারণ —অনৈতিকভাবে উপার্জিত অর্থ-বিত্ত ।
২১. মােড়লের অশান্তির কারণ — মানুষকে কষ্ট দেওয়া ।
২২. সুখী মানুষ নাটিকার লেখকের মতে, সুখ একটা — আপেক্ষিক ব্যাপার ।
২৩. সুখী মানুষ’ নাটিকার রচয়িতা—মমতাজ উদ্দীন আহমদ।
২৪. মমতাজ উদ্দীন আহমদ জন্মগ্রহণ করেন — ১৯৩৫ সালে ।
২৫. মমতাজ উদ্দীন আহমদের জন্মস্থান — পশ্চিমবঙ্গের মালদহ জেলা।
২৬. মমতাজ উদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে — বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২৭. মমতাজ উদ্দীন আহমদ অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন — ১৯৯২ সালে।
২৮. মমতাজ উদ্দীন আহমদ খ্যাতিমান ছিলেন — নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে।
২৯, মমতাজ উদ্দীন আহমদের নাটক — ‘হাস্য লাস্য ভাস্য।
৩০. মমতাজ উদ্দীন আহমদের প্রবন্ধ-গবেষণা — বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত'; 'বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত।

অনুধাবনমূলক প্রশ্ন
১. হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন?
২. সুখকে বড় কঠিন জিনিস বলা হয়েছে কেন?
৩. 'লোভে পাপ,পাপে মৃত্যু '- কবিরাজ এ কথা কেন বলেছিলেন?
৪. 'সবাই অসুখী, কারো সুখ নেই'- 'সুখী মানুষ '- নাটিকায় কেন একথা বলা হয়েছে? 
৫. 'মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না'- কথাটি বুঝিয়ে লেখো। 
৬. 'আমার কত টাকা, কত বড় বাড়ি!আমার মনে দুঃখ কেন?'- 'সুখী মানুষ '- নাটিকায় মোড়ল কেন একথা বলেছে? 
৭. 'মানুষ ও প্রাণী অমর নয়'- কবিরাজ একথাটি কেন বলেছেন? ব্যাখ্যা করো।
৮. 'সুখী মানুষ '- নাটিকাটি থেকে আমরা কী শিক্ষা পাই? ব্যাখ্যা করো।


নমুনা সৃজনশীল প্রশ্নঃ

১. i. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
ii. আপনার লয়ে বিব্রত রহিতেআসে নাই কেহ অবনী 'পরে,
সকলের তরে সকলে আমরাপ্রত্যেকে আমরা পরের তরে।
ক. 'সুখী মানুষ' নাটিকাটিতে মোড়লের বয়স কত?
গ. উদ্দীপক (i)- এ 'সুখী মানুষ' নাটিকাটির কোন দিকটি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. মোড়লের উচিত শিক্ষার জন্য উদ্দীপক (ii)- এর মূলভাবই যথেষ্ট- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

২. স্বার্থপরতা মানুষের জীবনের অশান্তির মূল কারণ। মানুষকে ঠকিয়ে এবং মানুষের মনে কষ্ট দিয়ে প্রচুর সম্পদের মালিকানায় কোনো সুখ নেই। অন্যায় ও অবৈধভাবে উপার্জিত ধনসম্পদই মানুষের অসুস্থতা ও অশান্তির মূলে সক্রিয়। তাই প্রয়োজন, অন্যায় ও অবৈধ পথ পরিহার করে সুস্থ-সুন্দর জীবন পরিচালনা করা।
ক. মোড়ল কোন অঞ্চলের মানুষকে বেশি জ্বালিয়েছে?
গ. উদ্দীপকের মূলভাবের সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের মিল আছে—আলোচনা করো।
ঘ. মনের অশান্তি দূর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা সুখী মানুষ নাটিকা অনুসারে লেখো।

৩. স্বার্থপরতা মানুষের জীবনের অশান্তির মূল কারণ। মানুষকে ঠকিয়ে এবং মানুষের মনে কষ্ট দিয়ে প্রচুর সম্পদের মালিকানায় কোনো সুখ নেই। অন্যায় ও অবৈধভাবে উপার্জিত ধনসম্পদই মানুষের অসুস্থতা ও অশান্তির মূলে সক্রিয়। তাই প্রয়োজন, অন্যায় ও অবৈধ পথ পরিহার করে সুস্থ-সুন্দর জীবন পরিচালনা করা।
ক) 'সুখী মানুষ' নাটিকায় মোট চরিত্র সংখ্যা কতটি?
গ. উদ্দীপকের মূলভাবের সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের মিল আছে—আলোচনা করো।
ঘ. মনের অশান্তি দূর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা সুখী মানুষ নাটিকা অনুসারে লেখো।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post