Ad-1

Wednesday, September 30, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট -০৫

সূত্র:CS/2b/9c/nna/71
দশম শ্রেণি
বিষয় : বাংলা দ্বিতীয় পত্র
সময় : ২ ঘণ্টা ১০ মিনিট। পূর্ণমান : ৭০
১. যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর :১০

ক. পরিবেশ দূষণ
খ. বই পড়ার আনন্দ
গ. যৌতুকপ্রথা
ঘ. তথ্য প্রযুক্তি
ঙ) কুটির শিল্প 
চ . শিশু অধিকার 
  
২. ক. প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। ১০
ক. মনে কর,তোমার নাম রাশেদ।তোমাদের বিদ্যালয়ের ভিতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ। ১০ 
খ . তোমার দেখা একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ।
গ. নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ।
ঘ) মনে কর, তোমার নাম সুমন।তোমাদের বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে কোনো এক প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ। ৫ 
৩. ক. সারাংশ / সারমর্ম লেখ :

৪. যে কোনো একটি ভাব- সম্প্রসারণ কর : ১০
ক.পুষ্প আপনার জন্য ফোটে না।
খ) স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেইজন।
গ) আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য।

৫. যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০
ক. তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলা উপলক্ষে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন প্রণয়ন করো।
খ. তোমাদের বিদ্যালয়ে উদযাপিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে একটি প্রতিবেদন রচনা কর।
অথবা
ক. মনে কর, তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি। 'যানজট একটি ভয়াবহ সমস্যা '- শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো
খ. মনে কর, তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি। 'খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার '- শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো
গ) মনে কর, তুমি কোনো একটি পত্রিকার নিজস্ব প্রতিনিধি। 'আমরা মাদককে না বলি' নামের একটি সংস্থা কর্তৃক আয়োজিত 'মাদক নিবারণে যুবসমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভার ওপর একটি প্রতিবেদন তৈরি কর। 
৬. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০
ক. কৃষিকাজে বিজ্ঞান
খ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
গ. বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার
ঘ. চরিত্র 
ঙ. বাংলাদেশের বেকার সমস্যা ও তার সমাধান। 
চ. তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান।



সময় : ৩০ মিনিট। পূর্ণমান : ৩০
নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি খাতায় লেখো (ত্রিশটি)  ১*৩০=৩০

১.'চূর্ণ '- শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 
ক) চুর + ণ । খ) চু +অর্ণ গ) চুর + ক্ত ঘ) চুর + ষ্ণ 
 ২. পরাকাষ্ঠা শব্দের 'পরা '- উপসর্গ কী অর্থে ব্যাবহার হয়েছে? 
ক) সম্যক খ) আতিশয্য গ) অভাব। ঘ) অল্পতা 
৩.সারাটি সকাল তোমার অপেক্ষায় বসে আছি- এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছা? 
ক) অর্থপূর্ণভাবে খ) দ্ব্যার্থহীনভাবে গ) সার্থকভাবে ঘ) নিরর্থকভাবে 
৪.'নির্দেশক সর্বনাম ' - এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়? 
ক) উৎকৃষ্ট খ) সুনির্দিষ্ট গ) নিকৃষ্ট ঘ) অস্পষ্ট 
৫ .'বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ'- বাক্যের ক্রিয়াটি কোন কালের? 
ক) সাধারণ বর্তমান খ) সাধারণ অতীত গ) পুরাঘটিত বর্তমান ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ। 
৬. কোনটি পরপদ প্রধান সমাস? 
 ক) কর্মধারয় খ) অব্যয়ীভাব গ) দ্বন্দ্ব। ঘ) বহুব্রীহি 
৭. উপমান কর্মধারয় সমাস কোনটি? 
ক) মুখচন্দ্র খ) ক্রোধানল গ) কাজলকালো ঘ) মনমাঝি 
৮।পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়? 
ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ। গ) কর্মধারয় ঘ) দ্বিগু 
৯.উপপদ তৎপুরুষ সমাস কোনটি? 
ক) জলদ খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম 
১০. কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্ত পদ? 
ক) দ্বিপ। খ) দীপ। গ) দ্বীপ। ঘ) দিপ 
১১.কোনটি নিত্য সমাসের উদাহরণ? 
ক) সেতার। খ) বেতার গ) দেশান্তর / গ্রামান্তর ঘ) সহোদর 
১২.অজ্ঞাতমূল ধাতু কোনটি? 
ক) হৃ খ) টান গ) হের। ঘ) কহ্ 
১৩.মৌলিক ধাতুর পর প্রেরণার্থে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলা? 
ক) সাধিত ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) নাম ধাতু ঘ) ণিজন্ত ধাতু 
 ১৪.'যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটটই চোর"-এখানে হারায় কোন ধাতু? 
ক) নাম ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) কর্মবাচ্যের ধাতু ঘ) ভাববাচ্যেরর ধাতু 
১৫."এখন সাবধান হও,নতুবা আখের খারাপ হবে " - 'হও'-কোন ধাতুর উদাহরণ - 
ক) সাধিত ধাতু খ) মৌলিক ধাতু গ) সংযোগমূলক ধাতু ঘ) কর্মবাচ্যের ধাতু 
১৬। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে? 
ক) ক্রিয়াপদ খ) প্রকৃতি গ) ক্রিয়া প্রকৃতি ঘ) কৃদন্ত পদ 
১৭.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে '- বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যাবহার ? 
ক) নামধাতুর ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া। গ) যৌগিক ক্রিয়া ঘ) মিশ্র ক্রিয়া। 
 ১৮.' শান্তি'- শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 
ক) শাম+তি খ) শম + তি গ) শান্ত + ই। ঘ) শম্+ ক্তি 
১৯.' উমেদারি ' - কোন অর্থে তদ্ধিত প্রত্যয়? 
ক) মালিক অর্থে খ) জাত অর্থে গ) ব্যবসায় অর্থে ঘ) ভাব অর্থে 
২০. উপজিবীকা অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে? 
ক) গেঁয়ো খ) মেছো গ) টেকো ঘ) গেছো 
২১. ' মহিমা ' - শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি? 
ক) মহি +মা খ) মহা + ইমা গ) মহা + ইমন। ঘ) মহৎ+ ইমন 
২২.অপত্য অর্থ প্রকাশ করে কোনটি? 
 ক) মনু+ ষ্ণ। খ) গুরু + ষ্ণ। গ) সুন্দর + ষ্ণ্য। ঘ) সাহিত্য + ষ্ণিক
 ২৩. ' মহাযাত্রা ' কোন শ্রেণির শব্দ? 
ক) রুঢ়ি শব্দ। খ) যৌগিক শব্দ। গ) যোগরুঢ় শব্দ। ঘ) দেশি শব্দ 
২৪.' প্রবীণ '- কোন ধরনের শব্দ? 
ক) রূঢ়ি শব্দ। খ) যৌগিক শব্দ। গ) মৌলিক শব্দ। ঘ) যোগরুঢ় শব্দ 
২৫. মা বলিতে প্রাণ করে আনচান "- 'আনচান ' কোন উপসর্গ যোগে গঠিত হয়? 
ক) বাংলা খ) সংস্কৃতি গ) হিন্দি ঘ) বিদেশি 
২৬.উদ্বেল ' - কী অর্থে অব্যয়ীভাব সমাস? 
ক) আবেগ অর্থে খ) অতিক্রান্ত অর্থে গ) বীপ্সা অর্থে ঘ) সামীপ্য অর্থে 
 ২৭.যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে "- এ বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি? 
 ক) অপরিণামদর্শী খ) অবিসংবাদী গ) অনভিজ্ঞ ঘ) নির্ভাবনা 
২৮." যে নারীর স্বামী ও পুত্র নেই "- এক কথায় পুকাশ কী হবে? 
ক) অপুত্রক। খ) অবীরা গ)অসূর্যম্পর্শা ঘ) বন্ধ্যা 
২৯.কোনটি ভিন্নার্থক বাগধারা? 
ক) অহিনকুল সম্পর্ক খ) আদায় - কাঁচকলা গ) সাপে নেউলে ঘ) চোখের বালি 
৩০.' কূপমণ্ডুক '- বাগধারাটির অর্থ কোনটি? 
ক) অপদার্থ খ) মুর্খ গ) কুয়োর ব্যাঙ ঘ) সংকীর্ণমনা লোক

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post