Ad-1

Thursday, October 1, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট-০৪

 বহু নির্বাচনী প্রশ্ন। 

 মান : ৩০. 
 সময় : ৩০ মিনিট
 [দ্রষ্টব্য : সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।]
 ১। মুণ্ডারী ভাষার শব্দ কোনটি?
 (ক) চোঙ্গা (খ) পেট. (গ) চুলা (ঘ) ঢেঁকি 
২। পারিভাষিক শব্দ কোনটি? 
(ক) অক্সিজেন (খ) বেতার. (গ) ম্যানেজার. (ঘ) ফাইল 
৩। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? 
(ক) হ (খ) শ (গ) ক (ঘ) জ 
৪। খাঁটি বাংলা শব্দে ‘এ’ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। এর উদাহরণ কোনটি? 
(ক) হেন (খ) খেংড়া (গ) গেঁজেল (ঘ) তেলাপোকা 
৫। ‘কৃষ্ণ’ শব্দে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ দুটি কী?
 (ক) ষ্+ঞ (খ) ষ্+ণ. (গ) ণ্+ষ (ঘ) ণ্+ঞ 
৬। প্রগত স্বরসংগতির উদাহরণ কোনটি?
 (ক) দেশি > দিশি (খ) মোজা > মুজো (গ) বিলাতি > বিলিতি (ঘ) তুলা > তুলো 
৭। স্বভাবতই ‘ণ’ ও ‘ষ’ ব্যবহৃত হয়েছে কোনটিতে?
 (ক) মণ, কলুষ (খ) পৌষ, হরিণ. (গ) মরণ, অভিষেক (ঘ) কান্ত, মুমূর্ষু 
৮। আ+অ=আ '- নিচের কোন শব্দটি এ সূত্রানুসারে হয়েছে? 
(ক) হস্তান্তর (খ) রত্নাকর (গ) কথামৃত (ঘ) সদানন্দ 
৯। ‘অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়’—এর উদাহরণ কোনটি? 
(ক) বেয়াই – বেয়াইন (খ) জেলে – জেলেবউ (গ) বেটা ছেলে – মেয়ে ছেলে (ঘ) কবি – মহিলা কবি 
১০। বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ কোনটি?
 (ক) লোকটা হাড়ে হাড়ে শয়তান. (খ) ভয়ে ভয়ে এগিয়ে গেলাম (গ) ঝির ঝির বাতাস বইছে (ঘ) সে সে লোক কোথায় গেল? 
১১। সংখ্যা গণনার মূল একক কী? 
(ক) শূন্য (খ) দশক. (গ) একাধিক (ঘ) এক 
১২। ‘যূথ’ শব্দটি কোনটির বহুবচনে ব্যবহৃত হবে?
 (ক) গুরু (খ) মহিষ. (গ) হস্তি (ঘ) মনুষ্য 
১৩। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোনটি ব্যবহৃত হয়? 
(ক) তা (খ) টুকু (গ) গোটা (ঘ) খানা 
১৪। সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
 (ক) কথাসর্বস্ব (খ) পীতাম্বর. (গ) চুলাচুলি (ঘ) মাথায় ছাতা 
১৫। ‘খ্যাতি’ অর্থে ‘প্র’ উপসর্গের ব্যবহার কোনটিতে হয়েছে? 
(ক) প্রভাব (খ) প্রস্ফুটিত. (গ) প্রসার (ঘ) প্রচার 
১৬। বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
 (ক) মিশ্র ধাতু (খ) মৌলিক ধাতু (গ) কর্মবাচ্যের ধাতু (ঘ) যৌগিক ধাতু 
১৭। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে বলা হয়—
 (ক) যোগ ও গুণ (খ) যোগ ও বৃদ্ধি (গ) গুণ ও বৃদ্ধি (ঘ) গুণ ও ভাগ 
১৮। সমাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের কোন শব্দ বলে? 
(ক) যোগরূঢ় শব্দ (খ) রূঢ়ি শব্দ. (গ) যৌগিক শব্দ (ঘ) মৌলিক শব্দ 
১৯। ব্যতিহারিক সর্বনামের উদাহরণ কোনটি? 
(ক) সব, সকল (খ) পরস্পর. (গ) তাবৎ (ঘ) অপর 
২০। কখনো কখনো বাক্যে কোন কোন ক্রিয়াপদ উহ্য থাকতে পারে?
 (ক) ‘থাক্’ ও ‘আছ্’ ধাতু গঠিত ক্রিয়াপদ. 
 (খ) ‘হ্’ ও ‘নহ্’ ধাতু গঠিত ক্রিয়াপদ 
(গ) ‘হ্’ ও ‘আছ্’ ধাতু গঠিত ক্রিয়াপদ. 
 (ঘ) ‘থাক্’ ও ‘নহ্’ ধাতু গঠিত ক্রিয়াপদ 
২১। সে হয়তো ‘এসে থাকবে’—এখানে কোন কালের পরিবর্তে সাধারণ ভবিষ্যৎ কাল ব্যবহৃত হয়েছে? (ক) পুরাঘটিত বর্তমান (খ) ঘটমান অতীত. (গ) পুরাঘটিত ভবিষ্যৎ (ঘ) সাধারণ অতীত 
২২। কোন পুরুষের অনুজ্ঞায় মূল ধাতুটিই ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়?
 (ক) উত্তম. (খ) মধ্যম. (গ) নাম. (ঘ) প্রথম 
২৩। কোন বাক্যে বিধেয় কর্ম আছে? 
(ক) তাকে আমরা চিনি না (খ) জিজ্ঞাসিব জনে জনে (গ) দুধকে আমরা দুগ্ধ বলি (ঘ) লাঙ্গল দ্বারা জমি চাষ করো 
২৪। সমসূত্র অর্থে অনুসর্গের প্রয়োগ রয়েছে কোন বাক্যে? 
(ক) তিনি পুত্রসহ উপস্থিত হলেন. (খ) মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না 
(গ) এ জন্মের তরে বিদায় নিলাম. (ঘ) শত্রুর সহিত সন্ধি চাই না 
২৫। শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত থাকে? 
(ক) ছয়টি (খ) পাঁচটি (গ) চারটি (ঘ) তিনটি 
২৬। যে সব অত্যাচারই সয়ে যায়—এক কথায় কী? 
(ক) সর্বস্ব সহ্যকারী (খ) ধৈর্যশীল. (গ) সর্বংসহা (ঘ) অত্যাচার সহিষ্ণু 
২৭। ‘জ্যাঠামি করো না’—বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 
(ক) শব্দের অর্থ সংকোচে (খ) শব্দের অপকর্ষ বোঝাতে 
(গ) শব্দের অর্থান্তর প্রাপ্তিতে (ঘ) শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে 
২৮। ‘দায়িত্ব গ্রহণ’ অর্থে ‘মাথা’ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি? 
(ক) মাথা দেওয়া (খ) মাথা ঘামানো (গ) মাথা ব্যথা (ঘ) মাথা খাওয়া 
২৯। ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী? 
(ক) আলসেমি (খ) অতি ধীরগতি (গ) নিতান্ত অলস (ঘ) মূর্খ 
৩০। ‘কপট’ অর্থে ‘কূট’ শব্দের ব্যবহার কোনটি? 
(ক) পর্বত কূটে আরোহণ করা দুরূহ. 
 (খ) এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন 
(গ) তার কূট বুদ্ধির সঙ্গে পারবে কেন? 
 (ঘ) কূট সাক্ষী সাক্ষ্য দিতে এসে ধরা পড়েছে

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post