Ad-1
Saturday, May 5, 2018
এলএল.বি এর সংক্ষিপ্ত রুপের শব্দে এল দুইটা কেন?
LL.B মানে Legis Legum Baccalaureus.সঠিকটা জেনে নিই
১. LL.B হচ্ছে Latin শব্দগুচ্ছ Legum Baccalaureus-এর সংক্ষিপ্তরূপ যার ইংরেজি অর্থ Bachelor of Laws।
২. Legum শব্দটি Latin শব্দ lex এর বহুবচন। Lex শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law (আইন) এবং Legum শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Laws (আইনসমূহ)।
৩. Latin নিয়ম অনুযায়ী কোনো শব্দের abbreviation (সংক্ষিপ্তরূপ) করার সময় একবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি একবার লেখা হয়, কিন্তু বহুবচনের ক্ষেত্রে প্রথম বর্ণটি দুই বার লেখা হয়।
যেমন- Page = P; Pages = PP. একই ভাবে, Lex = L; Legum = LL.
৪.Latin শব্দ Baccalaureus-এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Bachelor. ইংরেজিতে Bachelor শব্দটির উৎপত্তিই হয়েছে Baccalaureus শব্দ থেকে.
সুতরাং LL.B-র সঠিক Elaboration হচ্ছে Legum Baccalaureus যার ইংরেজি হবে Bachelor of Laws. বি.দ্র.:- English ভাষায় শব্দটি অবশ্যই Laws হবে। Law বললে ভুল হবে, কারণ Legum শব্দটি Plural.
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment