Ad-1

Wednesday, August 7, 2019

অংশীদারী চুক্তিপত্র দলিল

“অংশীদারী চুক্তিপত্র দলিল”

অত্র চুক্তি নামা দলিল অদ্য ১০/০৪/২০১৩ ইং তারিখে নিম্ন লিখিত পক্ষদ্বয়ের মধ্যে সম্পাদিত হইল।

১. মোঃ কামালউদ্দিন, পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-মুত মাবুদা খাতুন, ঠিকানাঃ-১৬১/১০, বাগানবাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, জন্মতারিখ-৩০/০৬/১৯৬২ ইং, জাতীয় পরিচয় পত্র নম্বর- ২৫৪১৪৫৫২৪৭৫৪৫১৫২, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

—— ১ম পক্ষ

২. এবিএম শেহাবউদ্দিন শেহাব, পিতা-মুত হাবিবুর রহমান, মাতা-জামিনা বেগম, ঠিকানা-গ্রাম-রুপাটি, পো-হাট জগদল, থানা+জেলা-মাগুরা-৭৬০০, জন্ম তারিখ-০১/০১/১৯৭৪ ইং, জাতীয় পরিচয় পত্র নম্বর- ২৫৪১৪৫৫২৪৭৫৪৫১৫২, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

—— ২য় পক্ষ

৩. জি এম আক্তার হোসেন, পিতা-মৃত জি এম আবু মুসা, মাতা-মুত নুর জাহান বেগম, ঠিকানাঃ-গ্রাম+পো-বুড়িগোয়ালিনী, উপজেলা-শ্যামনগর, জেলা-সাতক্ষিরা, জন্মতারিখ-৩০/০৬/১৯৬২ ইং, জাতীয় পরিচয় পত্র নম্বর- ২৫৪১৪৫৫২৪৭৫৪৫১৫২, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

——৩য় পক্ষ

৪. এস এম মোস্তফা আল মামুন, পিতা-আলহাজ এস এম মিজানুর রহমান, মাতা-শাহানারা বেগম, ঠিকানাঃ-গ্রাম+পো-গুমান্তলী, উপজেলা-শ্যামনগর, জেলা-সাতক্ষিরা, জন্মতারিখ-০৭/১০/১৯৮৬ ইং, জাতীয় পরিচয় পত্র নম্বর- ২৫৪১৪৫৫২৪৭৫৪৫১৫২, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

——৪য় পক্ষ


পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করিয়া অত্র অংশীদারী চুক্তিপত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। যেহেতু আমরা সকল পক্ষগণ পরস্পর পরস্পরকে দীর্ঘ দিন যাবত চিনি ও জানি। এমতাবস্থায় আমরা সকল পক্ষগণ একত্রে ব্যবসা পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করায় আমরা উপরোক্ত পক্ষগণ একমত হইয়া আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য হাজিরান মজলিশে স্বাক্ষীগণের মোকাবেলায় এই মর্মে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে নিম্ন লিখিত শর্তাবলীর উপর আস্থা রাখিয়া ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আমরা সকল পক্ষগণ সহি স্বাক্ষর করিয়া অত্র ব্যবসায়িক চুক্তিপত্র দলিলে আবদ্ধ হইলাম।

শর্তবলীঃ- ১। ব্যবসা প্রতিষ্ঠানের নাম “নিটিং অয়েল”

২। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাঃ প্লট নং-বি-৫১, ঢাকা শিল্প ইন্ডাষ্ট্রিজ নগরী, বিসিক, কেরাণীগঞ্জ ।

৩। ব্যবসার ধরনঃ নিটিং অয়েল, কাটিং অয়েল, গ্রীজ ব্যবহৃত মোবিল প্রক্রিয়াজাত করণ মেসার্স ডেল্টা লুব্রিকেটিং এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ ।

৪। ব্যবসার উদ্দেশ্যঃ নিটিং অয়েল, কাটিং অয়েল, গ্রীজ ব্যবহৃত মোবিল প্রক্রিয়াজাত করণ মেসার্স ডেল্টা লুব্রিকেটিং এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, প্লট নং-বি-৫১, ঢাকা শিল্প ইন্ডাষ্ট্রিজ নগরী, বিসিক, কেরাণীগঞ্জে বিদ্যমান শিল্পটি যৌথভাবে পরিচালনা করা ।

৫। ব্যবসা শুরুর তারিখঃ ১৫/০১/২০১৭ ইং ।

৬। ব্যবসার মেয়াদঃ আইনানুগ রুপে অবসান না হওয়া পর্যন্ত অত্র ব্যবসা চলিবে ।

৭। ব্যবসার মূল অফিস ঢাকা শহরের অবস্থিত থাকিবে, যাহার ঠিকানাঃ-১০২ দয়াগঞ্জ, সূত্রাপুর, জেলা-ঢাকা এবং অন্যান্য স্থানে উভয় পক্ষের লিখিত অনুমোদন লইয়া শাখা অফিস খোলা যাইবে ।

৮। (ক) ব্যবসার অংশীদারগণের পুঁজি ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা তন্মধ্যে ১ম পক্ষ ৬০% এবং ২য় পক্ষ ৪০% ভাগে বিনোয়োগ করিবে এবং অংশীদারদের মালিকানার অংশ ১ম পক্ষ ৬০% এবং ২য় পক্ষ ৪০% ভাগে থাকিবে ।

(খ) ব্যবসার এককালীন পুঁজি ছাড়াও যে কোন সময় ব্যবসার উন্নতির জন্য পুঁজির পরিমাণ হ্রাস বৃদ্ধি করিতে পারিবেন ।

(গ) রাইয়ান এয়ার ইন্টারন্যাশনাল ১ম পক্ষের একক মালিকানাধীন প্রতিষ্ঠান, তবে অন্যান্য পক্ষ এই প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করিয়া যৌথ ব্যবসা পরিচালনা করিবেন, সে ক্ষেত্রে ১ম পক্ষকে অন্যান্য পক্ষ হাজী প্রতি লাইসেন্স ফি প্রদান করিবে। আলোকিত প্রজন্ম ল এন্ড ষ্টুডেন্ট কন্সালটেন্ট প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করিয়া বিদেশে ষ্টুডেন্ট প্রেরণ করিলে ষ্টুডেন্ট প্রতি ৫০০০/= (পাঁচ হাজার) টাকা মূল ব্যবসা প্রতিষ্ঠানে জমা করিতে হইবে এবং রাইয়ান এয়ার ইন্টারন্যাশনালের আইডি ব্যবহার করে টিকিট বিক্রি করিলে টিকিট প্রতি ২০০/= (দুইশত) টাকা মূল ব্যবসা প্রতিষ্ঠানে জমা করিতে হইবে । যার লভ্যাংশ সকল পক্ষ সমানভাগে প্রাপ্ত হইবেন । ৯। আর অংশীদারী ব্যবসার লাভ ক্ষতির অংশ ১ম পক্ষ ৬০% এবং ২য় পক্ষ ৪০% ভাগে বন্টন করা হইবে ।

১০। প্রত্যেক (১) মাসে অন্তর অন্তর অত্র ব্যবসার লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করা হইবে অংশ ১ম পক্ষ ৬০% এবং ২য় পক্ষ ৪০% ভাগে হিস্যা পক্ষগণের উপর ন্যস্ত হইবে তবে প্রতি মাসে লাভের শতকরা অংশ ১ম পক্ষ ৬০% এবং ২য় পক্ষ ৪০% ভাগে অত্র ব্যবসা রির্জাভ ফান্ডে জমা থাকিবে ।

১১। ব্যবসায়ের লস বা ক্ষতি বন্টন হবে অংশীদারগণের মূলধনের আনুপাতিক হারে ।

১২। আনুপাতিক ভিত্তিতে উভয় পক্ষ ব্যবসা সংক্রান্ত দায়দায়িত্ব পালন করিবে, তবে সকল পক্ষের সর্বসম্মতিক্রমে –

হজ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব নিন্মরুপ- ১) মোঃ কামালউদ্দিন – চেয়ারম্যান ২) এবিএম শেহাবউদ্দিন শেহাব – পরিচালক ৩) মো: আব্দুল করিম – পরিচালক ৪) এস এম মোস্তফা আল মামুন – পরিচালক ৫) জি এম আক্তার হোসেন – পরিচালক ৬) মো: আজমল হোসেন – পরিচালক

১৩। ব্যবসায়ের হিসাব পরিচালিত হইবে- মোঃ কামালউদ্দিন, এবিএম শেহাবউদ্দিন শেহাব ও জি এম আক্তার এর যৌথ স্বাক্ষরে, তবে টাকা লেন দেনে ২ জনের স্বাক্ষরের মধ্যে ১ম পক্ষ মো: কামালউদ্দিনের স্বাক্ষর বাধ্যতামূলক থাকিবে।

১৪। ব্যবসা চলাকালিন সময়ে আল্লাহ না করুন যদি কোন পক্ষের কেউ মৃত্যুবরন করেন তাহা হইলে মৃত্যুব্যক্তির উত্তরাধিকারীগণ মৃত্যুবরনকারী অংশীদারের অংশ ভোগ করিবেন এবং ঐ অংশের অংশীদার হিসাবে গন্য হইবেন ও সকল প্রকার দায়দায়িত্ব পালন করিবেন ।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post