Ad-1

Friday, August 16, 2019

 স্বভাব কবি বলতে যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ, যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন তাকে বোঝায়। স্ববাসিনী শব্দ থেকে স্বভাব কবি শব্দের উৎপত্তি।

👉গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয়। গোবিন্দচন্দ্র দাস (১৬ জানুয়ারি, ১৮৫৫ - ১ অক্টোবর, ১৯১৮) একজন বাঙালি স্বভাব কবি।

1.‘সাহিত্য সম্রাটকাকে বলা হয় ?---------------উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

2. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি ? --------------- উঃ রায়গুণাকর।

3. ‘কবিকষ্কণকার উপাধি ? --------------- উঃ মুকুন্দরাম চক্রবর্তী।

4. ‘রায় গুণাকরকার কাব্য উপাধি ? ---------------উঃ ভারতচন্দ্র।

5. জীবনানন্দ দাশ প্রধানত ?-----------উঃ প্রকৃতির কবি।

6. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসাবে পরিচিত ?---------উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।

7. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খা রচিত ?-----------উঃ সমাজ ও সমাধান।

8.বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ?--------------উঃ বেগম সুফিয়া কামাল।

9.আকরাম খা রচিত মোস্তফা চরিত গ্রন্থটি ?-------------উঃ সীরাত গ্রন্থ ।

10.বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ?--------------উঃ বেগম রোকেয়া সাখাওয়াত।

11.বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি ?--------------উঃ আবদুল করিমের।

12. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকরবলা হয় ?--------------উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

13. বাংলা সাহিত্যে ভোরের পাখিবলা হয় কাকে ?-----------উঃ বিহারী লাল চক্রবর্তী।

14. অপরাজেয় কথাশিল্পী কার ছন্মনাম ?---------উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।

15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ?------------উঃ ১৮০১ সালে।

16.বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?--------উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

17. কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?-----------উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

18. বাংলাদেশের জাতীয় কবি কে ?-------------উঃ কাজী নজরুল ইসলাম।

19. ‘দত্তকুলোদ্ভবকবি কে ?-----------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

20. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ?------------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

21. ‘পল্লীকবিউপাধি হলো ?------------উঃ জসীমউদ্দীন।

22.‘ মরমী কবি কাকে বলা হয় ?------------উঃ হাসন রাজা।

23.বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলে ?--------------উঃ ফররুখ আহমদ।

24. বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে ?-----------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

25. বহুভাষাবিদ পন্ডিত বলতে কার নাম প্রথমে চলে আসে ?-------------উঃ শহীদুল্লাহ।

26. ডঃ মুহম্মদ শহীদুল্রাহ ছিলেন প্রধানত ?-----উঃ ভাষাতত্ত্ববিদ।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post