বিষয় : সাক্ষ্য আইন
১.ক) সাক্ষ্য আইন, ১৮৭২ কি স্বয়ংসম্পূর্ণ সংহিতা?খ)সাক্ষ্য আইন প্রয়ােগে প্রধান প্রধান নীতি উল্লেখ কর।
গ) অপরাধ প্রমাণে সাক্ষ্যের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখ।
২.ক) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী চরিত্র বলতে কি বুঝ?
খ) পূর্ববর্তী দণ্ডাদেশ কি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক? আলােচনা কর।
গ) কখন দেওয়ানী ও ফৌজদারী মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক?
৩. ইংগিতবাহী প্রশ্ন বলতে কি বুঝ? সাক্ষীকে কখন ইংগিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীর বিশ্বাসযােগ্যতা কিভাবে হরণ করা যায়? কি কি কারণে একজন বিচারক এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন ? প্রশ্ন আইনসম্মত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না?
৪. ক) মৃত্যুকালীন ঘােষণা কি? এটা কিভাবে প্রমাণ করা যায়?
খ) কী কারণে মৃত্যুকালীন ঘােষণা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?
গ) মৃত্যুকালীন ঘােষণাদানকারী যদি দৈবাৎ বেঁচে যায় তাহলে তার ঘােষণা কি সাক্ষ্য আইন ১৮৭২ এর বিধান অনুযায়ী সাক্ষ্য হিসাবে গ্রহণযােগ্য ?
ঘ) মৃত্যুকালীন ঘােষণা বিষেয়ে ইংলিশ আইন এবং বাংলাদেশের আইনের মধ্যে পার্থক্য লিখ।
৫.ক) জনশ্রুতি কোন সাক্ষ্য নয়-সংক্ষেপে এই নীতির ব্যতিক্রমসমূহ আলােচনা কর।
খ) জবানবন্দী ও জেরার প্রকৃতি ও উদ্দেশ্য আলােচনা কর।
গ) জেরার সময় আইন-সংগতভাবে কি কি প্রশ্ন করা যায় বর্ণনা কর।
৬। ক) সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝ?
খ) ঘটনার প্রাসঙ্গিকভাবে তার ক্ষেত্রে সাক্ষ্য আইনের নীতিসমূহ কি কি?
গ) কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়ােজন নেই?
৭.ক) বিশেষজ্ঞ কে ? একজন বিশেষজ্ঞ ও সাধারণ সাক্ষীর মধ্যে পার্থক্য কি?
খ) কখন একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক ? তার মতামত কি আদালত মানতে বাধ্য?
গ) হস্তলেখা প্রমাণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
৮. নিম্নের যে কোন পাঁচটি বিষয়ের উপর টীকা লিখ :
ক) স্বীকৃতি এবং স্বীকারােক্তি;
খ)বিদ্রোহী সাক্ষী;
গ) এসটোপেল;
ঘ) জুডিসিয়াল নােটিশ;
ঙ) মৌখিক সাক্ষ্য;
চ)প্রমাণের দায়িত্ব;
ছ) সরকারি দলিল।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
জ্ঞানমূলক প্রশ্নঃ ১. “ বহিপীর ” নাটকটি কত অঙ্কে বিভক্ত ? ২. নাটকের উপাদানগুলো উল্লেখ কর। ৩. বহিপীরের বাড়ি কোন জেলায় ? ৪. হাতেম আলি...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
জীবনানন্দ দাশ • তথ্য কণিকা ১. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — ধানসিঁড়ি তীরের বাংলায় ।। ২. কবি আবার ফিরে আসতে চেয়েছেন — শঙ্খচিলের বেশে। ...
-
বাংলার প্রাচীন জনপদগুলোর শর্টকাট শিখি: প্রাচীন পুণ্ড্রের বরপুত্র হরিহর গড়ে তুলে বঙ্গের সমরাট। প্রাচীন নগরী পুণ্ড্র।বাংলার প্রাচীন জনপদ...
No comments:
Post a Comment