Ad-1

Wednesday, September 23, 2020

মংড়ুর পথে

বিপ্রদাশ বড়ুয়া
তথ্য কণিকা
১. মংডু আর টেকনাফের মাঝখানে রয়েছে — নাফ নদী ।
২. পর্তুগিজরা তাদের বসতির জায়গাকে বলত — ব্যান্ডেল।
৩. চট্টগ্রামের ব্যান্ডেল রােড বহন করেছে — পর্তুগিজদের স্মৃতি।
৪. পাইক্যার একচেটিয়া চালক— স্থানীয় মুসলমানরা ।
৫. আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করতেন— কবি আলাওল।
৬. একসময় আরাকান স্বাধীন ছিল— মিয়ানমার থেকে ।
৭. মংডুতে রিকশার মতাে তিন চাকার গাড়িকে বলে— পাইক্যা ।
৮. বর্মিরা সবাই পরে লুঙ্গি।
৯, লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগােডাএই তিন নিয়ে মিয়ানমার।
১০. আমাদের দেশের তুলনায় মংডুতে মাছের দাম — পানির সমান।
১১. খ্রিষ্টান ধর্মের প্রচারকদের বলে— পারি ।
১২. স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকে বলে— অভিবাসন।
১৩. পণ্যদ্রব্যের আমদানি-রপ্তানির ওপর কর ধার্য করা হয় — শুল্ক অফিসে।
১৪. বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরুকে বলে— মহাথেরাে।
১৫. আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন — দৌলত কাজী।
১৬. কবি আলাওলের শ্রেষ্ঠ রচনা— ‘পদ্মাবতী'।
১৭. মিয়ানমারে টাকাকে বলা হয় — চ্যা।
১৮. মিয়ানমারে বসবাসরত বৌদ্ধ ভিক্ষুদের বলা হয় — ফুঙ্গি ।
১৯. বৌদ্ধমন্দিরকে বলা হয — প্যাগােডা ।
২০. মিয়ানমার বাংলাদেশেরণ — পূর্ব দিকে অবস্থিত।
২১. লেখক মিয়ানমার গিয়েছিলেন— নিছক ভ্রমণে।
২২. মংডু শহর অবস্থিত মিয়ানমারের — পশ্চিম সীমান্তে ।
২৩. মংডুর পথে রচনায় ধারণা পাওয়া যায় — মংডুর মানুষের পােশাক, খাদ্যাভ্যাস ও ব্যবসা সম্পর্কে।
২৪. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মিল পাওয়া যায়— সংস্কৃতিতে।
২৫. মংডুর মেয়েরা ব্যবসা করে — স্বাধীনভাবে।
২৬. মংডুতে স্থায়ীভাবে বাস করছে— চট্টগ্রামের কিছু মানুষ।
২৭. বিপ্রদাশ বড়ুয়ার জন্ম — ১৯৪০ সালে।
২৮. বিপ্রদাশ বড়ুয়া স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন — বাংলা বিষয়ে ।
২৯, বিপ্রদাশ বড়ুয়া অবসর গ্রহণ করেন— শিশু একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে।
৩০. বিপ্রদাশ বড়ুয়া রচিত শিশুতােষ গল্প— 'সূর্য লুঠের গান

অনুধাবনমূলক প্রশ্ন
১. "লুঙ্গি, ফুঙ্গি, প্যাগোড়া- এই তিন মিলেই মিয়ানমার "- উক্তিটি কেন করা হয়েছে?
২. 'গ্লাভস পরে হাত ধোয়ার অবস্থা '- বলতে কী বোঝাতে চেয়েছেন?
৩. মংড়ুর মহিলারা চিরস্বাধীন কেন?
৪. 'সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে'- কেন? ব্যাখ্যা করো।
৫. পাইক্যা কী? ব্যাখ্যা করো।
৬. আরাকান রাজ্যের পরিচয় দাও।
৭. " তাহলে কী করে দেশের সব মানুষের সঙ্গে আমার সখ্য নিবিড় হবে"- লেখক একথা বলেছেন কেন?


নমুনা সৃজনশীল প্রশ্নঃ
১৫. পরীক্ষা শেষে জাওয়াদ তার মা-বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছে। সে শুনেছে—সমুদ্রসৈকতে দূরদূরান্ত থেকে অনেক লোকজন বেড়াতে আসে নয়রাভিরাম সৌন্দর্য উপভোগ করতে, বিশেষ করে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য সেখানে অনেক মানুষের ভিড় হয়। আজ বাস্তবে সৈকতে এসে সে দেখতে পেল রাবার বাগান, ডুলা হাজারা সাফারি পার্ক, বৌদ্ধমন্দির, রাখাইনদের বার্মিজ মার্কেট, বাজার-ঘাটায় প্রচুর গলদা চিংড়ি।
(ক) আরাকান রাজ্যের প্রাচীন ধ্বংসপ্রাপ্ত রাজধানীর নাম কী? ১
(খ) পাইক্যা কী? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে জাওয়াদদের ভ্রমণ কাহিনীর সঙ্গে ‘মংডুর পথে’ ভ্রমণ কাহিনীর যে দিক প্রকাশ পেয়েছে—তা তোমার নিজের ভাষায় লেখো। ৩
(ঘ) ‘মংডুর পথে’ প্রবন্ধে লেখকের অনুভূতির সঙ্গে উদ্দীপকের অনুভূতি এক নয়—প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪ 

★★- নদ-নদী ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা দুটি নাম। এদেশের মাটি ও মানুষের ক্ষেত্রে নদ-নদী ওতপ্রোতভাবে জড়িত। এদেশের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবকিছুই নদীর সাথে জড়িত। নওগাঁর পাহাড়পুর,বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লা লালমাই ও ময়নামতি এবং নরসিংদীর উয়ারী বটেশ্বরসহ দেশের প্রাচীন সভ্যতার কেন্দ্রভূমিগুলো নদীর তীরে গড়ে উঠেছিল।
ক) ফুঙ্গী কী?
খ) 'সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে' কেন? ব্যাখ্যা করো।
গ) বাংলাদেশের প্রাচীন সভ্যতাগুলো যেমন নদীর তীরে গড়ে উঠেছিল; মিয়ানমারে ও তেমনি, 'মংডুর পথে' রচনার আলোকে ব্যাখ্যা করো।
ঘ) " ভ্রমণের মাধ্যমে মানুষ একটি দেশের নানা বিষয় সম্পর্কে জানতে পারে"- উদ্দীপক ও 'মংডুর পথে' রচনার আলোকে বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post