শামসুজ্জামান খান
তথ্য কণিকা ১. নববর্ষ সকল দেশের, সকল জাতির — আনন্দের দিন ।
২. নববর্ষ পালন করা হয় — সুখ, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে ।
৩. বাংলাদেশের প্রধান জাতীয় উৎসব— নববর্ষ।
৪. পাকিস্তান আমলে নববর্ষ উদযাপনে বাধা দেওয়ার কারণ— পাকিস্তানি আদর্শের পরিপন্থি।
৫. যুক্তফ্রন্ট মুসলিম লীগকে নির্বাচনে পরাজিত করে— ১৯৫৪ সালে।
৬. বাংলা নববর্ষ সরকারি ছুটির দিন ঘােষণা করেন— শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৭. পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান— হালখাতা ।
৮. নববর্ষের প্রাচীন মাঙ্গলিক অনুষ্ঠান হলাে— আমানি।
৯. আধুনিক আঙ্গিকে নববর্ষবরণ উদ্যাপন শুরু হয় — কলকাতার ঠাকুর পরিবার এবং শান্তিনিকেতনে।
১০. নববর্ষ উৎসব নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করে — ভাষা আন্দোলনের পর।
১১. ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কে বলা হয় — পাকিস্তান আমল।
১২. বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান – ছায়ানট।
১৩. মানুষের মঙ্গল কামনা করে যে শােভাযাত্রা — মঙ্গল শােভাযাত্রা।
১৪. যা পূর্বে ছিল এবং এখনাে বর্তমান — আবহমান।
১৫. পুণ্যের জন্য আয়ােজিত অনুষ্ঠান – পুণ্যাহ।
১৬. দুজন গায়ক পরস্পরের যুক্তি খণ্ডন করে যে গানে — কবিগান।
১৭. দেব-দেবীর মহিমা যে গানে প্রকাশ পায় – কীর্তন।
১৮. প্রাচীন বাংলার দৃশ্যকাব্যকে বলে — যাত্রা।
১৯. বৈসুব, সাংগ্রাই, বিজু-এর প্রথম তিন বর্ণের সমাহারে হয় — বৈসাবি।
২০. আবাল-বৃদ্ধ-বণিতা বলতে বােঝায় — সব বয়সের নারী-পুরুষ।
২১. বাংলা নববর্ষ' প্রবন্ধের মূল বিষয় — পয়লা বৈশাখ উদযাপনের তাৎপর্য।
২২. চান্দ্র হিজরী সনের সঙ্গে সৌর সনের সমন্বয়ে চালু হয় — বাংলা সন।
২৩. চলমান বাঙালিত্বের পরিচয়বাহী অনুষ্ঠান— মঙ্গল শােভাযাত্রা।
২৪. বাঙালি পাকিস্তান সরকারের কাছ থেকে বাধা পেয়েছিল— নববর্ষ উদযাপনে।
২৫. নববর্ষ উৎসব পরিণত হয়েছে – বাঙালির প্রাণের উৎসবে।
২৬. শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেন — ১৯৪০ সালে।
২৭. শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেন— মানিকগঞ্জে।
২৮. শামসুজ্জামান খান মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন — জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে।
২৯. শামসুজ্জামান খান রচিত গ্রন্থ— ফকলাের চর্চা, দুনিয়া মাতানাে বিশ্বকাপ।
৩০. শামসুজ্জামান খান দেশ-বিদেশে খ্যাতিমান ছিলেন — লেখক, গবেষক ও ফোকলােরবিদ হিসেবে।
★অনুধাবনমূলক প্রশ্ন
১. হালখাতা বলতে কী বুঝ?
২. 'আমানি'- অনুষ্ঠানকে মাঙ্গলিক অনুষ্ঠান বলা হয় কেন?
৩. "বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব "- কেন?
৪. বাংলা সন ও বাংলা নববর্ষ কীভাবে চালু হলো? বুঝিয়ে লেখো
৫. নববর্ষ উৎসব কীভাবে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে?
৬. মঙ্গল শোভাযাত্রা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
৭. নববর্ষ কীভাবে আমাদের নানা ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দেয়? বুঝিয়ে লেখো।
নমুনা সৃজনশীল প্রশ্নঃ
(ক) ‘ছায়ানট’ কী? ১
(খ) বাংলা সালের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিক ও পণ্ডিতদের ধারণা কী? ব্যাখ্যা করো। ২
(গ) উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ রচনায় উল্লিখিত কোন সর্বজনীন উৎসবের পরিচয় রয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) ‘উল্লিখিত উৎসব ব্যতীত বাঙালির আরো উৎসবের পরিচয় পঠিত রচনায় রয়েছে’—বক্তব্যের তাৎপর্য বিচার করো। ৪
২. কালামের বাবার দোকানে নববর্ষের দিনে হালখাতা অনুষ্ঠান হয়। কয়েক দিন থেকে কামাল ও জামাল দুই ভাই খুব ব্যস্ত। তার বাবার দোকানটি হালখাতা উপলক্ষে ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে সাজাচ্ছে। তারা ওই দিন ধূপ জ্বালাবে, নতুন হিসাবের খাতা খুলবে। তারা গ্রাহক ও খরিদ্দারকে মিষ্টিমুখও করাবে।
ক) কোন সম্রাটের সময় বাংলা সন চালু হয়?
খ) বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব কেন?
গ) উদ্দীপকের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে মিল তা চিহ্নিত করো।
ঘ) উদ্দীপকটির অনুষ্ঠান বাংলা নববর্ষের একমাত্র অনুষ্ঠান নয়—মন্তব্যটি বিশ্লেষণ করো।
৩. সীমা ও চৈতি দুই বান্ধবী। আজ তাদের খুব আনন্দের দিন, কারণ আজ নববর্ষ। তারা দুজনে লাল পাড়ের সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে। সেখানে কত মানুষের ভিড়। ছেলে, মেয়ে, শিশু, বুড়ো সবাই সেজেছে নতুন সাজে। সেখানে সীমার খালাতো বোন তন্বীর সঙ্গে দেখা। সীমা খালা-খালু সবার খোঁজ পেল তন্বীর কাছ থেকে। ছোট খালাতো বোনের জন্য কিনে দিল নানা খেলনা। নিজের বাড়ির জন্য কিনে নিল কুলা, ঝুড়ি, হাঁড়ি-পাতিল ইত্যাদি। চৈতি মনের আনন্দে গেয়ে উঠল।
তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
মুছে যাক গ্লানি, মুছে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা।
ক) নবাব ও জমিদারেরা কোন অনুষ্ঠান চালু করেন?
খ) হালখাতা বলতে কী বোঝায়?
গ) চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে?
ঘ) উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটিই যেন ফুটে উঠেছে। উক্তিটি মূল্যায়ন করো।
৪ .(!) আজ পহেলা বৈশাখ। বর্গাচাষি আক্কাসমিয়া ছেলে বাদল ও মেয়ে বীণুকে নিয়ে বেরিয়ে পড়েন সেলিম মিয়ার মুদি দোকানের উদ্দেশে। বাদল-বীণু দারুণ খুশি, নতুন জামা পরে সেলিম চাচার দোকানে গিয়ে তারা অবাক। এর আগে তারা দোকানে এসেছে বাকিতে মালপত্র নিতে; কিন্তু আজ দোকানটিকে রঙিন কাগজে সাজানো হয়েছে। সেলিম চাচা তাদের আদর করে অনেক মিষ্টি সন্দেশ খাওয়ালেন।
(!!) সেলিম চাচার দোকান থেকে বেরিয়ে বাদল-বীণু বাবার সঙ্গে গেল পাশের স্কুল মাঠে, সেখানে গিয়ে তারা আহ্লাদে আটখানা মানুষ আর মানুষ। বিভিন্ন ধরনের দোকান। মার জন্য তারা বাতাসা কিনল আর নিজেদের কিছু খেলনা। পুতুল নাচ দেখে বীণু হেসে গড়াগড়ি আর নাগর দোলায় উঠে সে ভয়ে এক্কেবারে পাথর।
ক। কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিকমাঙ্গলিক অনুষ্ঠান? ১
খ। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত হয়েছে কীভাবে? ২
গ।উদ্দীপকের (!) অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের যে অনুষ্ঠানের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ। উদ্দীপকের উভয় অংশে 'বাংলা নববর্ষ' প্রবন্ধের সমগ্রভাবের প্রতিফলন ঘটেছে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
No comments:
Post a Comment