Ad-1

Monday, October 26, 2020

দুই বিঘা জমি

 রবীন্দ্রনাথ ঠাকুর

> তথ্য কণিকা

১. ভূস্বামী উপেনের জমি নিতে চান— বাগান করার জন্য ।

২. উপেনের দুই বিঘা জমি স্মৃতিবিজড়িত— সাত পুরুষের।

৩. জমি হারিয়ে উপেন ঘুরে বেড়ায়— সন্ন্যাসীবেশে

৪. উপেন গ্রামে প্রবেশ করে -- পনেরাে-ষােলাে বছর পর।

৫. দুই বিঘা জমির অঞ্চলে ছিল --- পাঁচ রঙা পাতা।

৬. ‘দুই বিঘা জমি কবিতায় স্নেহময়ী রূপ— বঙ্গের বধূর ।
৭. ‘দুই বিঘা জমি' কবিতায় আমগাছ— স্মৃতির প্রতীক।

৮. উপেনের কোলের কাছে পড়ে— দুটি পাকা আম।

৯. এক বিঘা সমান- ১৩৩৪ বর্গমিটার ।

১০. বিশ কাঠা সমান-১ বিঘা।

১১. এক প্রহর বলতে বােঝায় --- তিন ঘণ্টা ।

১২. দিন-রাত্রির আটভাগের এক ভাগ হলাে— এক প্রহর।

১৩. ‘গেহ’ শব্দের অর্থ— ঘর।

১৪. লক্ষ্মীছাড়া’ শব্দের ব্যবহারিক অর্থ— দুর্ভাগ্য।

১৫. সমীর’ শব্দের অর্থ— বাতাস।

১৬. সব হারানাে নিঃস্ব মানুষ --- উদ্বাস্তু।

১৭. পাণি’ শব্দের অর্থ— হাত।

১৮. দুই বিঘা জমি' কবিতাটি সংকলিত হয়েছে--- কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ থেকে।

১৯, বাড়ি ফিরে উপেন শুধু চিনতে পারল— আমগাছটা ।

২০. সাধু উপেনকে আমচোর বলে গালি-গালাজ করে --- মালি ।

২১. জমিদার উপেনকে অপবাদ দেয়— সাধুবেশী চোর।

২২. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম গ্রহণ করেন --- ১৮৬১ সালে।

২৩. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান— কলকাতা।

২৪. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নােবেল পুরস্কার পান— গীতাঞ্জলি' কাব্যের জন্য।
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার লাভ করেন ---- ১৯১৩ সালে ।
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর সফলতার স্বাক্ষর রেখেছেন– সাহিত্যের প্রতিটি শাখায় ।

২৮. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা --- রবীন্দ্রনাথ ঠাকুর।

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন— ১৯৪১ সালে।

৩০. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন --- কলকাতায়।

নমুনা সৃজনশীল প্রশ্নঃ

৮. ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যান অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তি। তিনি তাঁর এলাকার সবাইকে সমান চোখে দেখেন। এমনকি তাঁর বাড়ির চাকর চান মিয়ার কিছু জমি তাঁর জমির পাশে থাকলেও তিনি তা কিনে নিতে চান না;বরং ওর জমির দিকে অন্য কেউ যাতে লোভের হাত বাড়াতে না পারে, সেদিকে তিনি খেয়াল রাখেন। 
(ক) কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? ১
(খ) ‘তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ —উপেনের এ কথা বলার কারণ ব্যাখ্যা করো। ২
(গ) চেয়ারম্যানের সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের চারিত্রিক বৈসাদৃশ্য কী? ব্যাখ্যা করো। 
(ঘ) ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতেন, তবে উপেনের পরিণতি এমন হতো না’—বিশ্লেষণ করো। ৪ 

৯. হ, বেবাক মানুষেরই এমবাই ঠকাইছে। করিম গাজী বলে-আরে মিয়া এমন কারবারডা হইল আর তুমি ফিরা চলছ? কী করমু তয়? কী করবা, খেঁকিয়ে ওঠে করিম গাজী। চল আমাগ লগে, দেহি কী করতে পারি। একটা কিছু না কইর‍্যা ছাইড়্যা দিমু? তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে বলে-হ চল। রক্ত চুইষ্যা খাইছে। অজম করতে দিমু না। যা থাকে কপালে।(জোঁক : আবু ইসহাক)
ক. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান?
খ. 'নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে 'দুই বিঘা জমি' কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. করিম গাজী ও ওসমানের সঙ্গে উপেনের মিল থাকলেও চেতনাগত পার্থক্য রয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।

১০. জমিদার ওয়াজেদ চৌধুরীর জমি বর্গা চাষ করে দরিদ্র কৃষক ওসমান। ফসলের ভাগ আধাআধি। এবার পাটের ফলন খুব ভালো হয়েছে। জোঁকের কামড় খেয়ে, পানিতে ডুব দিয়ে দিয়ে পাটগুলো কেটেছে সে। কিন্তু ভাগ-বণ্টনের সময় চৌধুরী তিন ভাগের দুই ভাগ নিয়ে নেয়। এর কারণ জানতে চাইলে চৌধুরী বলে, গতবার বাইনের সময় বলদ আর লাঙল কেনার জন্য সে ৫০০ টাকা ধার দিয়েছে। সেই টাকার সুদ হিসেবেই ফসলের তিন ভাগের দুই ভাগ তার। ওসমান আকাশ থেকে পড়ে! কবে, কখন টাকা নিল সে? তবে ওর মনে পড়ে, বাইনের সময় কী একটা সাদা কাগজে তার টিপসই ঠিকই নিয়েছিল জমিদার। কিন্তু ওটাতে ৫০০ টাকা ধার নেওয়ার কথা লেখা ছিল, এটা তো সে বোঝেনি। সে ভাবে, এরা তো অনেক বড় জোঁক, কখন কীভাবে রক্ত চোষে, টেরও পাওয়া যায় না। ওসমানের মাথায় রক্ত উঠে যায়। সে লাঠি হাতে রওনা দেয় চৌধুরীর বাড়ির দিকে। 
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 
খ. নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী জন্মভূমি—উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? 
গ. ওয়াজেদ চৌধুরীর সঙ্গে বাবু সাহেব যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো। 
ঘ. ওসমানের সঙ্গে উপেনের সাদৃশ্য থাকলেও দুজন দুই মেরুর বাসিন্দা, মন্তব্যটি মূল্যায়ন করো। 

১১. জমিদার কৃষ্ণচন্দ্রের একটি বাগান আছে। বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান নয়। তাই তিনি মনে করলেন বাগানটিকে বর্গাকৃতি করে সৌন্দর্য বাড়াতে হলে প্রয়োজন আরো কিছু জমি। তাই জমিদার পাশের গরিব গৃহস্থ কৃষক নিমাই চন্দ্রের বাড়ি দখল করে নিয়েছেন। বর্তমান সমাজে অনেক গরিব মানুষই এভাবে তাদের সর্বস্ব হারাচ্ছে।
ক. দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ১
খ. ‘ছিলে দেবী, হলে দাসী। ’ এ কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? ২
গ. উদ্দীপকের নিমাই চন্দ্রের সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রের সাদৃশ্য তুলে ধরো। ৩
ঘ. বর্তমান সমাজের অনেক গরিব মানুষ সমাজের ক্ষমতাবানদের নিষ্ঠুরতার শিকার—কথাটি কবিতার আলোকে ব্যাখ্যা করো। ৪

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post