১.
আ/ া = অ
আন্তরিক =অন্তর+ইক
দারিদ্র্য= দরিদ্র+য
পাচক= পচ+অক
শারিরীক= শরীর+ইক
সারল্য= সরল+য
দার্শনিক = দর্শন+ইক
সাহচর্য = সহচর+য
আধিপত্য= অধিপতি+য
সাহিত্য,আনুগত্য,আতিথ্য,আধিক্য,আনুকূল্য,পার্বত্য,কাব্য,আলস্য,প্রামাণ্য,আদিত্য,গাম্ভীর্য,আধিপত্য,পাশ্চাত্য,তারুণ্য,মাধুর্য,কাঠিন্য,মাধ্যমিক,প্রাকৃতিক,আবশ্যিক,সাপ্তাহিক,বাতসরিক,আধুনিক
ইত্যাদি।
২. এ/ঐ= ই/ঈ
লেখা=লিখ+আ
চেনা = চিন+আ
ঐতিহাসিক = ইতিহাস + ইক
শৈল্পিক= শিল্প+ ইক
নৈতিক= নীতি + ইক
দৈনিক = দিন + ইক
দৈন্য = দীন + য
শৈশব = শিশু+অ
দৈত্য = দিতি+য
৩. ও/ঔ= উ/ঊ
ধোয়া= ধু+আ
দোলনা = দুল+না
সৌন্দর্য = সুন্দর+য
যৌবন= যুব+অন
ঔপন্যাসিক = উপন্যাস+ ইক
গৌরব=গুরু+অ
ঔজ্জ্বল্য,কৌলিন্য,সৌজন্য,সৌহার্দ্য,কৌটিল্য,ঔদাসিন্য,ঔদার্য,সৌভাগ্য,ভৌগোলিক,ঔপনিবেশিক
ইত্যাদি।
৪. আর/অর = ঋ
কর্ম = কৃ+ম
কর্তা = কৃ+তা
দর্শন = দৃশ+ অন
দর্পণ=দৃপ+অন
কারক= কৃ+অক
কার্পণ্য=কৃপণ+য
কার্য = কৃ+য
পার্থিব=পৃথিবী+য
৫. বী = বিন
মেধাবী = মেধা + বিন
মায়াবী = মায়া + বিন
তেজস্বী = তেজস+বিন
মনস্বী = মনস+বিন
৬. ইমা = ইমন
নীলিমা=নীল+ইমন
দ্রাঘিমা= দীর্ঘ+ইমন
মহিমা = মহৎ+ ইমা
রক্তিমা = রক্ত+ ইমন
কালিমা,চন্দ্রিমা ইত্যাদি।
৭. বান> বতুপ , মান > মতুপ
গুনবান= গুন+বতুপ
দয়াবান= দয়া+বতুপ
জ্ঞানবান= জ্ঞান+বতুপ
ফলবান,রূপবান,ধনবান ইত্যাদি।
বুদ্ধিমান= বুদ্ধি+মতুপ
শ্রীমান= শ্রী+ মতুপ
বর্ধ্মান = বৃধ+ মতুপ
ধীমান,মূর্তিমান ইত্যাদি।
৮. ঈয়> নীয় , ঈন> নীন
জলীয়=জল+নীয়
বায়বীয়= বায়ু+নীয়
নবীন = নব+নীন
সর্বজনীন = সর্বজন+ নীন
কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়
মোড়ক = মুড়+অক -------কৃৎ প্রত্যয়
সম্রাট = সম+রাজ+০ -------কৃৎ প্রত্যয়
মানব = মনু+অ -------তদ্ধিত প্রত্যয়
ঘাতক = হন+অক -------কৃৎ প্রত্যয়
সৃষ্টি = সৃজ + তি -------কৃৎ প্রত্যয়
বক্তব্য = বচ + তব্য -------কৃৎ প্রত্যয়
উক্ত = বচ + ত -------কৃৎ প্রত্যয়
উক্তি = বচ+তি -------কৃৎ প্রত্যয়
নশ্বর = নশ+ বর -------কৃৎ প্রত্যয়
গন্তব্য = গম+তব্য -------কৃৎ প্রত্যয়
কাঁন্না = কাঁদ+না-------কৃৎ প্রত্যয়
মৃন্ময় = মৃত+ ময় -------তদ্ধিত প্রত্যয়
পান্তা = পানি + তা -------তদ্ধিত প্রত্যয়
ধার্মিক = ধর্ম + ইক -------তদ্ধিত প্রত্যয়
শৈল্পিক = শিল্প+ ইক-------তদ্ধিত প্রত্যয়
ক্রেতা = ক্রী + তৃ -------কৃৎ প্রত্যয়
নয়ন = নী+অন-------কৃৎ প্রত্যয়
স্মরণীয় = স্মৃ+ অনীয়-------কৃৎ প্রত্যয়
শ্রবণ = শ্রু + অন -------কৃৎ প্রত্যয়
সাংবাদিক = সংবাদ+ ইক -------তদ্ধিত প্রত্যয়
অন্যান্য = অন্য + অন্য -------তদ্ধিত প্রত্যয়
জয় = জি+অল -------কৃৎ প্রত্যয়
রোদন = রুদ+ অন -------কৃৎ প্রত্যয়
সৈন্য = সেনা + য -------তদ্ধিত প্রত্যয়
বক্তা = বচ+তৃ+আ -------কৃৎ প্রত্যয়
মুক্তি = মুচ+ তি -------কৃৎ প্রত্যয়
নেতা = নী + তৃ -------কৃৎ প্রত্যয়
বিদ্যুত = বি+ দ্যুত+ক্বিপ -------কৃৎ প্রত্যয়
শোষক = শুষ + অক -------কৃৎ প্রত্যয়
দাতা = দা+তৃচ -------কৃৎ প্রত্যয়
দ্রষ্টব্য = দৃশ + তব্য -------কৃৎ প্রত্যয়
স্মরণ = স্মৃ+ অন -------কৃৎ প্রত্যয়
No comments:
Post a Comment