Ad-1

Monday, March 19, 2018

বিভিন্ন সালে আসা গুরুত্বপূর্ণ ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়

 সমস্তপদ --------ব্যাসবাক্য ------- সমাসের নাম
1. নবপৃথিবী---------- নব যে পৃথিবী ------------ কর্মধারয় সমাস
2. সপ্তর্ষি ------------ সপ্ত ঋষির সমাহার -------- দ্বিগু
3. আয়কর----------- আয়ের নিমিত্তে যে কর ------নিমিত্তার্থক ৪র্থী তৎপুরুষ।
4. সহোদর----------- একই উদরে জন্ম যার ----- বহুব্রীহি।
5. রাজনীতি--------- নীতির রাজা---------------- ষষ্ঠী তৎপুরুষ।
6. আলুনি----------- নুনের অভাব ---------------- অব্যয়ীভাব।
7. অনাশ্রিত-------- নেই আশ্রয় যার -------------- নঞ বহুব্রীহি।
8. বিলাতফেরত ----- বিলাত থেকে ফেরত -------- পঞ্চমী তৎপুরুষ।
9. যথেষ্ট------------ ইষ্টকে অতিক্রম না করে ----- অব্যয়ীভাব
10. কুম্ভকার ------- কুম্ভ করে যে ------------------ উপপদ তৎপুরুষ।
11. অনাশ্রিত ------ নেই আশ্রয় যার --------------- নঞ তৎপুরুষ।
12. গুণমুগ্ধ ------- গুণ দ্বারা মুগ্ধ ---------------- তৃতীয়া তৎপুরুষ।
13. বজ্রকঠোর----- বজ্রের ন্যায় কঠোর ----------- উপমান কর্মধারয়।
14. আমরা --------- আমি, তুমি ও সে ------------ একশেষ দ্বন্দ্ব
15. দম্পতি -------- জায়া ও পতি ----------------- দ্বন্দ্ব সমাস।
16. চোখাচোখি ----- চোখে চোখে যে মিলন -------- ব্যতিহার বহুব্রীহি।
17. পকেটমার------ পকেট মারে যে -------------- উপপদ তৎপুরুষ।
18. বাহুলতা -------- বাহু লতার ন্যায়-------------- উপমিত কর্মধারয়।
19. সেতার -------- তিন তারের সমাহার --------- দ্বিগু সমাস।
20. ব-দ্বীপ -------- ব সদৃশ দ্বীপ ----------------- কর্মধারয়।
21. তুষারধবল ----- তুষারের ন্যায় ধবল ----------- উপমান কর্মধারয়।
22. অমানুষ ------ নয় মানুষ ------------------------ নঞ তৎপুরুষ।
23. ফুলকুমারি ---- কুমারী ফুলের ন্যায় ------------ উপমিত কর্মধারয়।
24. স্বাক্ষর ----------স্ব লিখিত অক্ষর --------------- মধ্যপদলোপী কর্মধারয়।
25. পঁসুরি --------- পাঁচ সেরের সমাহার ------------- দ্বিগু সমাস
26. ফৌজদারি আদালত ----- ফৌজদারি বিষয়ক যে আদালত -- মধ্যপদলোপী কর্মধারয়।
27. ঊর্ণনাভ -------- উর্ণ নাভিতে যার ---------------- বহুব্রীহি সমাস।
28. ইন্দ্রজিত ------- ইন্দ্রকে জয় করেছে যে ---------- উপপদ তৎপুরুষ।
29. সৈন্য সামন্ত ----- সৈন্য ও সামন্ত ---------------- দ্বন্দ্ব সমাস।
30. যুগান্তর --------- অন্য যুগ ---------------------- অব্যয়ীভাব সমাস।
31. রাজপুত্র -------- রাজার পুত্র ------------------- ষষ্ঠী তৎপুরুষ।
32. নীলপদ্ম --------- নীল যে পদ্ম ----------------- কর্মধারয় সমাস।
33. নদীমাতৃক ------ নদী মাতা যার --------------- বহুব্রীহি সমাস।
34. দোয়াত-কলম ---- দোয়াত ও কলম ------------ দ্বন্দ্ব সমাস।
35. চিরসুখী -------- চিরকাল ব্যাপিয়া সুখী----------- তৎপুরুষ সমাস।
36. প্রবচন -----------প্র যে বচন ---------- প্রাদি সমাস।
37. গৃহস্থ ---------- গৃহে থাকে যে ---------- উপপদ তৎপুরুষ।
38. লালগোলাপ ----- লাল যে গোলাপ ------- কর্মধারয় সমাস।
39. কোলাকুলি ----- কোলে কোলে যে মিলন - ব্যতিহার বহুব্রীহি।
40. মতান্তর --------- অন্য মত --------------- নিত্য সমাস।
41. প্রাণভোমরা ----- প্রাণ রুপ ভোমরা-------- রুপক কর্মধারয়।
42. হজ্বযাত্রা --------- হজ্বের নিমিত্তে যাত্রা --- ৪র্থী তৎপুরুষ।
43. তেপান্তর -------- তিন প্রান্তরের সমাহার -- দ্বিগু সমাস।
44. আদিগন্ত -------- দিগন্ত পর্যন্ত বিস্তৃত ------ অব্যয়ীভাব সমাস।
45. সত্যাসত্য -------- সত্য ও অসত্য --------- দ্বন্দ্ব সমাস।
46. জ্যোৎস্নারাত ----- জ্যোৎস্না শোভিত রাত -- মধ্যপদলোপী কর্মধারয়।
47. গ্রামান্তর --------- অন্য গ্রাম -------------- নিত্য সমাস।
48. গায়ে হলুদ---- --গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে -- কর্মধারয় সমাস।
49. গৃহকর্ত্রী -------- গৃহের কর্ত্রী ---------------- ষষ্ঠী তৎপুরুষ।
50. জীবনপ্রদীপ ---- জীবন রুপ প্রদীপ --------- রুপক কর্মধারয়।
 

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post