অর্থবিচারে যে সমাসে দুইপদ (পূর্বপদ ও পরপদ)-এর সমান গুরুত্ব থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন:
মা-বাবা, সাদা-কালো, সোনা-রূপা, ঘরে-বাইরে, তেলে-জলে প্রভৃতি।
দ্বন্দ্ব সমাসে দুই পদ একই শ্রেণীর হয় এবং দুইপদ দুজন ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝায়।যেমন :
ক. দুপদই বিশেষ্য : অহি-নকুল, পিতা-পুত্র প্রভৃতি।
খ. দুপদই বিশেষণ : সাদা-কালো, ক্ষত-বিক্ষত প্রভৃতি।
গ. দুপদই সর্বনাম : তোমরা, আমরা প্রভৃতি।
ঘ. দুপদই ক্রিয়াপদ : বেচা-কেনা, আসা-যাওয়া প্রভৃতি।
দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য গঠন : পদ দুটোর মাঝে ‘ও’, ‘এবং’ যুক্ত করলে ব্যাসবাক্য হয়ে যাবে। যেমন : অহিনকুল = অহি ও নকুল; পিতা-পুত্র = পিতা ও পুত্র; সাদা-কালো = সাদা ও কালো; ক্ষত-বিক্ষত = ক্ষত ও বিক্ষত; তোমরা = তুমিও সে; আমরা = আমি, তুমি ও সে; বেচা-কেনা = বেচা ও কেনা; আসা-যাওয়া = আসা ও যাওয়া।
দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ :
ক. সমার্থক দ্বন্দ্ব : দ্বন্দ্ব সমাসের দুই পদ সমার্থক হলে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন : রাজা বাদশা, কাগজ ও পত্র = কাগজ-পত্র, কাজ ও কর্ম = কাজ-কর্ম, জন ও মানব = জন-মানব, ধন ও দৌলত = ধন-দৌলত ইত্যাদি।
খ. বিরোধার্থক দ্বন্দ্ব : দ্বন্দ্ব সমাসের দুই পদ বিপরীত অর্থ প্রকাশ করলে তাকে বিপরীতার্থক বা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন : ভালো ও মন্দ = ভালো-মন্দ; বাদি ও বিবাদি = বাদি-বিবাদি ইত্যাদি।
গ. মিলনার্থক দ্বন্দ্ব : যে দ্বন্দ্ব সমাসে দুই পদের অর্থের মধ্যে সম্পর্ক বা সৌহার্দ থাকে, তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে যেমন: ভাই ও বোন = ভাই-বোন; স্বামী ও স্ত্রী = স্বামী-স্ত্রী ইত্যাদি।
ঘ. অলুক দ্বন্দ্ব : যে দ্বন্দ্ব সমাসের দুই পদে একই বিভক্তি যুক্ত থাকে অথবা কোন বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন : দুধে ও ভাতে = দুধে-ভাতে; ঘরে ও বাইরে = ঘরে-বাইরে ইত্যাদি।
ঙ. ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব : নির্দিষ্ট ব্যক্তিদ্বয় বা নির্দিষ্ট বস্ত্তদ্বয় না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো কিছু বোঝালে তাকে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব বলা হয়। যেমন : দোকান-পাট; বাসন-কোসন ইত্যাদি।
চ. একশেষ দ্বন্দ্ব সমাস : যে দ্বন্দ্ব সমাসের সুনির্দিষ্ট পূর্বপদ বা পরপদ থাকে না, কিন্তু দুই পদ সমান অর্থবোধক সর্বনাম দ্বারা সমাসটি গঠিত হয়ে থাকে, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন : আমরা, তোমরা প্রভৃতি।
এ সমাস দুটির ব্যাসবাক্য হতে পারে যথাক্রমে-আমরা = আমি ও তুমি কিংবা আমি ও তোমরা কিংবা আমি-তুমি ও সে। তোমরা = এ সমাসটির ব্যাসবাক্য হতে পারে-তুমি ও সে কিংবা তুমি ও তারা।
ছ. বহুপদী দ্বন্দ্ব সমাস : যে দ্বন্দ্ব সমাসে দুয়ের অধিক পদ সমাসবদ্ধ হয়ে থাকে, তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন : টাকা-আনা-পাই; রোদ-বৃষ্টি-ঝড়; কাঠ-খড়-কেরোসিন প্রভৃতি।
দ্বন্দ্ব সমাসের অতিরিক্ত উদহারণ
বিশেষ্য + বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস
আইন-আদালত = আইন ও আদালত চন্দ্র-সূর্য = চন্দ্র ও সূর্য
ভাবভঙ্গী = ভাব ও ভঙ্গী ছাত্রছাত্রী=ছাত্র ও ছাত্রী
জাঁকজমক=জাঁক ও জমক শালতালতমাল= শাল, তাল ও তামাল
দোয়াত-কলম = দোয়াত ও কলম সৈন্যসামন্ত = সৈন্যও সামন্ত
কাগজ-কলম=কাগজ ও কলম রীতিনীতি=রীতি ও নীতি
পিতা-পুত্র=পিতা ও পুত্র ঘটি-বাটি=ঘটি ও বাটি
ঝড়-বৃষ্টি = ঝড় ও বৃষ্টি শাকসবজি = শাক ও সবজি
ক্ষেত-খামার – ক্ষেত ও খামার রাজা-বাদশা = রাজা ও বাদশা
জন-মানব=জন ও মানব কীট-পতঙ্গ = কীট ও পতঙ্গ
সোনা-রূপা = সোনা ও রূপা কথা-বার্তা = কথা ও বার্তা
পোকা-মাকড় = পোকা ও মাকড় শহর-গ্রাম = শহর ও গ্রাম
ছেলে-মেয়ে= ছেলে ও মেয়ে মাঠ-ঘাট=মাঠ ও ঘাট
উজির-নাজির = উজির ও নাজির লোক-লস্কর = লোক ও লস্কর
ফলমূল =ফল ও মূল নথি-পত্র = নথি ও পত্র
সভাসমিতি = সভা ও সমিতি পথ-ঘাট = পথ ও ঘাট
মামলা-মোকদ্দমা = মামলা ও মোকাদ্দমা ডাক্তার-বৈদ্য=ডাক্তার ও বৈদ্য
ধনজন = ধন ও জন মশা-মাছি=মশা ও মাছি
বিশেষণ + বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস
উচু-নিচু=উঁচু ও নিচু ভালো-মন্দ = ভালো ও মন্দ
ক্ষত-বিক্ষত = ক্ষত ও বিক্ষত হতাহত = হত ও আহত
লঘু-গুরু = লঘু ও গুরু ইতর-ভদ্র = ইতর ও ভদ্র
সহজসরল=সহজ ও সরল কানা-খোঁড়া = কানা ও খোঁড়া
সাদা-কালো=সাদা ও কালো লাল-নীল=লাল ও নীল
হিতাহিত=হিত ও অহিত কাঁচাপাকা = কাঁচা ও পাকা
নরম-গরম = নরম ও গরম দশ-বিশ = দশ ও বিশ
সর্বনাম + সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস
যা-তা = যা ও তা যে-সে = যে ও সে
যিনি-তিনি = যিনি ও তিনি যেমন-তেমন = যেমন ও তেমন
তোমরা = তুমি ও সে আমরা = আমি ও তুমি
ক্রিয়া + ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস
ভেঙেচুরে = ভেঙে ও চুরে চেয়ে-চিন্তে = চেয়ে ও চিন্তে
হেসে-খেলে = হেসে ও খেলে উঠে-পড়ে = উঠে ও পড়ে
বলে – কয়ে = বলে ও কয়ে হেসে-কেঁদে = হেসে ও কেঁদে
মেরে-ধরে = মেরে ও ধরে উঠ-বস=উঠ ও বস
জেনেশুনে = জেনে ও শুনে
No comments:
Post a Comment