Ad-1

Tuesday, December 14, 2021

প্রশ্ন :ইউক্যালিপটাস গাছের ক্ষতিকারক দিকগুলাে কী কী?

উত্তর : ইউক্যালিপটাস Myrtaceae পরিবারের একটি গণের নাম, এটি মূলত একটি কাঠের গাছ যা প্রকৃতিগত ভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ইউক্যালিপটাস গাছ'আশপাশের প্রায় ১০ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট নিচের পানি শােষণ করে। এই গাছের কাঠের গুণাগুণ তেমন ভালাে নয়। এর আশপাশে অন্য প্রজাতির গাছ জন্মাতে পারে না। এ গাছ মাটিকে শুষ্ক করে ফলে মাটির উর্বরতা কমে যায়। আর ইউক্যালিপটাস গাছ কেটে ফেললে মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে।

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স,ডিসেম্বর ২০২১



No comments:

Post a Comment

Recent Post

মিষ্টি আলুর উপকারিতা

মিষ্টি আলুঃ "বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর সেরা খাবার"  বাচ্চার স্বাস্থ্য এবং বিকাশের জন্য মিষ্টি আলু একটি বিশেষ খাবার। এটি শুধু বাচ্চ...

Most Popular Post