Ad-1

Tuesday, December 14, 2021

প্রশ্ন :ইউক্যালিপটাস গাছের ক্ষতিকারক দিকগুলাে কী কী?

উত্তর : ইউক্যালিপটাস Myrtaceae পরিবারের একটি গণের নাম, এটি মূলত একটি কাঠের গাছ যা প্রকৃতিগত ভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। ইউক্যালিপটাস গাছ'আশপাশের প্রায় ১০ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট নিচের পানি শােষণ করে। এই গাছের কাঠের গুণাগুণ তেমন ভালাে নয়। এর আশপাশে অন্য প্রজাতির গাছ জন্মাতে পারে না। এ গাছ মাটিকে শুষ্ক করে ফলে মাটির উর্বরতা কমে যায়। আর ইউক্যালিপটাস গাছ কেটে ফেললে মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে।

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স,ডিসেম্বর ২০২১



No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post