Ad-1

Wednesday, June 22, 2022

Tense কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত লেখো

ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে Tense বলে।
Tense তিন প্রকার।যথাঃ-
১. Present Tense.
২. Past Tense 
২. Future Tense
এগুলো আবার প্রত্যেকটি চার প্রকার।যেমনঃ-
★ Present Tense চার প্রকার।যথাঃ-
1. Present Indefinite Tense.
2. Present Continuous Tense.
3. Present Perfect Tense.
4. Present Perfect Continuous Tense.

Present Indefinite Tense:-
কোন কাজ বর্তমানে হয় বা চিরন্তন সত্য বুঝালে বা অভ্যাস বুঝালে তাকে Present Indefinite Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে অ,ই,এ,য় ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+Verb+Object.
যেমনঃ
Positive : I donate the blood. 
Negative:- I don't donate the blood. 
Interrogative: Do you donate the blood?
Neg.Interrogative : Don't you donate the blood?

Present Continuous Tense:- 
কোন কাজ বর্তমানে চলছে বা হচ্ছে বুঝালে তাকে Present Continuous Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে ছ,ছি,ছে ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+am/is/are+Verb+ing+Object.
যেমনঃ
Positive : I am donating the blood. 
Negative:- I am not donating the blood. 
Interrogative: Are you donating the blood?
Neg.Interrogative : Aren't you donating the blood?

Present Perfect Tense:- 
কোন কাজ বর্তমানে হয়েছে,কিন্তু তার ফল এখনও পাওয়া যায়নি এরুপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে এছ,এছি,এছে ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+have/has+Verb এর Past Participle +Object.
যেমনঃ
Positive : I have donated the blood. 
Negative:- I have not donated the blood. 
Interrogative: Have you donated the blood?
Neg.Interrogative : Haven’t you donated the blood?


Present Perfect Continuous Tense:- 
কোন কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বা হচ্ছে বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে ছ,ছি,ছে+সময় ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+have been/has been+Verb+ing+Object+time
যেমনঃ
Positive : I have been donating the blood for three years.
Negative:- I have not donating the blood for three years. 
Interrogative: Have you been donating the blood for three years? 
Neg.Interrogative : Haven't you been donating the blood for three years?


★ Past Tense চার প্রকার।যথাঃ-
1. Past Indefinite Tense.
2. Past Continuous Tense.
3. Past Perfect Tense.
4. Past Perfect Continuous Tense.

Present Indefinite Tense:-
কোন কাজ অতীতে হয়েছিল বুঝালে তাকে Past Indefinite Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে ল,লে,লাম ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+Verb এর past form+Object.
যেমনঃ
Positive : I donated the blood. 
Negative:- I didn't donate the blood. 
Interrogative: Did you donate the blood?
Neg.Interrogative : Didn't you donate the blood?

Past Continuous Tense:- 
কোন কাজ অতীতে চলছিল বা হচ্ছিল বুঝালে তাকে Past Continuous Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে ছিল,ছিলে,ছিলাম ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+was/were+Verb+ing+Object.
যেমনঃ
Positive : I was donating the blood. 
Negative:- I was not donating the blood. 
Interrogative: Were you donating the blood?
Neg.Interrogative : Weren't you donating the blood?

Present Perfect Tense:- 
কোন কাজ অতীতে হয়েছিল বুঝালে তাকে Past Perfect Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে এছিল,এছিলে,এছিলাম ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+had+Verb এর Past Participle +Object.
যেমনঃ
Positive : I had donated the blood. 
Negative:- I had not donated the blood. 
Interrogative: Had you donated the blood?
Neg.Interrogative : Hadn’t you donated the blood?


Past Perfect Continuous Tense:- 
কোন কাজ অতীতে শুরু হয়ে অতীতেই চলছিল বা হচ্ছিল বুঝালে তাকে Past Perfect Continuous Tense বলে।
বাংলা বাক্যে চিহ্নঃ- বাংলা ক্রিয়াপদের শেষে ছিল,ছিলে,ছিলাম+সময় ইত্যাদি হয়।
গঠন প্রণালিঃ- Sub+had been+Verb+ing+Object+time
যেমনঃ
Positive : I had been donating the blood for three years.
Negative:- I had not donating the blood for three years. 
Interrogative: Had you been donating the blood for three years? 
Neg.Interrogative : Hadn't you been donating the blood for three years?



No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post