ক, চোখ খ) কান গ, নাক ঘ, জিত
ক. শবণ প্রতিবন্ধীরা খ, দৃষ্টি প্রতিবন্ধীর গ, মানসিক প্রতিবন্ধীরা ঘ, শারীরিক প্রতিবন্ধীরা
ক, ১৫ কোটি লোক খ. ২০ কোটি লােক গ. ২৫ কোটি লােক ঘ, ৩০ কোটি লােক
ক, ৪র্থ খ, ৫ম গ, ৬৮ , ঘ) ৭ম
ক, ইন্দো-ইউরােপীয় , খ) আফ্রিকীয় গ) দ্রাবিড়ীয় ঘ, ইন্দো-ইরানীয়
ক) সংস্কৃত খ) , বাংলা গ. পালি ঘ. ক ও গ উভয়ই
ক, কেম খ, সংস্কৃত গ. পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ. দ্রাবিড়ীয়
ক, মহাভারতে খ, চর্যাপদে গ, বৈষ্ণব পদাবলিতে ঘ, মঙ্গলকাব্যে
ক. ব্রাহ্মী খ. মণিপুরি গ, বাংলা ঘ, কুটিল
ক, কেরালা খ, ওড়িশা গ. ত্রিপুরা ঘ, হরিয়ানা
ক, বাক্যতত্ত্ব খ, ব্যাকরণ গ, অর্থতত্ত্ব ঘ. রুপতত্ত্ব
ক, ১৫৫৩ খ, ১৭৪৩ গ. ১৭৭৮ ঘ, ১৯৪৮
ক, উইলিয়াম কেরি খ, রামমােহন রায় গ. হরপ্রসাদ শাস্ত্রী ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
ক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ. উইলিয়াম কেরি ঘ, রামমােহন রায়
ক, অক্ষর খ. শব্দ গ, বাক্য ঘ. ধ্বনি
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. অর্থতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
৭. শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলােচনা করে।
ক. ধ্বনিতত্ত্ব খ, রূপতত্ত্ব গ. অর্থতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
৮, নিচের কোনটি রূপতত্ত্বের আলােচ্য বিষয়?
ক. উপসর্গ খ, প্রতিশব্দ গ, অক্ষর ঘ, কারক
৯. বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলােচিত হয়?
ক. অর্থতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১০. যোজক আলােচনা করা হয় =
ক. ধ্বনিতত্ত্বে খ, রূপতত্ত্বে গ.অর্থতত্ত্বে। ঘ. বাক্যতত্ত্বে
ক. পাকস্থলী খ. ফুসফুস গ. পিত্তকোষ ঘ. যকৃৎ
২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?
ক. নাসারন্ধ্র খ. মুখবিবর গ. তালু ঘ. ক ও খ উভয়ই
৩. স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে –
ক. বলয় উপাস্থি খ. মুখবিবর গ. নাসারন্ধ্র ঘ. নাসিকা
৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি?
ক. দাঁত খ. মূর্ধা গ. দন্তমূল ঘ. জিভ
৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
ক. সামনে খ. পিছনে গ. উপরে ঘ. নিচে
৬. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় -
ক. নাক দিয়ে খ. কান দিয়ে গ. মুখ দিয়ে ঘ. স্বরযন্ত্র দিয়ে
ক. ৬ খ. ৭ গ. ১০ ঘ. ১১
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি গ. মৌলিকধ্বনি ঘ. যুগ্মধ্বনি
৩. ধ্বনির প্রতীককে বলা হয়
ক. শব্দ খ. বাক্য গ. বৰ্ণ ঘ. ভাষা
৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
ক. [অ] খ. [আ] গ. [ই] ঘ. [উ]
৫. ষ্ণ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
ক. ঞ ও ষ খ. ষ ও ঞ গ. ষ ও ণ ঘ. ণ ওষ
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়
ক. কারবর্ণ খ. অনুবর্ণ গ. ফলা ঘ. রেফ
৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম-
ক. কারবর্ণ খ. অনুবর্ণ গ. ফলা ঘ. রেফ
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
ক. স্বচ্ছ ও অস্বচ্ছ খ. কার ও ফলা গ. স্বচ্ছ ও যুক্ত ঘ. অস্বচ্ছ ও উন্মুক্ত
৯. বাংলা কারবর্ণের সংখ্যা –
ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
ক. ৭ খ. ৮ গ. ১০ ঘ. ১১
১১. বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষধ্বনি?
ক. প্রথম খ. দ্বিতীয়। গ. তৃতীয় ঘ. চতুর্থ
১২. কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক) হ খ) শ গ) ক ঘ) জ
১৩. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি খ. দশটি গ. আটটি ঘ. এগারোটি
১৪. কোনগুলো পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ই, ঈ, এ, অ্যা খ. উ, ঊ, ও, অ গ. আ, ই, ঈ ঘ. অ, উ, ঊ
১৫. খাঁটি বাংলা শব্দে ‘এ’ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। এর উদাহরণ কোনটি?
ক) হেন খ) খেংড়া গ) গেঁজেল ঘ) তেলাপোকা
১৬. ‘কৃষ্ণ’ শব্দে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ দুটি কী?
ক) ষ্+ঞ খ) ষ্+ণ. গ) ণ্+ষ ঘ) ণ্+ঞ
১৭. উচ্চারণের দিক দিয়ে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি?
ক) অ খ) ও গ) উ ঘ) ঐ
১৮. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. সংবৃত খ. বিবৃত গ. স্বাভাবিক ঘ. অবিবৃত
১৯. নিচের কোনটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?
ক) সে খ) একটি গ) কেশব ঘ) খেমটা
২০. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক) ষ + ন খ) ষ + ঞ গ) ষ + ণ ঘ) ষ + ঙ
২১.ব্যঞ্জনবর্ণের নিচে ‘হস্’ চিহ্ন দিয়ে লিখতে হয় কখন?
ক. হসন্ত বর্ণ হলে খ. ব্যঞ্জনের সঙ্গে স্বরধ্বনি সংযুক্ত না হলে
গ. উচ্চারণের সুবিধার জন্য. ঘ. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপ লিখতে
২২. কোন স্বরবর্ণটিকে স্বরবর্ণ বলা চলে না?
ক. অ খ. ঋ গ. ঔ ঘ. ঐ
ক. উচ্চতা খ. সম্মুখ গ. পশ্চাৎ ঘ. সবগুলোই সঠিক
২. ‘ঊ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান -
ক. উচ্চ-সম্মুখ খ. নিম্ন-সম্মুখ গ. উচ্চ-পশ্চাৎ ঘ. নিম্ন-পশ্চাৎ
৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
ক. সংবৃত খ. অর্ধ-সংবৃত গ. বিবৃত ঘ. অর্ধ-বিবৃত
৪. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক. হ্রস্বস্বর খ. দীর্ঘস্বর গ. অনুনাসিকতা ঘ. ব্যঞ্জনা
৬. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে –
ক. হ্রদ্বস্বর খ. অর্ধস্বর গ. দীর্ঘস্বর ঘ. পূর্ণস্বর
৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়
ক. স্বরধ্বনি খ. মৌলিক স্বরধ্বনি গ. স্বল্প স্বরধ্বনি ঘ. দ্বিস্বরধ্বনি
৮. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
ক. অ+ই খ. আ+ই গ. আ+ এ ঘ.আ+উ
ক. উচ্চারণ স্থান খ. উচ্চারণ প্রকৃতি গ. ধ্বনি সৃষ্টি ঘ. ধ্বনি প্রকৃতি
২. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট খ. জিভের ডগা গ. আলজিভ ঘ. দাঁত
৩. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন খ. দন্ত্য ব্যঞ্জন গ. দন্ত্যমূলীয় ব্যঞ্জন ঘ. মূর্ধন্য ব্যঞ্জন
৪. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক. শসা খ. ঘাস গ. কল ঘ. দল
৫. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. ল খ. ম গ. ন ঘ. থ
৬. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
ক. র খ. শ গ. ড় ঘ. ণ
৭. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ক. ব, ভ খ. ং, ঙ গ. চ, ছ ঘ. ত.দ
৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৯. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
ক. বড়ো খ. গাঢ় গ, চানাচুর ঘ. হঠাৎ
১০. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক. দন্ত্য খ. মূর্ধন্য গ. তালব্য ঘ. কণ্ঠ্য
ক. অশ্ব খ. পক্ক গ. বিশ্বাস ঘ. শ্বশুর
২. ‘অদ্য' শব্দের উচ্চারণ
ক. ওদ্দো খ. অদদো গ. অদদো ঘ. ওইদদো
৩. ‘ঋণ’-এর উচ্চারণ
ক. রিন্ খ. রিণ গ. ঋন্ ঘ. ঋণ
৪. কোন বর্ণটির নিজস্ব কোন ধ্বনি নেই?
ক. ক্ষ খ. গ গ. ত্ ঘ. ঞ
৫. ‘আ’ কখন অ্যা-এর মতো উচ্চারিত হয়,
ক. রাত খ. কাতুকুতু গ. জ্ঞান ঘ. একা
৬. ‘এ’ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ –
ক. একটি খ. এবার গ. দেশ ঘ. খেলা
ক. পদাণু খ. পদ গ. বাক্যাংশ ঘ. প্ৰকৃতি
২. পদের লগ্নক কত ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
ক. প্রত্যয় খ. বিভক্তি গ. বলক ঘ. উপসর্গ
৪. যেসব শব্দাংশ পদের যঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে?
ক. বলক খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. উপসর্গ
৫. কোনটি সাধিত শব্দ?
ক. গাছ খ. পরিচালক গ. মাছ ঘ. চাঁদ
৬. কোনটি মৌলিক শব্দ?
ক. চাঁদ খ. বন্ধুত্ব গ. প্রশাসন ঘ. দায়িত্ব
৭. শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
ক. প্রথমে খ. শেষে গ. মধ্যে ঘ. যে কোনো স্থানে
৮. কোনটি নির্দেশক?
ক. রা খ. পরি গ. টুকু ঘ. ই
৯. কোনটি লগ্নক নয়?
ক. প্রত্যয় খ. নির্দেশক গ. বলক ঘ. বচন
১০. ‘নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে' বাক্যে অলগ্নক পদ কোনটি?
ক. নৌকার খ. ছইয়ে গ. নীল ঘ. মাছরাঙাটি
ক. প্রবীণ খ. ভিখারি গ. বাবুয়ানা ঘ. সেলাই
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে 'না' উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক খ. নালায়েক গ. নাজুক ঘ. নাদাবি
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
ক. আখাম্বা খ. উপকূল গ. অনভিজ্ঞ ঘ. আরক্ত
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো খ. উপ গ. টা ঘ. ও
৫. 'পাতি'- উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা যায়?
ক. ছোট খ. বিপরীত গ. নিম্ন ঘ. শূন্য
১. উপসর্গের প্রভাবে শব্দের কয় ধরনের পরিবর্তন
ঘটে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২. কয়টি উপসর্গ বাংল ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
৩. অঘারাম বাস করে আজও পাড়াগাঁয়ে - এখানে 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি৷ খ) খাঁটি বাংলা৷ গ) তৎসম ঘ) অজ্ঞাতবাস
৪. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
ক) ফারসি খ) উর্দু গ) আরবি ঘ) হিন্দি
৫. ‘রামছাগল’ শব্দের ব্যবহূত ‘রাম’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. নিন্দনীয় খ. উৎকৃষ্ট গ. কম ঘ. নিকৃষ্ট
৬. মা বলিতে প্রাণ করে আনচান "- 'আনচান ' কোন উপসর্গ যোগে গঠিত হয়?
ক) বাংলা খ) সংস্কৃতি গ) হিন্দি ঘ) বিদেশি
৭. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
ক) প্রহার। খ) খাসকামরা গ) আগ্রহ ঘ) উপকার
৮. পরাকাষ্ঠা শব্দের 'পরা '- উপসর্গ কী অর্থে ব্যাবহার হয়েছে?
ক) সম্যক খ) আতিশয্য গ) অভাব ঘ) অল্পতা
৯. ‘খ্যাতি’ অর্থে ‘প্র’ উপসর্গের ব্যবহার কোনটিতে হয়েছে?
ক) প্রভাব খ) প্রস্ফুটিত. গ) প্রসার ঘ) প্রচার
১০. ‘সাব-জজ’ শব্দটিতে ‘সাব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রধান অর্থে খ) অধীন অর্থে গ) পূর্ণ অর্থে ঘ) বিশেষ অর্থে
১১. 'নিদাঘ '- শব্দে 'নি' উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?
ক. গতি অর্থে খ. উত্তম অর্থে গ. নিষেধ অর্থে ঘ. নিশ্চয় অর্থে
১২. কোনটি আরবি উপসর্গ?
ক. না খ. লা গ. কম ঘ. আ
ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয় গ. কৃদন্ত শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ
২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. মৌলিক শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ
৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
ক. খেলনা খ. নাগর গ. গমন ঘ. পড়া
৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
ক. প্রত্যয় খ. উপসর্গ গ. শব্দ ঘ. বচন
৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
ক. ভাজি খ. বিবাহিত গ. দৈনিক ঘ. পাগলামি
৬. নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত?
ক. ঘরোয়া খ. লাগোয়া গ. পড়ুয়া ঘ. বাড়িওয়ালা
৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
ক. গেঁয়ো খ. কানাই গ. চোরা ঘ. বেতো
ক. নতুন শব্দ খ. নতুন বাক্য গ. নতুন বর্ণ ঘ. নতুন ধ্বনি
২. সমাসবদ্ধ পদকে বলে –
ক. সমস্তপদ খ. সমস্যমান পদ গ.পূর্বপদ ঘ. পরপদ
৩. ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?
ক. পূর্বপদ খ. পরপদ গ. সমস্তপদ ঘ. সমস্যমান পদ
৪. ‘পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন' – এই বাক্যে সময়সূচি কোন পদ?
ক. সমস্তপদ খ. পরপদ গ. পূর্বপদ ঘ. সমস্যমান পদ
৫. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৬ . নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. খাসজমি খ. নয়-ছয় গ. কনকচাঁপা ঘ. ত্রিফলা
৭. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. হাতঘড়ি খ. চোখে-মুখে গ. সেতার ঘ. তেলেভাজা
৮. নিচের কোনটির ব্যাসবাক্যে 'যে' যোজক রয়েছে?
ক. বেগুনভাজা খ. ত্রিফলা গ. ঘরজামাই ঘ. হাতঘড়ি
৯. মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?
ক. চৌরাস্তা খ. ঘিভাত গ. চালাকচতুর ঘ. টাকমাথা
১০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চাঁদমুখ খ. শশব্যস্ত গ. বিষাদসিন্ধু ঘ. হাতঘড়ি
১১. নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?
ক. মনমাঝি খ. কাজলকালো গ. তুষারশুভ্র ঘ. চৌরাস্তা
১২. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
ক. ছেলে-ভুলানো খ. তেলেভাজা গ. গরুরগাড়ি ঘ. হাতে কাটা
১৩. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. গ্রামছাড়া খ. গাছপাকা গ. ধানক্ষেত ঘ. গরুরগাড়ি
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
ক. দ্বিগু সমাস খ. তৎপুরুষ সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস
১৫. যে বহুব্রীহি সমাসে সমস্তপদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কী বলে?
ক. সংখ্যাবাচক বহুব্রীহি খ. ব্যতিহার বহুব্রীহি
গ. পদলোপী বহুব্রীহি ঘ. অলুক বহুব্রীহি
৬.যে পদে সমাস হয় তাদের
প্রত্যেকটির নাম কী?
ক) সমস্যামান পদ খ) ব্যাসবাক্য। গ) সমাসবাক্য ঘ) সমস্তপদ
৭. কোনটি পরপদ প্রধান সমাস?
ক) কর্মধারয় খ) অব্যয়ীভাব গ) দ্বন্দ্ব। ঘ) বহুব্রীহি
২৯. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক) পরপদ৷ খ) পূর্বপদ৷ গ) উভয় পদ ঘ) কোনোটিই নয়
৯।পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়?
ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ। গ) কর্মধারয় ঘ) দ্বিগু
৭. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
ক) অলুক তৎপুরুষ খ) উপপদ তৎপুরুষ গ) কৃৎ- তৎপুরুষ ঘ) নঞ তৎপুরুষ
১৪। সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
(ক) কথাসর্বস্ব (খ) পীতাম্বর. (গ) চুলাচুলি (ঘ) মাথায় ছাতা
৯. উপমান কর্মধারয় সমাসে কী থাকে না?
ক. সাধারণ ধর্ম খ. উপমেয়। গ. অভিন্নতা ঘ. ন্যায়
২০. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
ক. তেপায়া খ. দোলনা গ. চৌচালা ঘ. পঞ্চভূত
৩০. গায়ে হলুদ দেয়া হয়েছে যে অনুষ্ঠানে - গায়েহলুদ কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ৷ খ) অব্যয়ীভাব৷ গ) বহুব্রীহি৷ ঘ) কর্মধারয়।
৩০। ‘অরুণরাঙা’—কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) রূপক কর্মধারয় খ) উপমিত কর্মধারয় গ) বহুব্রীহি ঘ) উপমান কর্মধারয়
৩৫.উদ্বেল ' - কী অর্থে অব্যয়ীভাব সমাস?
ক) আবেগ অর্থে খ) অতিক্রান্ত অর্থে গ) বীপ্সা অর্থে ঘ) সামীপ্য অর্থে
৮. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক)মুখচন্দ্র খ) ক্রোধানল গ) কাজলকালো ঘ) মনমাঝি
১০. ছাগদুগ্ধ ' - এর ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ। খ) ছাগ ও দুগ্ধ গ) ছাগী হতে দুগ্ধ ঘ) ছাগীর দুগ্ধ
১১.উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
ক) পকেটমার খ) গৃহান্তর গ) প্রভাত ঘ) আরক্তিম
১৩.উপসর্গ যোগে গঠিত হয় -
ক) প্রাদি সমাস। খ) রূপক কর্মধারয় গ) নিত্য সমাস ঘ) উপমিত কর্মধারয়
৮. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক)মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ)
কাজলকালো ঘ) মনমাঝি
৫। ‘চৌচালা’—সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) মধ্যপদলোপী কর্মধারয় খ) সংখ্যাবাচক
বহুব্রীহি গ) দ্বিগু সমাস।
ঘ) তৎপুরুষ সমাস
৫। ‘দশানন’—কোন সমাসের উদাহরণ?
ক) সংখ্যাবাচক বহুব্রীহি খ) নিত্য সমাস। গ) অব্যয়ী ভাব ঘ) দ্বিগু
১৪.কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক) সেতার।
খ) বেতার গ) দেশান্তর / গ্রামান্তর ঘ) সহোদর
১০। কোনটি নিত্য সমাস?
ক. দর্শনমাত্র
খ. অনুতাপ।
গ. উপকূল
ঘ. পীতাম্বর
২৯। কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের সমস্তপদ?
ক) দ্বিপ খ) দীপ গ) দ্বীপ ঘ) দিপ
ক. একত্রীকরণ খ. সন্নিবেশ গ. সমাস ঘ. সন্ধি
২. অ/আ + অ/আ = আ সূত্রের উদাহরণ কোনটি?
ক. উত্তরাধিকার খ. জনৈক গ. অতীন্দ্রিয় ঘ. নাবিক
৩. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গসন্ধি ঘ. স্বর-ব্যঞ্জন সন্ধি
৪. গো + আদি = গবাদি – কোন সূত্রে সিদ্ধ?
ক. ও + অন্য স্বর = অব্ + স্বর খ. এ + অন্য স্বর= অয়্ + স্বর
গ. ঋ + অন্য স্বর = র্ + স্বর ঘ. উ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর
৫. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৬. ‘পরিচ্ছেদ’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
ক. স্বর + স্বর খ. স্বর + ব্যঞ্জন গ. ব্যঞ্জন + ব্যঞ্জন ঘ. ব্যঞ্জন + স্বর
৭.নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ?
ক. সন্ধ্যা খ. উজ্জ্বল গ. বিপদমূলক ঘ. চলচ্চিত্র
৮. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. ষষ্ঠ খ. সম্মান গ. স্বচ্ছ ঘ. . মনোযোগ
৯. নিচের কোনটিতে বিসর্গ 'ও' হয়ে গেছে?
ক. নীরোগ খ. আরোগ্য গ. তিরোধান ঘ. ভৌগোলিক
১০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক. নায়ক খ. পিত্রালয় গ. শুভেচ্ছা ঘ. একাদশ
পরিচ্ছেদ - ১৪ (শব্দ দ্বিত্ত)
১. অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে
ক) শব্দ পরিবর্তন খ) শব্দদ্বিত্ব গ) শব্দ গঠন ঘ) শব্দ প্রয়োগ
২. শব্দদ্বিত্ব কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৩. পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কী বলে?
ক) অনুকার দ্বিত্ব খ) পুনরাবৃত্ত দ্বিত্ব গ) গ) ধ্বন্যাত্মক দ্বিত্ব ঘ) পদদ্বিত্ব
৪. কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
ক) অনুকার দ্বিত্বে খ) পুনরাবৃত্ত দ্বিত্বে গ) ঋনাত্মক দ্বিত্বে ঘ) ক ও খ উভয়ই
৫. কোনটি ধ্বনাত্মক দ্বিত্বের উদাহরণ?
ক) চুপচাপ খ) সুরে সুরে গ) চোখে চোখে ঘ) ঢং ঢং
৬. বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
ক) ঝাঁকে ঝাঁকে খ) হায় হায় গ) ঘুম ঘুম ঘ) কত কত
৭. নিচের কোন ধ্বনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে?
ক) খপাখপ খ) থকথকে গ) ভট ভট ঘ) মজায় মজায়
৮. বিভক্তিহীন পুনরাবৃত্ত শব্দদ্বিত্ব কোনটি?
ক) ঝাঁকে ঝাঁকে খ) গরম গরম গ) পথে পথে ঘ) মনে মনে
------------------------
১. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি?
ক) উড়ু উড়ু খ) কে কে গ) উচাঁয় নিচায়। ঘ) ঢং ঢং
২। কোনটি বিপরীতার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে?
ক) বড় বড় খ) খোঁজখবর গ) দেনা-পাওনা ঘ) রকম-সকম
৩। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’—এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন
পদরূপে ব্যবহূত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ
৪. "দেখেছ তার কবি কবি ভাব"- এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহার
হয়েছে?
ক) আধিক্য। খ) সামান্য। গ) আতিশয্য। ঘ) ধারাবাহিকতা
৫। চিকচিক করে বালি কোথা নেই কাদা"- এখানে দ্বিরুক্তি শব্দটি কোন পদ রুপে
ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্যের বিশেষণ। খ) অব্যয়ের বিশেষণ।
গ) ক্রিয়া বিশেষণ। ঘ) বিশেষণের বিশেষণ
৬। বিশিষ্টার্থক বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ কোনটি?
ক) লোকটা হাড়ে হাড়ে শয়তান. খ) ভয়ে ভয়ে এগিয়ে গেলাম
গ) ঝির ঝির বাতাস বইছে ঘ) সে সে লোক কোথায় গেল?
৭। সামান্যতা বোঝাতে নিচের কোন দ্বিরুক্তিটি হয়েছে?
ক) আজ আমি জ্বর জ্বর বোধ করছি খ) তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ
গ) তার সঙ্গী সাথী কেউ নেই। ঘ) ও দাদা দাদা বলে কাঁদছে
পরিচ্ছেদ - ১৫(নরবাচক ও নারীবাচক শব্দ)
১. বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কী?
ক) বচন খ) নির্দেশক গ) বলক ঘ) লিঙ্গ
২. নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক?
ক) সন্তান খ) ভেড়ি গ) ছাত্র ঘ) ঘর
৩. ‘ক্লীব লিঙ্গ’ শব্দ কোনটি?
ক) গাড়ি খ) মন্ত্ৰী গ) মানুষ ঘ) পাখি
৪. কোন শব্দটি অপত্নীবাচক?
ক) মাতা খ) দাদি গ) চাচি ঘ) শিক্ষিকা
৫. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
ক) কৃতদার খ) ছেলে গ) নেতা ঘ) বাবা
৬. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ?
ক) শিক্ষিকা খ) জেলেনি গ) মেয়ে ঘ) সতীন
৭. ‘-অক’ প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে ‘-অক’ এর জায়গায় কী হয়?
ক) -একা খ) -ওকা গ) -ইকা ঘ) –আকা
৮. নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?
ক) বেগম খ) ভাইঝি গ) ছেলে বউ ঘ) গায়িকা
পরিচ্ছেদ-১৬(সংখ্যাবাচক শব্দ)
সঠিক উত্তরে টিক চিহ্ন (1) দাও।
১. নিচের
কোনটি সংখ্যাবর্ণ?
ক. পাঁচ খ. ৩ গ. আড়াই ঘ. ৪ঠা
২. নিচের
কোনটি সংখ্যাশব্দ?
ক. বারো খ. ২৩৩ গ. দুজন ঘ. একাকী
৩. একের পর
এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কী বলে?
ক. ক্রমবাচক খ. পূরণবাচক গ. সংখ্যাবাচক ঘ. তারিখবাচক
৪. নিচের কোনটি
পূরণবাচক সংখ্যাশব্দ?
ক. পহেলা খ. সাত গ. সতেরো ঘ. দ্বি
৫. নিচের
কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ নয়?
ক. উনিশে খ. আড়াই গ. আশি ঘ. তেহাই
৬. সাধারণ
পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে?
ক. দশমী খ. ষোড়শ গ. আটাশে ঘ. ষোলই
৭.
পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কী ধরনের পূরণবাচক হয়?
ক. গুণিতক
পূরণবাচক খ. ভগ্নাংশ
পূরণবাচক গ. তারিখ পূরণবাচক ঘ. সাধারণ
পূরণবাচক
----------------------------------------------------------------------------------------------------------------
৮.
পূরণবাচক সংখ্যার উদাহরণ কোনটি?
ক)
তেরো খ)
তেরোই গ)
ত্রয়োদশ ঘ) ১৩
৯.
সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে?
ক) দশমী খ) ষোড়শ গ)
আটাশে ঘ)
ষোলোই
১০.
পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কী ধরনের পূরণবাচক হয়?
ক)
গুণিতক পূরণবাচক খ) ভগ্নাংশ
পুরণবাচক গ) তারিখ পুরণবাচক ঘ) সাধারণ পূরণবাচক
১১.
যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক)
সাংখ্য শব্দ খ)
সংখ্যাবাচক শব্দ গ) শব্দের সংখ্যা ঘ) সাংখ্যপদ
১২.
একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলোকে কী বলে?
ক)
ক্রমবাচক সংখ্যাশব্দ খ) পূরণবাচক সংখ্যাশব্দ গ) তারিখবাচক
সংখ্যাশব্দ ঘ) ভগ্নাংশ পূরণবাচক
১৩.
নিচের কোনটি 'দুই' সংখ্যাশব্দের প্রতিশব্দ
নয়?
ক)
দ্বি খ) দু গ) দি ঘ) দো
১৪.
কোন সংখ্যাশব্দের প্রতিশব্দ ‘তে’?
ক)
তেত্রিশ খ)
তেইশ গ)
তেরো ঘ)
তিন
১৫.
কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণ বোঝায় কোন ধরনের সংখ্যাশব্দ?
ক)
পূরণবাচক খ)
ক্রমবাচক গ)
তারিখবাচক ঘ) ভগ্নাংশবাচক
১৬.
পূরণবাচক সংখ্যাশব্দ কত প্রকার?
ক)
দুই খ)
তিন গ)
চার ঘ)
পাঁচ
১৭.
নিচের কোনটি ক্রমবাচক সংখ্যাশব্দ?
ক)
১১তম খ)
২রা গ)
পঞ্চমী ঘ) ২০
১৮.
ভগ্নাংশ পূরণবাচক সংখ্যাশব্দ কোনটি?
ক)
চতুৰ্থী খ)
২৬শে গ)
সোয়া ঘ)
একাদশ
১৯.
কোন সংখ্যাগুলোর পূর্ণ ও সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যাশব্দ দুই রকম?
ক)
১ থেকে ১০ খ) ১১ থেকে ১৮ গ) ১১ থেকে
১৯ ঘ) ১ থেকে ৯৯
২০.
কোন সংখ্যাগুলোর সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু ‘তম' প্রত্যয়
যোগ হয়?
ক)
১ থেকে ১৯ খ) ১১
থেকে ৪৯ গ) ১১ থেকে ৯৯ ঘ) ১৯ থেকে ৯৯
২১.
নারীবাচক রূপের ব্যবহার আছে কোন ধরনের সংখ্যাশব্দে?
ক)
পূরণবাচক খ)
তারিখবাচক গ)
ক্রমবাচক ঘ) ভগ্নাংশবাচক
২২.
'আড়াই কেজি চাল দিন।'- এ বাক্যে কোন ধরনের
সংখ্যাশব্দ ব্যবহৃত হয়েছে?
ক)
তারিখ পূরণবাচক খ)
সাধারণ পূরণবাচক গ. ভগ্নাংশ পূরণবাচক ঘ) ক্রমবাচক
২৩.
এক এককের চার ভাগের একভাগকে বলা হয়—
ক)
চৌথা খ)
তেহাই গ)
আধা ঘ) পৌনে
২. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. গ্ৰহ খ. কুড়ি গ. কলম ঘ. পাখি
৩. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?
ক. তদ্ভব খ. দেশি গ. তৎসম ঘ. বিদেশি
৪. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা
ক. প্রত্যয় ও বিভক্তি খ. ধ্বনি ও বর্ণ গ. মৌলিক ও সাধিত ঘ. তৎসম ও তদ্ভব
৫. পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
ক. পাঁচ খ. সাত গ. আট ঘ. দশ
৬. কোনটি পদের নাম নয়?
ক. আবেগ খ. অনুসর্গ গ. যোজক ঘ. পদাণু
ক. বিশেষ্য খ. অনুসর্গ গ. যোজক ঘ. সর্বনাম
২. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে বলে
ক. বস্তু-বিশেষ্য খ. সমষ্টি-বিশেষ্য
গ. গুণ-বিশেষ্য ঘ. ক্রিয়া-বিশেষ্য
৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক. সৃষ্টিনাম খ. কালনাম গ. স্থাননাম ঘ. ব্যক্তিনাম
৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?
ক. আকাশ খ. নদী গ. পদ্মা ঘ. হিমালয়
৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?
ক. পরিবার ও মিছিল খ. নদী ও সাগর গ. সঞ্চিতা ও ইত্তেফাক ঘ. আকাশ ও বই
৬. গুণ-বিশেষ্য কোনটি?
ক. সাগর খ. সততা গ. ভোজন ঘ. বাহিনী
৭. নিচের কোনটি কালনাম শ্রেণির বিশেষ্য?
ক. বৈশাখ খ. হিমালয় গ. আকাশ ঘ. পবন
ক. সর্বনাম খ. বিশেষণ গ. অনুসর্গ ঘ. ক্রিয়া
২. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ খ. ছয় গ. নয় ঘ. এগারো
৩. নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম?
ক. একজন খ. উনি গ. স্বয়ং ঘ. আমি
৪. কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়?
ক. ব্যক্তিবাচক খ. আত্মবাচক গ. নির্দেশক ঘ. অনির্দিষ্ট
৫. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
ক. অন্য খ. এ গ. যে-সে ঘ. পরস্পর
৬. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়?
ক. অনির্দিষ্ট খ. আত্মবাচক গ. অন্যবাচক
ঘ. সফলবাচক
৭. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে?
ক. সাপেক্ষ সর্বনাম খ. অনির্দিষ্ট সর্বনাম
গ. আত্মবাচক সর্বনাম ঘ. নির্দেশক সর্বনাম
ক. বিশেষ্য ও বিশেষণ খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষণ ও ক্রিয়া বিশেষণ ঘ. বিশেষণ ও অনুসর্গ
২. 'সবুজ মাঠের পরে আমাদের গ্রাম,- বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?
ক. মাঠের খ. আমাদের গ. সবুজ ঘ. পরে
৩. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি?
ক. লাল খ. আধা গ. পাথুরে ঘ. এক
৪. 'চলন্ত ট্রেন থেকে লাফ দিওনা'- বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ?
ক. অবস্থাবাচক খ. উপাদানবাচক গ. গুণবাচক ঘ. ভাববাচক
৫. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে?
ক. খুব ভালো খবর খ. লোকটা পাগল গ. আধা কেজি চাল ঘ. কতক্ষণ সময়
৬. 'তৃতীয় '- কোন জাতীয় বিশেষণ?
ক. পূরণবাচক খ. পরিমাণবাচক গ. ক্রমবাচক ঘ. গুণবাচক।
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. যােজক
ক. প্রত্যয় খ. অনুসর্গ গ. বিভক্তি ঘ, উপসর্গ
ক. পুরুষ ভেদে খ, কাল ভেদে গ, বচন ভেদে ঘ, ক ও খ উভয়ই
ক, সে গান করে আনন্দ পায় খ, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
ক, শর্ত খ . ভূত গ. ভাবী ঘ, সবগুলােই
ক, সে বই পড়ছে গ. তিনি আমাকে বই দিলেন
ক. সরল ক্রিয়া খ. প্রযােজক ক্রিয়া গ, নাম ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া।
ক, সংযােগ ক্রিয়া খ. নাম ক্রিয়া গ, সরল ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
ক, এগিয়ে চলা খ, উদয় হওয়া গ. ডিগবাজি খাওয়া ঘ. বৃদ্ধি পাওয়া
ক, চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে। খ. পাখিটা ছটফটাচ্ছে।
ক. ক্রিয়া-বিশেষ্য খ. ক্রিয়াবিশেষণ গ. গুণ-বিশেষ্য ঘ. অনুসর্গ
২. কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ?
ক. তিনি এখানে এসেছিলেন।
খ. ছেলেটি দ্রুত দৌড়ায়।
গ. গতকাল তিনি ঘুরে গিয়েছেন।
ঘ. একটু ঘুরে আসুন না!
৩. ‘মিছিলটি সামনে এগিয়ে যায়'- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
ক. ধরনবাচক খ. কালবাচক গ. স্থানবাচক ঘ. পদাণু
৪. 'কি', 'যে', 'বা', 'তো' প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক. স্থানবাচক খ. পদাণু গ. কালবাচক ঘ. ধরনবাচক
৫. নিচের কোনটি একপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?
ক. জোরে খ. ভয়ে ভয়ে গ. মরতে মরতে ঘ. যায় যায়
No comments:
Post a Comment