★দেওয়ানী কার্যবিধি ১৯০৮সালের ৫নং আইন।
মোট ১৫৮টি ধারা, ৫১টি আদেশ আছে এবং মোট তফসিল আছে ৫ টি।
★১৯০৮সালের ৫ নং আইনের পূর্বে ৩টি কোড ছিল।
★এটি একটি মূল আইন এবং পদ্ধতি গত আইন।
★১৯০৮সালের দেওয়ানী কার্যবিধি পাশ হওয়ার আগে মোট ধারা ছিল ৬৫৩ টি।
★দেওয়ানী কার্যবিধির সর্বোচ্চ বিধি সংবলিত আদেশ ২১ এবং সর্বনিম্ন বিধি সংবলিত আদেশ হল ৪২ এবং ৫০।
★২০০৩ সালে দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা সংশোধনের মাধ্যমে জেলা জজকে রিভিশন এর ক্ষমতা দেওয়া হয়েছে।
★দেওয়ানী আদালত প্রতিষ্টিত হয় Cvil courts act 1887।
★সাক্ষীর প্রতি সমনের কথা বলা আছে ৩১ ধারায়।
★চুড়ান্ত শুনানি নির্ধারণ হওয়ার ১২০ দিনের মধ্যেই আদালত শুনানী শেষ করবেন।
★যে কোন পক্ষের অনুরোধ ক্রমে আপীল আদালত আপীলের শুনানি ৩ বার মূলতবী করতে পারবে।
★মোকাদ্দমা ব্যয়ের উপর অনাধীক ৬%সুদ দেওয়ার নির্দেশ দিতে পারে।
★আরজি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর হলে রিভিশন করতে হবে।
★অনুসন্ধান ২প্রকার।
★বিচার্য বিষয়/মূলতবী কথা বলা আছে ১৪ নং /১৭নং আদেশে।
★মূল মোকদ্দমার পক্ষ না হলে ৯৬ধারা অনুযায়ী আপীল করা যায় না।
★কমিশন কতৃক সরেজমিনে তদন্ত রিপোর্ট দেওয়ার সর্বোচ্চ সময় ৩মাস।
★কমিশন কতৃক আদালতে দাখিল কৃত স্থানীয় তদন্ত রিপোর্ট মোকদ্দমার অংশ হিসাবে গন্য হবে।
★দেওয়ানী মামলায় সর্বোচ্চ ২০০০টাকা পর্যন্ত Adjournment cost দেওয়া যেতে পারে।
★দেওয়ানী মামলায় ডিক্রি জারী মূলে কোন সম্পত্তির নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে ১৫দিনের মধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হবে।
★মোকাদ্দমার অ্যবেইটমেন্ট আদেশ সরাসরি বাতিল করার জন্য আদালত একজন দরখাস্তকরীকে সর্বোচ্চ ৩০০০টাকা পরিশেষের নির্দেশ দিতে পারেন।
★সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন জড়িত মোকদ্দমা সম্পর্কে বলা আছে দেওয়ানী কার্যবিধি ২৭এ আদেশে।
★ডিক্রিজারী ৩৬-৭৪ ধারা এবং ২১ নং আদেশে।
★আপীল এর কথা বলা আছে ৯৬-১১২ধারা এবং ৪১-৪৫ নং আদেশে।
★রিভিউর কথা বলা আছে ১১৪ধারা এবং ৪৭আদেশে।
★রিভিশনের কথা বলা আছে ১১৫ ধারাতে।
★রেফারেন্স এর কথা বলা আছে ১১৩ ধারা এবং ৪৬আদেশে।
----------------------------------------------------------------------
১| সমন বিনা জারিতে ফেরত আসলে ১ মাসের মধ্যে নতুন সমন জারি করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হবে। ৯ আদেশ ৫ বিধি।
২| একতরফা ডিক্রি রদের জন্য সরাসরি আবেদন করলে আদালতে কত টাকা জমা দিতে হয়।৩০০০ টাকা। ৯ আদেশ ১৩ক বিধি।
৩| একতরফা ডিক্রির আবেদন নামঞ্জুর করে আদেশ দিলে প্রতিকার আপীল ৪৩ আদেশ ১ বিধি।
৪| একতরফা ডিক্রি রদের আবেদন কত দিনের মধ্যে ৩০ দিনের মধ্যে ১৬৪ অনুচ্ছেদ।
৫| বাদীর দোষের কারণে মোকদ্দমা খারিজ হলে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবেনা। ৯ আদেশ ৮ বিধি।
৬| মোকদ্দমা খারিজ আদেশ রদের জন্য সরাসরি আবেদন করতে পারে ৩০ দিনের মধ্যে সাথে ১০০০ টাকা খরচ দিতে হবে।
৯ আদেশ ৯ক বিধি।
৭| চুড়ান্ত শুনানির পূর্বে আদালত প্রত্যেক পক্ষকে খরচ ছাড়া মুলতবি মন্জুর করতে পারে এবং খরচসহ তিনটি মুলতবি মন্জুর করতে পারে। ১৭ আদেশ ১(৩) বিধি।
৮| মোকদ্দমা মুলতবি খরচ সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা।
৯| মোকদ্দমা মুলতবি খরচ প্রদানের ব্যর্থতার কারণে খারিজ বা একতরফা ডিক্রি হলে ৩০ দিনের মধ্যে ২০০০ টাকা খরচ দিয়ে আবেদন করতে হবে।
১০| মোকদ্দমা চুড়ান্ত শুনানির দিন ধার্য হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে শুনানির কাজ শেষ করবেন। ১৮ আদেশ ১৯ বিধি।
১১| মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণের পর ১২০ দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন ধার্য করবেন। ১৪ আদেশ ৮ বিধি।
১২| মোকদ্দমা শুনানি শেষে রায় ঘোষণা করবেন ৭ দিনের মধ্যে। ২০ আদেশ ১ বিধি।
১৩| রায় ঘোষণার পর ৭ দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করবেন। ২০ আদেশ ৫ক বিধি।
৩. দেওয়ানী কার্যবিধি কোন ধরনের আইন?--------- পদ্ধতিগত আইন।
৪. একাটি দেওয়ানী মামলা শুরু হয কিভাবে? ------আরজি দাখিলের মাধ্যমে।
৫. দেওয়ানী কার্যবিধি কবে থেকে কার্যকর হয়? -----১লা জানুয়ারী ১৯০৯।
৬. দেওয়ানী কার্যবিধির ধারার সংখ্যা?--------১৫৮টি।
৭. কোন মামলাটি দেওয়ানী মামলা বল বিবেচিত হবে? -------সকল প্রকার স্বত্বের মামলা।
৮. ডিক্রি কত ধরনের হয়?-------২ ধরনের।
৯. ডিক্রিতে কি উল্লেখ থাকে?--------পক্ষগণের অধিকার।
১০. দেওয়ানী কার্যবিধিতে কয়টি আদেশ রয়েছে?----------৫১ টি।
১১. দেওয়ানী কার্যবিধির ৯ নং ধারায় কি উল্লেখ আছে?--------আদালতের সাধারণ এখতিয়ার।
১৩. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় ডিক্রি এর সংজ্ঞা দেয়া হয়েছে? --------২(২) ধারায়।
১৪. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় আদেশ এর সংজ্ঞা দেয়া হয়েছে? ------২(১৪) ধারায়।
১৫. রেস জুডিকাটা কত ধারায় বলা হয়েছে? ---------১১ নং ধারায়?
১৬. দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় বিধি এর সংজ্ঞা দেয়া হয়েছে?------২(১৮) ধারায়।
১৭. রেস সাব জুডিস কত ধারায় বলা হয়েছে?----- ১ ০ ধারায়।
১৮. এক আদালতে একই পক্ষদ্বয়ের মাঝে যে মামলা চলমান সেই বিষয়ে অন্য আদালতে একই
পক্ষদ্বয়ের মামলা চলবেনা। এমন নীতি কত ধরায় উল্লেখ আছে? --------১০ ধারায়।
১৯. পুনরায় মামলা করার বাধা প্রদান করা হয়েছে কোন ধারায়?-------- ১২ ধারায়।
২০. দেওয়ানাী কার্যবিধি অনুসারে অস্থাবর সম্পত্তি নিম্নের কোনটিকে অর্ন্তভূক্ত করে?-----বাড়ন্ত ফসল।
২১. রায় বলতে কী বোঝায়? -----আদেশ।
২২. দেওয়ানী আদালতের এমন কোন সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা কোন ডিক্রি নয় তা কী বলে
বিবেচিত হবে?----------আদেশ।
২৩. আদালতে পক্ষগণের মাঝে যে বিষয়টি চুড়ান্ত ভাবে একবার নিস্পত্তি করা হয়েছে। সেই একই বিষয় নিয়ে একই পক্ষগণের মাঝে পুনরায় মামলা করা যাবে না এই নীতিটি কত নং ধারায় বলা হয়েছে? ------------১১ নং ধারায়।
২৪. রহিম একজন ব্যবসায়ী সে করিমের বিরুদ্ধে স্বত্ত্বের মামলা করে তার পক্ষে রায় পায় এবং একই বিষয়ে করিমের বিরুদ্ধে দখল পুনরূদ্ধোরের মামলাকরে। তবে নিচের কোনটি সত্য?
মামলাটি চলতে কোন বাধা নেই।
২৫. দেওয়ানী মামলা কোথায় করতে হবে এ সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় উল্লেখ
আছে? ----------------১৫ ধারায়।
২৬. দেওয়ানী কার্যবিধির ১৫ নং ধারা অনুযায়ী প্রতিটি সিভিল মামলা করতে হবে?
----যোগ্য সর্বনিম্ন আদালতে।
২৭. দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হবে এটি কোন ধারায় বলা হয়েছে ?
১৫-২০ ধারায়।
২৮. মানহানীর মামলা দায়ের সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায়?
১৯ নং ধারায়।
২৯. যখন কোন ব্যক্তি স্থায়ী নিবাস এক জায়গায় এবং অস্থায়ী ভাবে অন্য জায়গায় থাকে তখন ধরে নেওয়া হবে যে?
সে উভয় জায়গার বাসিন্দা।
৩০. যখন কোন ব্যক্তি স্থায়ী নিবাস এক জায়গায় এবং অস্থায়ী ভাবে অন্য জায়গায় থাকে তখন ধরে নেওয়া হবে যে? সে উভয় জায়গার বাসিন্দা এটি কত ধারায়?
২০ ধারায়।
৩১. দেওয়ানী কার্যবিধির ১৫ নং ধারা মতে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের কোন মামলা নিম্নোক্ত কোন আদালতে করতে হবে? সিনিয়র সহকারী জজ আদালতে।
৩২. একই এখতিয়ার আছে এমন এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করার বিষয়ে নিম্নের কোন ধারায় আলোচনা করেছে?
২২ ধারায়।
৩৩. যখন কোন স্থাবর সম্পত্তি একাধিক দেওয়ানী আদালতের এখতিয়ারের মধ্যে চলে আসে। তখন সংশ্লিষ্ট যে কোন আদালতে মামলা দায়ের করলেই হবে এটা কোন ধারায় বলা হয়েছে?
১৭ ধারায়।
৩৪. দেওয়ানী কার্যবিধির কত ধারা বলে হাইকোর্ট অথবা জেলা জজ আদালত কোন মামলা হস্তান্তর অথবা প্রত্যাখ্যান করতে পারে? ধারা ২৪।
৩৫. ধারা ২৪ অনুসারে কোন কোর্ট সিভিল মামলা হস্তান্তর করবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে? হাইকোর্ট ডিভিশন ও জেলা জজকোর্ট।
৩৬. কোন আদালতের মামলা হস্থান্তরের ক্ষমতা নেই ?
সিনিয়র সহকারী জজ আদালত।
৩৭. প্রতিটি দেওয়ানী মামলাই আরজি দাখিলের মাধ্যমে সূচনা করতে হবে এমন বিধান কোন ধারা মতে?
ধারা ২৬।
৩৮. একটি ডিক্রি সম্পাদনের ক্ষমতা আছে নিম্নের কোন আদালতের?
ডিক্রি প্রদানকারী এবং যে আদালতে ডিক্রি কার্যকর করার জন্য পাঠানো হয়েছে সেই আদালতের।
৩৯. ডিক্রি কার্যকর সম্পর্কিত বিধানটি দেওয়ানী কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?
৩৮ ধারায়।
৪০. কতগুলো শর্ত পূরণের ভিত্তিতে ডিক্রি হোল্ডার একটি মামলার ডিক্রি কার্যকর করার জন্য উক্ত মামলা হস্তান্তর করার আবেদন করতে পারেন, এই বিধান দেওয়ানী কার্যবিধির কত নং ধারায় বলা আছে?
৩৯ ধারায়।
৪১. আদালত নিজ ইচ্ছায়
স্ব-প্রনোদিত হয়ে ডিক্রি কার্যকর কারার জন্য মামলা অধীনস্থ এখতিয়ার সম্পন্ন কোন আদালতে প্রেরণ করতে পারে। এমন বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায় দেয়া আছে?
৩৯ (২) ধারায়।
৪২. ডিক্রি কায়কর করার জন্য সর্বোচ্চ কত বছরের মধ্যে আবেদন করতে হবে?
১২ বছরের মধ্যে।
৪৩. ডিক্রি কার্যকর করার জন্য সর্বোচ্চ ১২ বছরের মধ্যে আবেদন করতে হবে ইহা কত ধারায় উল্লেখ আছে?
৪৮ ধারায়।
৪৪. মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিক্রি কিভাবে কার্যকর করতে হবে?
মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোক ও বিক্রি করে।
৪৫. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আপিল নিয়ে আলোচনা করা হয়েছে?
৯৬ ধারায়।
৪৬. একতরফা রায়ের বিরুদ্ধে কত ধারায় আপিল করতে হবে?
৯৬ ধারায় ।
৪৭. সোলে ডিক্রির বিরুদ্ধে কি হয় না?
আপিল ।
৪৮. সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল হয়না এটি কোন ধারায়?
৯৬ (৩) ধারায়।
৪৯. আপীল দায়ের করতে পারেন? রায়, ডিক্রি বা আদেশের ফলে সংযুক্ত, সংক্ষুদ্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
৫০. মামলা হস্তান্তরের ক্ষেত্রে আদালত সমূহের আপীল আদালত অভিন্ন না হলে আপীলটি দায়ের করতে হবে?
হাইকোর্ট বিভাগে।
৫১. হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ারের মাধ্যমে প্রদত্ত চুড়ান্ত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
আপিল বিভাগে।
৫২. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ মুল ডিক্রি হতে আপীল সংক্রান্ত বিধান দেয় আছে?
আদেশ ৪০।
৫৩. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় শুধু মাত্র ডিক্রির বিরুদ্ধে আপিল এর কথা বলা হয়েছে?
৯৬ ধারায়।
৫৪. কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? পক্ষগণের সম্মতির ভিত্তিতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে।
৫৫. প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ থাকা সত্ত্বেও যদি আপীল না করা হয় তবে চুড়ান্ত ডিক্রির ক্ষেত্রে পূর্বের বিষয় সংযুক্ত করা যাবে না? এমন বিধান কোন ধারায় বলা আছে?
৯৭ ধারায়।
৫৬. কোন ধারায় আদেশ এর বিরুদ্ধে আপীল এর কথা বলা হয়েছে?
১০৪ ধারায়।
৫৭. কোন ধারার অধীনে কোন আদেশ পাশ হলে তা আপীল যোগ্য নয়?
১০৪ ধারা ।
৫৮. কিসের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে?
ডিক্রি ও আদেশ উভয়ের বিরুদ্ধে।
৫৯. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় রিভিশন এখতিয়ার বর্ণনা করা হয়েছে?
১১৫ ধারায়।
৬০. রিভিশন কখন প্রযোজ্য হয়? এখতিয়ার অনিয়মিত প্রয়োগ, অপপ্রয়োগ এবং এখতিয়ার সম্পর্কে অবৈধ বা আংশিক ধারনা থাকলে।
৬১. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় রেফারেন্স এখতিয়ার আলোচনা করা হয়েছে?
১১৩ ধারায়।
৬২. ১১৫ ধারা অনুযায়ী রিভিশন এখতিয়ার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে?
আইনগত ভুলের ক্ষেত্রে।
৬৩. দেওয়ানী কার্যবিধির কোন ধারায় আদালতের সহজাত ক্ষমতা আলোচনা করা হয়েছে?
১৫১ ধারায়।
৬৪. দেওয়ানী কার্যবিধির ধারা ১৫১ এর অধীনে ক্ষমতা হলো?
সহজাত।
৬৫. নিম্নের কোন আদালত সহজাত ক্ষমতা প্রযোগ করতে পারে?
সব আদালত।
৬৬. কোন ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে?
ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালী অপব্যবহার।
৬৭. প্লিডিংস সম্পর্কিত আদেশটি কত?
আদেশ ৬।
৬৮. প্লিডিংস এর অর্থ কি?
আরজি এবং লিখিত জবাব?
৬৯. প্রত্যেকটি প্লিডিংসএ অবশ্যই মামলার পক্ষগণ মামলা বিষয়ে প্রয়োজনীয় ঘটনার উল্লেখ করবে। এই কথা কোন আদেশে বলা হয়েছে?
আদেশ ৬।
৭০. আরজি সংক্রান্ত আদেশ কোনটি?
আদেশ ৭।
৭১. আরজিতে কি কি বিষয় সন্নিবেশিত করতে হবে তা আদেশ ৭ এর কোন বিধিতে উল্লেখ আছে? আদেশ ৭ বিধি ১।
৭২. দেওয়ানী কার্যবিধির ১৯০৮ এর ১০৪ ধারা মতে নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যাবেনা?
১০৪ ধার মতে আনীত আপীলের আদেশের বিরুদ্ধে ।
৭৩. দেওয়ানী কার্যবিধি নিচের কোন ধারায় আপীল নিয়ে আলোচনা করে?
১০৪ ধারার আপীল নিয়ে।
৭৪. যদি ধারা ৩৫ এর ক এর অধীনে কোন আদেশ দেয়া হয় তবে তার বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে?
১০৪ ধারায়।
৭৫. যখন আদালত ৯৫ ধারার অধীনে কোন আদেশ প্রদান করলে তখন ঐ আদেশের বিরুদ্ধে কোন ধারায় আপীল করা যাবে?
১০৪ ধারায়।
৭৬. অস্থায়ী নিষেধাজ্ঞা এর আদেশের বিরুদ্ধে কোন ধারায় আপীল করতে হবে?
১০৪ ধারায়।
৭৭. যদি আরজি বাতিল হয় তবে তা কি বলে বিবেচিত হবে?
ডিক্রি হিসেবে।
৭৮. আরজি বাতিলের বিরুদ্ধে কোন অধিকার প্রয়োগ করা যেতে পারে? আপিল অধিকার।
৭৯. আপীল আদালতের ক্ষমতা বিষয়ে কোন ধারায় আলোচনা করা হয়েছে?
১০৭ ধারায়।
৮০. ধারা ১০৭ অনুযায়ী আপীল আদালত নিম্নোক্ত কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে?
মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি, পুণরায় বিচারে প্রেরণ এবং অতিরিক্ত স্বাক্ষ্য গ্রহণ।
৮১. একজন বিচারক কর্তৃক প্রদত্ত ডিক্রি একই বিচারক কর্তৃক পুনরায় বিবেচনা করাকে কি বলে?
রিভিউ।
৮২. দেওয়ানী কার্যবিধি কোন ধারায় রিভিউ বিষয়ে বলা আছে?
১১৪ ধারায়।
৮৩. দেওয়ানী কার্যবিধির ধারা ১১৪ অনুযায়ী রিভিউ কোন আদালতে করা সম্ভব?
একই আদালতে।
৮৪. দেওয়ানী কার্যবিধি অনুযায়ী কখন রিভিউ আবেদন করা যাবে? যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপীল করার বিধান আছে কিন্ত করা হয়নি।
৮৫. আরজিতে প্রথমেই কোন টি উল্লেখ করতে হবে?
আদালতের নাম?
৮৬. আরজি ফেরৎ আদেশ ৭ এর কত নং বিধিতে উল্লেখ আছে?
১০ নং বিধিতে।
৮৭. আরজি বাতিলের কারণ গুঅের আদেশ ৭ এর কত নং বিধিতে উল্লেখ আছে?
১১ নং বিধিতে।
৮৮. প্লিডিংস সংশোধন সংক্রান্ত আদেশ কোনটি?
আদেশ ৬।
৮৯. আদশ ৬ এর কত নং বিধি অনুযায়ী প্লিডিংস সংশোংধন করতে হবে? বিধি ১৭ অনুযায়ী।
৯০. প্রত্যাখ্যাত আরজি কিভাবে পূনরুজ্জীবিত করা যায়?
সংশোধন করে।
৯১. কখন প্লিডিংস সংশোধন করা যায়?
যে কোন পর্যায়ে।
৯২. সেট অফ সংক্রান্ত আদেশ কোনটি?
আদেশ ৮।
৯৩. আদেশ ৮ এর কত বিধিতে সেট অফ এর বিধাণ আছে?
বিধি ৬।
৯৪. দেওয়ানী মামলায় বিবাধী কর্র্তৃক দাখিল হয় কোনটি?
লিখিত বিবৃতি।
৯৫. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর আদেশ ৬ বিধি অনুযায়ী নিচের কোনটিতে সাক্ষ্য সম্পর্কে বিবরণ দিতে হবে।
কোনটিতে নয়?
৯৬. আদেশ ৮ বিধি ১ অনুযায়ী কত দিনের মধ্যে বিবাদী লিখিত বিবৃতি জমা দিবে?
সর্বোচ্চ ৬০ দিনে।
৯৭. নির্ধারিত সময়ে বিবাদী লিখিত বিবৃতি জমা না দিলে কী হবে? একতরফা সিদ্ধান্ত দিবে।
৯৮. আদেশ ৮ বিধি ৬ অনুযায়ী নিচের কোন শর্তটি অবশ্যই পূরণীয় হতে হবে?
মামলাটি টাকা অথবা জমি সংক্রান্ত হতে হবে।
৯৯. রায় এবং ডিক্রি সংক্রান্ত আদেশ কোনটি?
আদেশ ২০।
১০০. গ্রেফতার ও রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত আদেশ কোনটি? আদেশ ৩৮।
১০১. ধারা ১১৫ অনুযায়ী রিভিশন নিচের কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে?
আইনগত ভূলের ক্ষেত্রে।
১০২. রিসিভার নিয়োগ সংক্রান্ত আদেশ কোনটি?
আদেশ ৪০।
১০৩. মূল ডিক্রি থেকে আপিল কত নং আদেশে আছে?
আদেশ ৪১ এ।
১০৪. আদেশ এর বিরুদ্ধে আপিল কোন আদেশে উল্লেখ আছে? আদেশ ৪৩ এ।
১০৫. নামাজ পড়ার অধিকার, পূজা বা প্রার্থনার অধিকার অথবা সম্পর্কে কোথায় মামলা দায়ের করা যাবে?
দেওয়ানী আদালতে।
১০৬. দেওয়ানী কার্যবিধির কোন ধারা মতে মামলা হস্তান্তর করা হয়? ২৪ ধারা মতে।
১০৭. দেওয়ানী আদালত কত প্রকারের?
৫ প্রকারের।
১০৮. দেওয়ানী আদালত সমূহ সৃষ্টি করা হয়েছে কোন আইনের মাধ্যমে? দেওয়ানী কার্যবিধি ১৮৮৭এর মাধ্যমে।
১০৯. দেওয়ানী কার্যবিধির কোন ধারা মতে আদালতে অস্থায়ী নিধোজ্ঞা প্রার্থনা করা হয়। আদেশ ৩৯ এর বিধি ১ মতে।
১১০. কোন বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞা রদ করা হয়?
আদেশ ৩৯ এর বিধি ৪ মতে।
১১১. নিচের কোন ব্যাক্তিকে রিসিভার বলা যাবে?
মামলার বিষয় বস্তুুর সংশ্লিষ্ট কোন সম্পত্তি রক্ষার্থে নিয়োজিত ব্যক্তি।
১১২. যেখানে মামলার বিষয়বস্থ অবস্থি সেখানেই অধীনস্থ আদালতে মামলা দায়ের করতে হবে এমন বিধান আছে কোন ধারায়?
১৬ ধারায়?
১১৩. দেওয়ানী কার্যবিধির ২৭ এর বিধান কি?
বিবাদীর সমন জারি।
১১৪. দেওয়ানী কার্যবিধির ২(৯)ধারায় কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে?
রায় এর সংজ্ঞা।
১১৫. আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিলে সেটি নিচের কোনটি বলে ধরে নেওয়া হবে?
আদেশ।
১১৬. যদি আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর না হয় তবে কি করতে হবে? রিভিশন করতে হবে।
১১৭. অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুর না হলে নিচের কোনটি করা যেতে পারে? বিবিধ আপীল করতে হবে।
১১৮. যখন আরজি খারিজ হয়ে যায় তখন সেই সিদ্ধান্তকে কি বলে? ডিক্রি বলে।
১১৯. ছানী মোকদ্দমা খারিজ হলে কি প্রতিকার পেতে পারি? রিভিউ।
১২০. দেওয়ানী কার্যবিধির কোন্ ধারা পরিবর্তন করার ক্ষমতা নিচের কার আছে?
সংসদের আছে।
১২১. দেওয়ানী কার্যবিধির বিধি পরিবর্তন কার এখতিয়ার সম্মত? সর্বোচ্চ আদালতের।
১২২. একতরফা ডিক্রি রদ করার আবেদন করতে হবে কত দিনের মধ্যে?
৩০ দিনের মধ্যে।
১২৩. ছানী মোকদ্দমা কত আদেশের অধীনে উল্লেখ আছে?
৯ নং আদেশের মধ্যে।
১২৪. রায়ের পূর্বে ক্রোক এর বিধান কোথায় আছে?
আদেশ ৩৮ এ।
১২৫. রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত বিধানটি ৩৮ নং আদেশের কত বিধিতে আছে?
বিধি ৫ এ।
১২৬. দেওয়ানী কার্যবিধির আদেশ ৯ বিধি ১৩ এর বিধান কি? একতরফা ডিক্রি।
১২৭. আপীলে কি কি ডকুমেন্ট হাজির করতে হবে?
ডিক্রির নকল, মোকদ্দমার রায় এবং উকিলের সার্টিফিকেট।
১২৮. দেওয়ানী কার্যবিধির কত ধারায় ডিক্রি হস্তান্তর করা হয়?
৩৯ ধারায়।
১২৯. দেওয়ানী কার্যবিধির কত ধারায় বিধি এর সংজ্ঞা দেয়া হয়েছে?
২(১৮) ধারায়।
১৩০. আদালত কখন প্লিডিংস সংশোধন এর আদেশ দিতে পারে? ন্যায় সংগত কারণে।
১৩১. আরজী সংশ্ধোনের আবেদন কাকে করতে হবে?
বাদীর।
১৩২. এক তরফা ডিক্রি রদের দরখাস্ত মঞ্জুর হলে বাদী কি করবে? রিভিশন করতে হবে।
১৩৩. বিধিবদ্ধ ও প্রচলিত আইন মোতাবেক আদালতের বিচারিক ক্ষমতাকে বলা হয়?
এখতিয়ার।
১৩৪. আরজি প্রথ্যাখান কী?
ইহা একটি ডিক্রি।
১৩৫. দেওয়ানী আপীল না মঞ্জুর হলে কি করতে হবে?
রিভিশন।
১৩৬. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে সাক্ষীর সমন ও হাজির সংক্রান্ত বিধান আছে?
১৭ নং আদেশে।
১৩৭. লিজ প্যান্ডিং কোন আইনের আলোচ্য বিষয়?
সম্পত্তি আইনের।
১৩৮. এক্সপার্ট ডিক্রির বিরুদ্ধে কোন্ ধারায় আপীল করতে হবে? ৯৬(২) ধারায়।
১৩৯. রায় দেনাদার কে?
যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে।
১৪০. বাটোয়ারা মামলা কে কি ধরনের মোকদ্দমা বলা হয়? পার্টিশন স্যূট মোকদ্দমা।
১৪১. মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধির ক্ষেত্রে ডিক্রি কীভাবে কার্যকর হবে? মৃত ব্যক্তির সম্পত্তি ক্রোক ও বিক্রি করে।
১৪২. সম্পত্তির পার্টিশনের জন্য ডিক্রি হলে কে দায়িত্ব প্রাপ্ত হবে? কালেক্টর এবং কালেক্টর অধীনস্ত গেজেটেড কর্মচারীবৃন্দ।
১৪৩. রায় দেনাদারকে কখন গ্রেফতার করা যাবে না?
সূর্যোদয়ের আগে ও পরে।
১৪৪. গ্রেফতার করার ক্ষমতা প্রাপ্ত অফিসার কখন রায় দেনাদারকে মুক্ত করে দিতে পারে?
যে টাকা আদায়ের জন্য ডিক্রি হয়েছে সেই টাকা পরিশোধ করলে বা গ্রেফতার করার ব্যয় পরিশোধ করলে।
১৪৫. রায় দেনাদার ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করে আবেদন করলে আদালত কখন তাকে মুক্তি দিতে পারে?
আদালতে সিকিউরিটি জমা দিতে হবে এবং আবেদনের একমাস বা যখন ডাকা হবে তখন হাজির হতে হবে।
১৪৬. বাংলাদেশের বাইরে বসবাসরত কোন ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য আদালত কি করবে? অনুরোধ পত্র দিবে।
১৪৭. অপর্যাপ্ত কারণ ব্যতিত গ্রেফতার, ক্রোক বা অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে বিবাদী কত টাকা জমিরমানা পেরে পারে?
এক হাজার বা আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে যে কোন পরিমাণ।
১৪৮. কোন ধারার অধীন কোন আদেশ পাস হলে আপিলের যোগ্য নয়?
১০৪ ধারার ক্ষেত্রে।
১৪৯. হাইকোর্ট ডিভিশনের আদি এখতিয়ার দ্বারা দেয়া কোন রায় ডিক্রি বা চুড়ান্ত আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? আপিল বিভাগে।
১৫০. দেওয়ানী কার্যবিধির রুলস কে প্রণয়ন করতে পারবে?
সুপ্রিম কোর্ট।
১৫১. নুতন প্রণিত রুলসগুলোতে কার সম্মতি লাগবে?
রাষ্ট্রপতির সম্মতি লাগবে।
১৫২. কোন মোকদ্দমার কোন পক্ষ শুনানীর জন্য ধার্য তারিখের অন্তত কতদিন পূর্বে কোন তথ্য স্বীকারোক্তির জন্য অপর পক্ষকে নোটিশ দিতে পারবে?
৯ দিন পূর্বে।
১৫৩. মোকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বাঅগ্রহণযোগ্য, তবে কারণ লিপিবদ্ধ করে আদালত তা প্রত্যাখ্যান করতে পারবে? এরূপে নির্দেশনা দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে?
আদেশ ১৩ এ।
১৫৪. নিম্নের কোন ক্ষেত্রে প্রথম শুনানীর দিনেই মোকদ্দমা নিস্পত্তি হয়ে যেতে পারে?
পক্ষগণ বিষয়ীভূত না হলে।
১৫৫. দৌযানী কার্যবিধির কোন আদেশে সাক্ষীর সমন ও হাজির সংক্রান্ত বিধান আছে?
১৬ নং আদেশে।
১৫৬. ডিক্রি রদ হলে কি প্রতিকার আছে?
রিভিশনের আবেদন।
১৫৭. পাল্টা দাবি এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
দাবিকৃত অর্থ মোকদ্দমা রুজু কারার দিনে আইনগতভাবে সংগ্রহযোগ্য হবে।
১৫৮. পারস্পরিক দাবী এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
দাবিকৃত অর্থ লিখিত বিবৃতি দাখিলের দিন আদায়যোগ্য হবে।
১৫৯. মোকদ্দমার শুনানী ও সাক্ষীর জবানবন্দী গ্রহণ সংক্রান্ত বিধান কোন আদেশ আছে?
আদেশ ১৬।
১৬০. চূড়ান্ত শুনানি নির্ধরণ হওয়ার কত দিনের মধ্যে আদালত মোকদ্দমার শুনানী সমাপ্ত করবে? ১২০ দিনের মধ্যে।
১৬১. দেওয়ানী কার্যবিধির কোন আদেশে রায় ও কিক্রি সংক্রান্ত বিধান আছে?
২২ নং আদেশে।
১৬২. মোকদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে? তৎক্ষণাৎ বা অনুর্ধ ৭ দিন।
১৬৩. স্মল কজ কোর্ট এর ক্ষেত্রে রায়ে কোন বিষয়টি ?অন্তর্ভূক্ত করার প্রয়োজন নেই?
মোকদ্দমার সংক্ষিপ্ত বিরণ এবং সিদ্ধান্তের কারণ।অধিকার বিদ্যমান থাকলে ওয়ারিশগণ বা প্রতিনিধি কর্তৃক মোকদ্দমা অগ্রসর হবে।
১৬৪. শুনানী সমাপ্তি ও রায় ঘোষনার মধ্যবর্তী সময়ে কোন পক্ষের মৃত্যু ঘটলে মোকদ্দমার ফলাফল কী?
মোকদ্দমা এ্যাবেট হবে না এবং মৃত্যুস্বত্বে ও রায় ঘোষনা হবে।
১৬৫. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ, পক্ষগণের মৃত্যু বিবাহ ও দেউলিয়া অবস্থা সংক্রান্ত বিধান রয়েছে?
আদেশ নং ২২ এ।
১৬৬. দেওয়ানী কার্যবিধির কোন আদেশ কমিশন সংক্রান্ত বিধান রয়েছে?
২৬ নং আদেশে।
১৬৭. নিম্নের কোন কমিশনটি দেওয়ানী কার্যবিধির আদেশ ২৬ এর অন্তর্ভূক্ত?
সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্তের এবং হিসাব পরীক্ষার জন্য কমিশন।
১৬৮. নিম্নের কোন কমিশনটি দেওয়ানী কার্যবিধির আদেশ ২৬ এ বলা হয়নি?
বাটোয়ারার জন্য কমিশন ও ঋন খেলাপী তদন্তের জন্য কমিশন।
১৬৯. কোন ধরনের সম্পত্তি বাটোয়ারার জন্য দেওয়ানী কার্যবিধি অনুসারে বাটোয়ারা কমিশন গঠন করা যাবে?
স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য।
১৭০. সরকার বা সরকারি কর্মকর্তা কর্তৃক বা বিরুদ্ধে তাদের পদাধিকার বলে মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোন আদেশে আছে?
২৭ নং আদেশে।
১৭১. শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন গুরুত্বপূর্ন প্রশ্ন জড়িত মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানী
No comments:
Post a Comment