Ad-1

Friday, January 5, 2024

একবার তাকালে তাতেই হারিয়ে যেতে ইচ্ছে করে,

হরিণীর মতো দুটি চোখ 

ঐ চোখে যে এত কথা লেখা আছে,

তা তো আমি আর আগে জানতাম না।

তোমার চোখের দিকে তাকালে 

আমি নিজেকেই হারিয়ে ফেলি।

এবং বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে,

তোমার দুটি চোখে।



No comments:

Post a Comment

Recent Post

sarangsh

১.  অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক ...

Most Popular Post