Ad-1

Wednesday, January 8, 2025

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর 
জন্ম : ১৮৬১ খ্রি: ৭ই মে(১২৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ) 
জন্মস্থান : কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
পিতার নাম : দেবেন্দ্রনাথ ঠাকুর
মাতার নাম: সারদা দেবী।
প্রথম ছোটগল্প : 'ভিখারিনী ' [১২৮৪ বঙ্গাব্দে ১৬ বছর বয়স]
গল্পগুচ্ছে ছোটগল্পের সংখ্যা ৯৫টি।
সর্বশেষ লিখিত ছোটগল্প: 'মুসলমানীর গল্প'
বিখ্যাত উপন্যাস : 'চোখের বালি','ঘরে-বাইরে','শেষের কবিতা','যোগাযোগ '।
বিখ্যাত নাটক : রাজা,ডাকঘর,রক্তকরবী। 
মৃত্যু : ১৯৪১ সালে ৭ই আগস্ট(১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ)

গুরুত্বপূর্ণ শব্দার্থ :
অন্নপূর্ণা - অন্নে পরিপূর্ণা। দেবী দুর্গা।
অন্ত:পুর - অন্দরমহল, ভেতরবাড়ি। 
স্বয়ংবরা - যে মেয়ে নিজেই স্বাধীন নির্বাচন করে।
উমেদারি - প্রার্থনা, চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া। 
প্রজাপতি - জীবের স্রষ্টা,ব্রহ্মা,ইনি বিয়ের দেবতা।
সেকরা - স্বর্ণকার,সোনার অলংকার প্রস্তুতকারক।
অভিষিক্ত - অভিষেক করা হয়েছে এমন।
কন্সর্ট - নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান।
সওগাদ - উপঢৌকন, ভেট।
কষ্টিপাথর - যে পাথরে ঘষে সোনার খাটিত্ব পরীক্ষা করা হয়। এয়ারিং - কানের দুল।
কলি- পুরাণে বর্ণিত চার যুগের এক যুগ।কলিযুগ,কলিকাল।
প্রদোষ - সন্ধ্যা। 
মঞ্জরী - কিশলয়যুক্ত কচি ডাল।
অভ্র - খনিজ ধাতু।

জ্ঞানমূলক প্রশ্ন:--
১. 'অপরিচিতা'- কোন পত্রিকায় প্রকাশিত হয়?
----- 'সবুজপত্র ' [সম্পাদক - প্রমথ চৌধুরী,১৯১৪ সালে ]
২. অনুপমের বাবার পেশা কী ছিল? ---- ওকালতি।
৩. অনুপমের পিসতুতো ভাই এর নাম কী? --- বিনু।
৪. অনুপমের মামা তার চেয়ে কত বছরের বড়? --- ছয় বছর
৫. কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?--- এয়ারিং
৬. বিবাহ ভাঙার পর কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?--- মেয়েদের শিক্ষা ব্রত।
৭. বেহাই সম্প্রদায়ের কী থাকাটা দোষের? --- তেজ।
৮. মেয়ের বয়স শুনে কার মন ভারি হলো?--- মামার।
৯. বিয়ের সময় অনুপমেয় বয়স কত ছিল?--- তেইশ।
১০. শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?  --- ডাক্তারি।
১১. আজ অনুপমের বয়স কত?---- সাতাশ
১২. 'গাড়িতে জায়গা আছে'- উক্তিটি কার? --- কল্যাণীর।
১৩. অনুপমকে 'মাকাল ফল' বলে তুলনা করে বিদ্রুপ করেছিল কে? --- পণ্ডিতমশায়।
১৪. কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?---- কানপুর।
১৫. বিবাহের সম্বন্ধ এনেছিল কে? --- হরিশ।



অনুধাবনমূলক প্রশ্ন:
১. 'অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি' উক্তিটি ব্যাখ্যা করো।
২. 'কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র'- কেন?
৩. 'মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর'-উক্তিটি ব্যাখ্যা করো।
৪. অনুপমের মামা সেকরাকে বিয়েবাড়িতে এনেছিল কেন?
৫. "ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই" উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?  ব্যাখ্যা করো।
৬. "এই তো আমি জায়গা পাইয়াছি"- ব্যাখ্যা করো।
৭. 'তার পরে বুঝিলাম,মাতৃভূমি আছে' বলতে কী বোঝানো হয়েছে? 
৮. " বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে ' বলতে কী বোঝানো হয়েছে? 
৯. অনুপম তার মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলেছে কেন?
১০. 'অপরিচিতা' গল্পে অনুপমকে 'এক ব্যক্তিত্বহীন যুবকের ' আখ্যা দেওয়া হয়েছে কেন?

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post