Ad-1

Wednesday, January 8, 2025

আমার পথ

কাজী নজরুল ইসলাম 
জন্ম : ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে।
জন্মস্থান : পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
বাঙালি পল্টনে যোগদান করেন - ১৯১৭ সালে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন - ৪৩ বছর বয়সে। 
উপাধি - বিদ্রোহী।
উপন্যাসঃ বাঁধনহারা,মৃত্যুক্ষুধা,কুহেলিকা।
গল্পগ্রন্থ; ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। 
প্রবন্ধগ্রন্থ; যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র মংগল , রাজবন্দীর জবানবন্দী ।
মৃত্যু ঃ ২৯শে আগস্ট ১৯৭৬।

গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টীকা:---
নমস্কার - করজোড়ে কপাল ছুঁয়ে অভিবাদন।
কুর্নিশ - অভিবাদন বা সম্মান প্রদর্শন।
কর্ণধার - নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি।
বিপথ - মন্দপথ,ভুল পথ।
দম্ভ - গর্ব,অহংকার। 
পৌরুষ - তেজ,পুরুষোচিত ভাব।
স্পর্ধা  - দর্প, অহংকারপূর্ণ দু:সাহস।
অটুট - নিখুঁত। 
স্বাবলম্বন - নিজের উপর নির্ভরশীলতা,স্বনির্ভর। 
নিষ্ক্রিয় - অলস,কর্মহীন। 
ভণ্ডামি - প্রতারণা।
সম্মার্জনা - মেজে ঘষে পরিষ্কার করা।
মেকি - মিথ্যা বা কপট।

জ্ঞানমূলক প্রশ্ন:--
১. 'আমার পথ'- প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? --- 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধগ্রন্থ থেকে।
২. কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?  --- পরাবলম্বন।
৩. লেখক কাকে সালাম জানিয়েছেন? --- আপন সত্যকে।
৪. আমার পথ আমাকে কী দেখাবে? --- আমার সত্যকে।
৫. কে বাইরে ভয় পায়?-- যার ভেতরে ভয়। 
৬. কে অন্য ধর্মকে ঘৃণা করতর পারে না?--- যার নিজের ধর্ম
 বিশ্বাস আছে,যে নিজের সত্যকে চিনেছে।
৭. কে মিথ্যাকে ভয় পায়? --- যার মনে মিথ্যা আছে।
৮. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?--- সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে।
৯. কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হয়?--- মনুষ্যত্ব বোধে।
১০. কোনটি সবচেয়ে বড় দাসত্ব? --- পরাবলম্বন।

অনুধাবনমূলক প্রশ্ন:
১. মানুষ ধর্মকে সবাই বড় ধর্ম বলা হয় কেন?
২. "ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় "- উক্তিটি বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post