Ad-1

Wednesday, January 8, 2025

আমার পথ

কাজী নজরুল ইসলাম 
জন্ম : ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে।
জন্মস্থান : পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
বাঙালি পল্টনে যোগদান করেন - ১৯১৭ সালে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন - ৪৩ বছর বয়সে। 
উপাধি - বিদ্রোহী।
উপন্যাসঃ বাঁধনহারা,মৃত্যুক্ষুধা,কুহেলিকা।
গল্পগ্রন্থ; ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। 
প্রবন্ধগ্রন্থ; যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র মংগল , রাজবন্দীর জবানবন্দী ।
মৃত্যু ঃ ২৯শে আগস্ট ১৯৭৬।

গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টীকা:---
নমস্কার - করজোড়ে কপাল ছুঁয়ে অভিবাদন।
কুর্নিশ - অভিবাদন বা সম্মান প্রদর্শন।
কর্ণধার - নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি।
বিপথ - মন্দপথ,ভুল পথ।
দম্ভ - গর্ব,অহংকার। 
পৌরুষ - তেজ,পুরুষোচিত ভাব।
স্পর্ধা  - দর্প, অহংকারপূর্ণ দু:সাহস।
অটুট - নিখুঁত। 
স্বাবলম্বন - নিজের উপর নির্ভরশীলতা,স্বনির্ভর। 
নিষ্ক্রিয় - অলস,কর্মহীন। 
ভণ্ডামি - প্রতারণা।
সম্মার্জনা - মেজে ঘষে পরিষ্কার করা।
মেকি - মিথ্যা বা কপট।

জ্ঞানমূলক প্রশ্ন:--
১. 'আমার পথ'- প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? --- 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধগ্রন্থ থেকে।
২. কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?  --- পরাবলম্বন।
৩. লেখক কাকে সালাম জানিয়েছেন? --- আপন সত্যকে।
৪. আমার পথ আমাকে কী দেখাবে? --- আমার সত্যকে।
৫. কে বাইরে ভয় পায়?-- যার ভেতরে ভয়। 
৬. কে অন্য ধর্মকে ঘৃণা করতর পারে না?--- যার নিজের ধর্ম
 বিশ্বাস আছে,যে নিজের সত্যকে চিনেছে।
৭. কে মিথ্যাকে ভয় পায়? --- যার মনে মিথ্যা আছে।
৮. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?--- সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে।
৯. কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হয়?--- মনুষ্যত্ব বোধে।
১০. কোনটি সবচেয়ে বড় দাসত্ব? --- পরাবলম্বন।

অনুধাবনমূলক প্রশ্ন:
১. মানুষ ধর্মকে সবাই বড় ধর্ম বলা হয় কেন?
২. "ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় "- উক্তিটি বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post