Ad-1

Showing posts with label বি সি এস প্রস্তুতি বাংলা (প্রিলিমিনারি). Show all posts
Showing posts with label বি সি এস প্রস্তুতি বাংলা (প্রিলিমিনারি). Show all posts

Saturday, October 31, 2020

রবীন্দ্রনাথকে নিয়ে দুর্লভ কিছু তথ্য


 ১. রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
- সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
২. বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায়
৩. রবীন্দ্রনাথের স্থান কততম ?-------------- ২য় (প্রথম বঙ্গবন্ধু )
৪. রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?----------- ২বার । ১৮৯৮ ও ১৯২৬।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন -----------১৯২৬সালে
৬. রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?--------১৯১৩সালে
৭. রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?-------- ১৯৩৬সালে
৮.রবীন্দ্রনাথ কেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?--------১৯৪০সালে 
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?
--বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা ;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
১১. কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
- রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)
১২.১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
- সোনার তরী
১৩. লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?-----------রবীন্দ্রনাথ (২৯৮টি)
১৪. রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?--------------- চু চেন তান
১৫. রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?--------------- শেষ বয়সের প্রিয়া ।
১৬. আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য।
১৭. হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?------ রাখিবন্ধন ।
১৮. ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?-------------- রবীন্দ্রনাথের।
১৯. রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?--------------- ১৩টি।
২০.রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?---------------- পিরালি ব্রাহ্মণ
২১. পারিবারিক উপাধী ?---------------------- কুশারী
২২. ১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’
২৩. আমার সোনার বাংলা -------- রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস-------------- করুণা, ১৮৭৭-৭৮
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস ------------ বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
২৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ--------------- ‘কবিকাহিনী(১৮৭৮)
২৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য-------------- ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)
২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ-------------- য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ------------- ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম--------------- ‘শব্দতত্ত্ব
                            প্রথম ছোট গল্প ---ভিখারিনী
                            প্রথম উপন্যাস--- করুণা
৩১. কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন----------------- ‘চার অধ্যায়
৩২. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন---------- মহাত্ম গান্ধী
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন---------- ক্ষিতিমোহন সেন।
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন------চীনা কবি চি-সি-লিজন।
৩৫. রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে----------------- ব্রাজিল
৩৬. রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে---------- --চীন ।
৩৭. বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে--------- ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।

Thursday, October 29, 2020

বিসিএসে আসা বাংলায় বিভিন্ন প্রশ্নসমূহ

লিখিত পরীক্ষার সর্ট প্রশ্নগুলো সবসময়ই প্রিলিমিনারি পরীক্ষায় আসে।এ ব্যপারে ১৪৩ পর্যন্ত প্রশ্ন বিভিন্ন বি সি এসে আসছে।

১। কাহ্নপা কে ছিলেন?
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
২। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী?-------------উত্তরঃ অপভ্রংশ।
৩। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়?-------উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে।
৪। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি?----------উত্তরঃ আরেক ফাল্গুন।
৫। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?---------উত্তরঃ চন্দ্রাবতী।
৬। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী?-----------উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
৭। হিন্দি কবি মনঝন রচিত ‘মধুমারত’ অবলম্বনে মধুমালতী কাব্য রচনা করেন কে?-------উত্তর:  মুহম্মদ কবীর
৮। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে?-----------------উত্তরঃ মুহম্মদ কবীর।
৯। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে---উত্তরঃ হিন্দি।
১০। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী?-------------উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১১। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন?--------------উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
১২। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?-----------উত্তরঃ ‘রাত্রিশেষ’।
১৩। ‘নদীবক্ষে’ কার রচনা?--------------------------উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
১৪। ‘অমর একুশে’ এর কবির নাম কী?----------------উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
১৫। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী?----------উত্তরঃ গীতগোবিন্দ।
১৬। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন?---------------উ; মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের।
১৭। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী?
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
   [গরিব আমির হামজা শুধু জঙ্গনামা লিখতে পারে, দখল করতে পারে না]
১৮। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়?
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
১৯। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী?
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
২০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত?----------উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য।
২১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা?--------------উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
২২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন?-----------উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
২৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে?---উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ।পর্তুগালের এক পাদ্রি।
২৪। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে?--------উত্তরঃকাজী নজরুল ইসলাম।
২৫। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি?
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
২৬। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
২৭। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?--------উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী।
২৮। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী?
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
২৯। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন?
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৩০। ’তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৩১। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৩২। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী?
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৩৩। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত?
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৩৪। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের?
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৩৪। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী?
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৩৫। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয?
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৩৬। কবিগান বলতে কী বোঝায়?--------------------উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৩৭। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী?
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৩৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৩৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৪০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী?
উত্তরঃ মোজাম্মেল হক।
৪১। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী?
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৪২। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি?
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৪৩। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী?
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৪৪। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী?
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৪৫। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত?
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৪৬। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে?
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৪৭। কাব্য পারা কে লিখেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৪৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী?--------------------উত্তরঃ শেষ লেখা।
৪৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী?--------------------উত্তরঃ শিউলিমালা।
৫০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী?--------উত্তরঃ সোজান ও দুলি।
৫১। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা?--------------------উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৫২। ’কল্লোল’ কী?
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
৫৩। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?----------------উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
৫৪। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী?------------------উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
৫৫। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী?--------------------উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
৫৬। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
৫৭। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন?
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
৫৮। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
৫৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
৬০। ‘বিষাদসিন্ধু’ কার লেখা?
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
৬১। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত?
উ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাংলা
৬২। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী?
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
৬৩। অ্যাবসার্ড নাটক কী
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
৬৪। চর্যাপদের পদকর্তা কতজন?
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
৬৫। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে?--------------------উত্তরঃ বিজয় গুপ্ত।
৬৬। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা?--------------------উত্তরঃ কবি আল মাহমুদ।
৬৭। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে?------------------উত্তরঃ সৈয়দ আলী আহসান।
৬৮। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন?--------------------উত্তরঃ জীবনানন্দ দাশ।
৬৯। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে?--------------------উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
৭০। ‘চণ্ডীদাস সমস্যা’ কী?
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
৭১। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী?
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
৭২। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়।
৭৩। ’মজলুম আদিব’ কে?
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
৭৪। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে?--------------------উত্তরঃ আবুল হাসান।
৭৫(১৪৩)‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’এরলেখক কে?--------------------উত্তরঃ আহমদ ছফা।
৭৬।হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম ?--------------------উঃ বৃত্রসংহার।
৭৭।লালন ফকির নাটকের নাট্যকার কে? --------------------উঃ কল্যান মিত্র।
৭৮।সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে? --------------------উঃ গিরিশ চন্দ্র।
৭৯।আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে? --------------------উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
৮০।আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন? --------------------উঃ কাজী ইমদাদুল হক।
৮১।আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে? --------------------উঃ এম, আর, আখতার মুকুল।
৮২।আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত? --------------------উঃ দুর্দিনের যাত্রী।
৮৩।আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা? --------------------উঃ অন্নদাশঙ্কর রায়।
৮৪।আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? --------------------উঃ দিলরুবা।
৮৫।আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে? --------------------উঃ কামিনী রায়।
৮৬।আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি? --------------------উঃ অরণ্য নীলিমা।
***আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে? --------------------উঃ ফজল শাহাবুদ্দীন।
৮৭।ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে? --------------------উঃ ইব্রাহিম খাঁ
৮৮।ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি? ---উঃ অনল প্রবাহ।
৮৯।উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত? ------------উঃ জিঞ্জির
৯০।এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?-------------------- উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
ওরা কদম আলী নাটকের রচিয়তা কে? --------------------উঃ মামুনুর রশিদ।
৯১।ওজারতির দুই বছর, প্রধানমন্ত্রীত্বের নয় মাস,স্বৈরাচারের দশ বছর-গ্রন্থটির রচিয়তার নাম কি? --------------------উঃ আতাউর রহমান খান।
৯৪।কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? --------------------উঃ বিমল মিত্র।
৯৫।কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? -----------------------------উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
৯৬।কাফেলা নাটকের রচিয়তার নাম কি? ---------------------------------উঃ ইব্রাহিম খাঁ।
৯৭।কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি? -----উঃ ইব্রাহিম খাঁ।
৯৮।কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে? --------------------------------উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
৯৯।খেলা রাম খেলে যারে কার রচনা? -----------------------------উঃ সৈয়দ শামসুল হক।
১০০।গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? --------------------উঃ এস. ওয়াজেদ আলী
১০১।চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? -----------------------উঃ নবদ্বীপে।
১০২।জিব্রাইলের ডানার গল্পকার কে? -----------------------------উঃ শাহেদ আলী।
১০৩।তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত? -------উঃ ফারসি।
১০৪।তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? -------উঃ অদ্বৈত মল্লবর্মণ।
১০৫।তারাবাঈ নাটকটির রচিয়াত কে? --------------------উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
১০৫।নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? --------------------উঃ কাজী ইমদাদুল হক।
১০৬।নবীন মাধক কোন নাটকের চরিত্র? -----------------উঃ নীল দর্পন নাটকের
১০৭।নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? -----------------উঃ বুদ্ধদেব বসু।
১০৮।প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে? --------------------উঃ সিকান্দর আবু জাফর।
১০৯।প্রেমের সমাধির রচয়িতা কে? -----------------------উঃ মোহাম্মদ নজীবর রহমান।
১১০।পদ্মা-মেঘনা-যমুনা উপন্যাসের রচয়িতা কে?------উঃ আবু জাফর শামসুদ্দিন।
১১১।পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? -----------------------উঃ বেগম রোকেয়া

Saturday, August 24, 2019

বিভিন্ন পরীক্ষায় আসা বাগধারা সমূহ

* অতি আশা বাঘের বাসা( অতিরিক্ত কোন কিছুই ভালো না)
* অন্ধের নড়ি( একমাত্র অবলম্বন)
* অরণ্যে রোদন (বৃথা ক্রন্দন)
* অকালবোধন (অসময়ে আহ্বান)

* আঠারো মাসে বছর( দীর্ঘসূত্রিতা)
* আমড়া কাঠের ঢেকি( অপদার্থ)
* আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া( উপযুক্ত ব্যবস্থা অবলম্বনে অভাব)
* আটে পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়( প্রস্তুতি অর্জনের শেষে কাজে হাত দেয়া উচিত)
* আড়িপাতা( গোপনে শোনা)
* আষাড়ে গল্প (অবিশ্বাস্য কাহিনী)
ই 
* ইতর বিশেষ( পার্থক্য)
* ইদুঁর কপালে( নিতান্ত মন্দ ভাগ্য)
* ঈদের চাঁদ (আকাঙ্ক্ষিত বস্তু)
উ 
*  উড়নচণ্ডী( অমিতব্যয়ী)
* এলাহি কান্ড( বিরাট ব্যাপার)
* একাদশে বৃহস্পতি( মহা সৌভাগ্য)
* ওজার ব্যাটা বনগরু( পন্ডিত এর মূর্খ পুত্র)
* ক অক্ষর গোমাংস - (বর্ণজ্ঞানহীন)
* কলির সন্ধ্যা - ( কষ্টের সূচনা)
* কড়ায় গন্ডায়( পুরোপুরি)
* কাঠের পুতুল( নির্বাক,অসার)
* কান পাতলা- যেসব কথায় বিশ্বাস করে।
* কানাকড়ির সম্পর্ক- তুচ্ছ সম্পর্ক
* কালনেমির লঙ্কাভাগ( দুর্লভ বস্তু লাভের আগে তা উপভোগ করার অলীক কল্পনা)

* খন্ড প্রলয় (তুমুল কান্ড)
* গাছে কাঁঠাল গোপে তেল( প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন)
* গুড়েবালি( আশায় নৈরাশ্য)
* গোকুলের ষাঁড় - ( স্বেচ্ছাচারী) 
* ঘর জাত করা ( অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা)
* ঘাট মানা ( দোষ স্বীকার করা)
* ঘটিরাম ( মূর্খ বা অযোগ্য)
* ঘুটে পোড়ে গোবর হাসে ( নিজের কথা না ভেবে অপরের দুঃখে খুশি হওয়া)
* ঘোড়া রোগ-- অবস্থার অতিরিক্ত ভাবনা
* চড় মেরে গড়( অপমানের পর সম্মান প্রদর্শন)
* চশমখোর( লজ্জাহীন)
* চিত্রগুপ্তের খাতা( সবকিছু লিখিত খাতা)
* চোখের চামড়া- লজ্জা
* ছ আংগুলের আংগুল( অতিরিক্ত)
* ছেড়া চুলে খোপা বাধা( বৃথা চেষ্টা)
* জিলাপির প্যাচ( কূটবুদ্ধি)
ডামাডোল - ( তীব্র গণ্ডগোল)
ত 
* তামার বিষ( অর্থের কুপ্রভাব)
* তালকানা - (বোধহীন)- তালকানা ছেলেটি পকেটে কলম রেখে সারা ঘরে খুঁজছে।
* তীর্থের কাক ( প্রতীক্ষারত)

* থোর-বড়ি-খাঁড়া খাঁড়া-বড়ি-থোর( বৈচিত্র্যহীন, একঘেয়ে)
* দূর্বা গজানো -(উৎখাত)
* পর্বতের মূষিক প্রসব - ( বিরাট সম্ভাবনা)
* পাকা ধানে মই - (বিপুল ক্ষতি করা)
* পায়াভারি- অহঙ্কার
* পাথরে পাঁচ কিল( উন্নত অবস্থা
* পেট গরম( অরুচি হওয়া)
ব 
* ব্যাঙের সর্দি- অসম্ভব কিছু 
* বিদুরের খুদ -  গরিবের সামান্য উপহার
* * বিড়ালের ভাগ্যে শিকা ছেড়া - ভাগ্যক্রমে প্রত্যাশিত সুযোগ লাভ
* ভূতের বাপের শ্রাদ্ধ -( অপরিমিত অপব্যয়)
* মন না মতি = মানবচিত্তের অস্থিরতা
* মগের মুল্লুক - অরাজক)
* মণিহারা ফণী ( প্রিয় বস্তু হারানোয় অস্থিরচিত্ত ব্যক্তি)
* মাকাল ফল - (অন্তঃসারশূন্য)
* ম্যাও ধরা -(দায়িত্ব নেওয়া) শরীরের উপর যে এত অত্যাচার করছঅসুখ হলে ম্যাও ধরবে কে?
* যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে ( পটু লোকের পক্ষে যা সহজ অপটু লোকের পক্ষে তা করা অসম্ভব)
* রগচটা( যে একটুতেই রাগে)
* রাখডাক - ( গোপন কথা)
*রাবণের গোষ্ঠী - (বড় পরিবার)
* লম্বা দেওয়া - (চম্পট দেয়া)
শিয়ালের ডাক( অশুভ লক্ষণ)
* শাঁখের করাত( উভয় সংকট)
* শিখণ্ডী খাড়া করা( আড়ালে থেকে অন্যায় কাজ করা)
* শাপে বর( অকল্যাণই কল্যাণ)
* ষোল আনা- সার্থক/ সম্পূর্ণ
স 
* সবেধন নীলমণি - ( একমাত্র অবলম্বন) 
* সাপের হাঁচি বেদে চেনে( অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না)
* সোনার পাথর বাটি( অসম্ভব বস্তু)
* সুলুখ সন্ধান -- খোঁজ খবর । 
* সোনার কাঠি  রুপোর কাঠি  = বাঁচা-মরার একমাত্র উপায় 
হ 
* হরিষে বিষাদ= আনন্দে বেদনা 
* হরি ঘোষের গোয়াল( অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা)
* হাড়ে বাতাস লাগা( স্বস্তিবোধ করা)
* হাড়-হদ্দ( নাড়ি নক্ষত্র)

প্রায় সমার্থ দেয় এমন বাগধারা

১) মারা যাওয়া অর্থে---
অক্কা পাওয়া, গঙ্গা পাওয়া, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত, ভবলীলা সাঙ্গ হওয়া।
২) অপদার্থ অর্থে---
আমড়া কাঠের ঢেঁকি, কায়েতের ঘরে ঢেঁকি, কচু বনের কালাচাঁদ, ষাড়ের গোবর, ঊনপাঁজরে, অগাকান্ত, অঘাচন্ডী, অঘারাম, ঘটিরাম।
৩) উভয় সংকট অর্থে---
করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা, শাঁখের করাত, রাম ভজি কি রহিম ভজি, দুই নৌকায় পা, জলে কুমির ডাঙ্গায় বাঘ।
৪) সুসময়ের বন্ধু অর্থে ---
শরতের শিশির, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী, সুখের পায়রা, বসন্তের কোকিল
৫) হতভাগ্য অর্থে---
আট কপালে, আট কপালিয়া, ইঁদুর কপালে, ফাঁটা-কপাল
৬) প্রতারণা অর্থে----
মামদোবাজি, চোখে ধূলি দেয়া, বাঙালকে হাইকোট দেখানো।
৭) ক্ষণস্থায়ী অর্থে---
বালির বাঁধ, জলের দাগ, খলের পিরিত, তাসের ঘর।

 চলবে...


Saturday, August 17, 2019

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-

অনুসন্ধান করার ইচ্ছা =অনুসন্ধিৎসা
অনুকরণ করার ইচ্ছা =অনুচির্কীষা
অপকার করার ইচ্ছা =অপচির্কীষা
উপকার করার ইচ্ছা =উপচির্কীষা
প্রতিকার করার ইচ্ছা =প্রতিচিকীষা
করার ইচ্ছা =চির্কীষা
বাস করার ইচ্ছা =বিবৎসা
.
গম্ভীর ধ্বনি=মন্দ্র
* মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা
বিজয় লাভের ইচ্ছা=বিজিগীষা
*প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা
বমন করিবার ইচ্ছা=বিবমিষা
* রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা
* জয় করার ইচ্ছা =জিগীষা
* দেখবার ইচ্ছা =দিদৃক্ষা
.
জানিবার যোগ্য=জ্ঞাতব্য
প্রশংসার যোগ্য=প্রশংসার্হ
ঘ্রাণের যোগ্য=ঘ্রেয়
* যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
যা পূর্বে চিন্তা করা যায়নি=অচিন্তিতপূর্ব
যা বলা হচ্ছে =বক্ষ্যমাণ
* যা কথায় বর্ণনা করা যায় না =অবর্ণনীয়
* যা বাক্যে প্রকাশ করা যায় না =অনির্বচনীয়
.
* বাতাসে চরে যে=কপোত
পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর
সরোবরে জন্মায় যাহা=সরোজ
.
যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান
সকলের জন্য প্রযোজ্য=সর্বজনীন
সকলের জন্য অনুষ্ঠিত =সার্বজনীন
রাত্রির মধ্যভাগ=মহানিশা
স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ
স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত
শক্তির উপাসনা করে যে = শাক্ত
যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর
নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে=সয়ম্ভূ
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)=নিদাঘ
যা গতিশীল = জঙ্গম
যে বিষয়ে কোন বিতর্ক নেই=অবিসংবাদী
অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ=দাদন
অতি উচ্চ ধ্বনি =মহানাদ
অতিশয় রমণীয়=সুরম্য
.
অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী =আনুপূর্বিক
অবজ্ঞায় নাক উঁচু করে যে=উন্নাসিক
অসির শব্দ=ঝঞ্জনা
অন্ধকার রাত্রি =তামসী
অশ্বের চালক=সাদী
.
ঈষৎ উষ্ণ =কবোষ্ণ
ঈষৎ পাংশু বর্ণ=কয়রা
আকস্মিক দুর্দৈব =উপদ্রব
.
আজীবন সধবা যে নারী=চিরায়ুষ্মতী
উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন=রিকথ
উটের/হস্তীর শাবক=করভ
ঋষির দ্বারা উক্ত(কথিত) =আর্য
ক্ষুধার অল্পতা=অগ্নিমান্দ্য
কৃষ্ণবর্ণ হরিণ=কালসার
কাচের তৈরি ঘর=শিশমহল
কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে=বীতশ্রদ্ধ
কচি তৃণাবৃত ভূমি=শাদ্বল
গৃহের প্রধান প্রবেশ পথ=দেহলি,দেউড়ি
গর্দভের বাসস্থান =খরশাল
গুরুগৃহে বাস=অন্তেবাসী
.
গুরুর পত্নী =গুর্বী
গাধার ডাক=রাসভ
ঘর্ষণ বা পেষণজাত গন্ধ=পরিমল
চোখের কোণ=অপাঙ্গ
জানায় যে=জ্ঞাপক
জানা উচিত =জ্ঞেয়
ত্বরার সঙ্গে বর্তমান=সত্বর
ত্বরায় গমন করে যে=তুরগ
তরল অথচ গাঢ়=সান্দ্র
তোপের ধ্বনি=গুড়ুম
থেমে থেমে চলার যে ভঙ্গি=ঠমক
.
দেবতা থেকে উৎপন্ন বা
দৈবজাত=আধিদৈবিক
দুরথীর যুদ্ধ =দ্বৈরথ
দুই নদীর মধ্যবর্তী স্থান =দোয়াব
দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ=রোজনামচা
দুগ্ধবতী গাভী=পয়স্বিনী
.
নিবেদন করা হয় যা=নৈবদ্য
নিকৃষ্ট ব্যক্তি =অজন
নিচে জল আছে যার=অন্তঃসলিলা
প্রস্থান করতে উদ্যত =চলিষ্ণু
প্রদীপ শীর্ষের কালি=অঞ্জন
পেতে ইচ্ছা=ঈপ্সা
পায়ে হেঁটে যে গমন করে না=পন্নগ
পায়ে হাঁটা =পদব্রজ
ফিকা কমলা রঙ=বাসন্তী
পূর্ণিমার চাঁদ =রাকা
প্রভাতের নবোদিত সূর্য=বালার্ক
বসন আলগা যার=অসংবৃত
বেলা ভূমিকে অতিক্রম =উদ্বেল
বিশেষ ভাবে দর্শন =বীক্ষণ
মেঘের ধ্বনি=জীমূতমন্ত্র
মাথায় টাক=খলতি
যার কিছু নেই=আকিঞ্চন
.
যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না=অসেচনক
যা গমন করে না=নগ
যার স্পৃহা দূর হয়েছে=বীতস্পৃহ
লয় প্রাপ্ত হয়েছে=লীন
শত্রুকে পীড়া দেয় যে=পরন্তপ
সুদে টাকা খাটানো=তেজারতি
হস্তী রাখার স্থান =বারী,পিলখানা
হস্তীর চারণভূমি=প্রচার
হত্যা করে যে=হন্তারক
অব্যক্ত মধুর ধ্বনি=কলতান
যার বাসস্থান নেই=অনিকেতন
জয়লাভ করতে অভ্যস্ত যে=জিষ্ণু
দান করে যে কেড়ে নেয়=দত্তাপহারী
দান করার ইচ্ছা=দিৎসা
ন্যায় শাস্ত্রে পণ্ডিত যিনি=নৈয়ায়িক
যে সুপথ থেকে ভিন্ন পথে গেছে=উন্মার্গগামী
যে পার হতে ইচ্ছুক=তিতীর্যু
যে অট্টালিকা দেখতে সুন্দর=হর্ম্য
.
যা বিচারের দ্বারা ঠিক করা যায় না=অপ্রতর্ক্য
শুনতে ইচ্ছুক=শুশ্রুষু
রঘুর পুত্র=রাঘব
হাতির পিঠে আরোহী বসার স্থান=হাওদা
সন্তানের মত যত্নে=অপত্যনির্বিশেষে
যে রমণীর হাসি পবিত্র=শুচিস্মিতা
.
যা কষ্টে নিবারণ করা যায় =দুর্নিবার
প্রায় প্রভাত হয়েছে এমন =প্রভাতকল্পা
রাত্রির প্রথম ভাগ =পূর্বরাত্র
রাত্রির মধ্যভাগ =মহানিশা
রাত্রির তিন ভাগ একত্রে =ত্রিযামা
রাত্রিকালীন যুদ্ধ =সৌপ্তিক
পরের অন্নে যে জীবন ধারণ করে =পরান্নজীবী
পরকে প্রতিপালন করে যে =পরভৃৎ
শোনা যায় এমন =শ্রুতিগ্রাহ্য

রাজহাঁসের ডাক=ক্রেঙ্কার
বাদ্যযন্ত্রের ধ্বনি =ঝংকার
ধনুকের ধ্বনি =টংকার
.
ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা
ত্রাণ লাভ করার ইচ্ছা=তিতীর্ষা
গমন করার ইচ্ছা=জিগমিষা
নিন্দা করার ইচ্ছা=জুগুপ্সা
বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
পেতে ইচ্ছা=ঈপ্সা
.
যে নারীর স্বামী ও পুত্র জীবিত =বীরা,পুরন্ধ্রী
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে =নবোঢ়া
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয় না=অনন্য
যে নারীর সতীন/শত্রু নেই =নিঃসপ্ত
সম্পূর্ণ বিবেচনা করা হয় নাই এমন=অসমীক্ষিত
.
কামনা দূর হয়েছে যার =বিতস্কাম
পিতার ভ্রাতা =পিতৃব্য
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় =সংবর্ত
ঈষৎ কম্পিত =আধত
.
ঈষৎ পাংশুবর্ণ =কয়রা
কষ্টে অতিক্রম করা যায় না যা =দুরতিক্রম্য
যা সহজে অতিক্রম করা যায় না =দুরতিক্রম্য
যা কষ্টে নিবারণ করা যায় =দুর্নিবার
অক্ষির সমীপে =সমক্ষ
বেঁচে থাকার ইচ্ছা =জিজীবিষা
রচয়িতার মূল গ্রন্হ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন =লিপিকার

যাহা কষ্টে অর্জন করা যায় =কষ্টার্জিত
যা সহ্য করা যায় না =দুর্বিষহ
যা সহজে মরে না =দুর্মর
যা অতিক্রম করা যায় না =অনতিক্রম্য
যা দমন করা কষ্টকর =দুর্দমনীয়
যা নিবারন করা যায় না =অনিবারিত
জন্মে নাই যা =অজ

Friday, August 16, 2019

 স্বভাব কবি বলতে যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ, যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন তাকে বোঝায়। স্ববাসিনী শব্দ থেকে স্বভাব কবি শব্দের উৎপত্তি।

👉গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয়। গোবিন্দচন্দ্র দাস (১৬ জানুয়ারি, ১৮৫৫ - ১ অক্টোবর, ১৯১৮) একজন বাঙালি স্বভাব কবি।

1.‘সাহিত্য সম্রাটকাকে বলা হয় ?---------------উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

2. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি ? --------------- উঃ রায়গুণাকর।

3. ‘কবিকষ্কণকার উপাধি ? --------------- উঃ মুকুন্দরাম চক্রবর্তী।

4. ‘রায় গুণাকরকার কাব্য উপাধি ? ---------------উঃ ভারতচন্দ্র।

5. জীবনানন্দ দাশ প্রধানত ?-----------উঃ প্রকৃতির কবি।

6. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসাবে পরিচিত ?---------উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।

7. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খা রচিত ?-----------উঃ সমাজ ও সমাধান।

8.বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ?--------------উঃ বেগম সুফিয়া কামাল।

9.আকরাম খা রচিত মোস্তফা চরিত গ্রন্থটি ?-------------উঃ সীরাত গ্রন্থ ।

10.বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ?--------------উঃ বেগম রোকেয়া সাখাওয়াত।

11.বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি ?--------------উঃ আবদুল করিমের।

12. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকরবলা হয় ?--------------উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।

13. বাংলা সাহিত্যে ভোরের পাখিবলা হয় কাকে ?-----------উঃ বিহারী লাল চক্রবর্তী।

14. অপরাজেয় কথাশিল্পী কার ছন্মনাম ?---------উঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।

15. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ?------------উঃ ১৮০১ সালে।

16.বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?--------উঃ বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।

17. কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?-----------উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

18. বাংলাদেশের জাতীয় কবি কে ?-------------উঃ কাজী নজরুল ইসলাম।

19. ‘দত্তকুলোদ্ভবকবি কে ?-----------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

20. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ?------------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

21. ‘পল্লীকবিউপাধি হলো ?------------উঃ জসীমউদ্দীন।

22.‘ মরমী কবি কাকে বলা হয় ?------------উঃ হাসন রাজা।

23.বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলে ?--------------উঃ ফররুখ আহমদ।

24. বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে ?-----------উঃ মাইকেল মধুসূদন দত্ত।

25. বহুভাষাবিদ পন্ডিত বলতে কার নাম প্রথমে চলে আসে ?-------------উঃ শহীদুল্লাহ।

26. ডঃ মুহম্মদ শহীদুল্রাহ ছিলেন প্রধানত ?-----উঃ ভাষাতত্ত্ববিদ।

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post