Ad-1

Showing posts with label ৮ম বাংলা প্রথম বহুনির্বাচনী. Show all posts
Showing posts with label ৮ম বাংলা প্রথম বহুনির্বাচনী. Show all posts

Thursday, March 30, 2023

দুই বিঘা জমি

১. দুই বিঘা জমিকবিতায় ভূমিহীন প্রজা কে?
ক) দাসী        খ) মালি         গ) দেবী         ঘ) উপেন।
২. 'মরিবার মতো ঠাঁই’ বলতে কবি বুঝিয়েছেন
ক) নিজের শেষ অবস্থা   খ) আশ্রয়ের শেষ স্থল।   গ) দয়া করার প্রবণতা            ঘ) একটি মৃত্যুর স্থান
৩. দুলে জাতের আবার সৎকার কী!” –জমিদারের এমন মন্তব্য 'দুই বিঘা জমিকবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) নিচু জাতের প্রতি অবজ্ঞা      খ) অহংকারবোধ         গ) কুসংস্কার।   ঘ) শাষক শ্রেণির নিষ্ঠুরতা
৪. আঁখি করি লাল’- এখানে লাল আঁখি’ কীসের প্রতীক?
ক ঘৃণা          খ বিরক্তি        গ) রাগ         ঘ) ক্ষোভ
৫. আচ্ছা সে দেখা যাবে- কথাটি রাজা উপেনকে বলেন-
ক) ক্রুদ্ধ হয়ে    খ) ক্রুর হাসি হেসে      গ) অট্টহাসি হেসে        ঘ) বিরক্ত হয়ে।
, 'আচ্ছাসে দেখা যাবে। উপেনকে বলা এ কথায় রয়েছে।জমিদারের-
ক) অভিমান             খ) ঘৃণা         গ) ক্রোধ                ঘ) প্রতিবাদ
৭. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়?
ক) অনুগত বাহিনী দিয়ে          খ) ভয়ভীতি দেখিয়ে      গ) পারিষদ দিয়ে       ঘ) মিথ্যে মামলা দিয়ে
উপেন দুই বিঘা জমির পরিবর্তে কী পেয়েছিল?
ক) আম্রকানন   খ) দুটি আম    গ) সমগ্র পৃথিবী          ঘ) সন্ন্যাস জীবন।
জন্মভূমির কোন বিষয়টি দেখে উপেনের চোখ জুড়ালো?
ক) মনোরম দৃশ্য         খ) স্নিগ্ধ সমীর          গ) কুমোরের বাড়ি        ঘ) রথতলা
১০উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
ক) দশ-পনেরো ৷        খ) চৌদ্দ-পনেরো         গ) পনের-ষোল         ঘ) পনেরো-বিশ
১১. 'দুই বিঘা জমি'- কবিতায় উল্লিখিত নদীটির নাম কী?
ক) গঙ্গা         খ) পদ্মা৷                গ) মেঘনা              ঘ) যমুনা
১২. গ্রামগুলোকে শান্তির নীড়বলা হয়েছে কেন?
ক) সমৃদ্ধির জন্য         খ) প্রকৃতির জন্য         গ) স্বয়ংসম্পূর্ণতার জন্য           ঘ) আনন্দের জন্য
১৩উপেন কখন তার নিজ গ্রামে পৌছেছিল?
ক) সকালে              খ) সন্ধ্যায়               গ) প্রথম প্রহরে          ঘ) দ্বিতীয় প্রহরে
১৪. নিলাজ কূলটা ভূমি'!– এখানে নিলাজ কুলটা কোনটি?
ক) ভূস্বামী       খ) উপেন       গ) ভিটেমাটি।   ঘ) মালি
১৫. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
ক) নিলাজ জননী                খ) নিলাজ কুলটা        গ) নিলাজ দাসী          ঘ) দাসী জননী
১৬. ছিলে দেবীহলে দাসী'— এ উক্তিতে কী প্রকাশিত হয়েছে?
ক) ক্ষোভ       খ) হতাশা।      গ) রাগ         ঘ) দুঃখ
১৭. ছিলে দেবী হলে দাসী।'— দুই বিঘা জমিকবিতায় উক্ত বাক্যে কবি কী বােঝাতে চেয়েছেন?
ক) অস্তিত্ব খ) ঐশ্বর্য গ) মর্যাদা ঘ) সৌন্দর্য
১৮. দুই বিঘা জমিকবিতায় কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
ক) আমগাছ             খ) কাঁঠালগাছ    গ) জামগাছ      ঘ) নারকেলগাছ
১৯. 'যত হাস আজ যত করো সাজ ছিলে দেবীহলে দাসী'- উক্তিটি কার?
ক) মালির               খ) বাবুর        গ) উপেনের             ঘ) আমগাছের
২০. ছিলে দেবীহলে দাসী। কবি এখানে জন্মভূমিকে কী হারানোর কথা বুঝিয়েছেন?
ক) স্বাধীনতা             খ) সৌন্দর্য              গ) ক্ষমতা               ঘ) ঐশ্বর্য
২১, ‘ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!'- এ চরণে উপেনকে কেমন মনে হচ্ছে?
ক) স্মৃতিকাতর           খ) বিরহকাতর           গ) দেশপ্রেমিক         ঘ) হতদরিদ্র
২২. সহসা শ্বাস ফেলে গেল কে?
ক) বাতাস       খ) ঝড়         গ) ফল         ) শাখা
২৩. উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়ল?
ক) পাঁচটি       খ) চারটি        গ) তিনটি       ঘ) দুটি
২৪. 'যমদূত প্রায়'— এই বিশেষণটি দুই বিঘা জমিকবিতার কার পরিচয় বহন করে?
ক) পেয়াদা              খ) মালি                 গ) রাজা                 ঘ) ভূস্বামী
২৫. 'দুই বিঘা জমি'- কবিতায় 'সপ্তমসুর'- বলতে কী বুঝানো হয়েছে?
ক) কর্কশ সুর           খ) সাতটি সুর           গ) মধ্যম সুর            ঘ) উচ্চ সুর।
২৬. 'বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’– এখানে পারিষদ দলের কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?
ক) আনুগত্য             খ) চাটুকারিতা           গ) শক্তিমত্তা             ঘ) পারদর্শিতা
২৭. আমি শুনে হাসি আঁখিজলে ভাসিএই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজআমি আজ চোর বটে!
উদ্ধৃত কবিতাংশের প্রকাশ পেয়েছে উপেনের
ক) ক্রোধ ও বিরক্তি      খ) ঘৃণা ও দ্বেষ।         গ) অসহায়ত্ব ও লজ্জা        ঘ) আক্ষেপ ও মনঃকষ্ট
২৮. ধাম’ শব্দের অর্থ কী?
ক) মূল্যবান।    খ) শ্যাওলার স্থূপ।        গ) খড়ের গাদা।         ঘ) তীর্থস্থান।
২৯. দুই বিঘা জমি’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) মানসী               খ) গীতাঞ্জলি             গ) সোনার তরী          ঘ) চিত্রা
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১২       খ) ১৯১৩       গ) ১৯১৪        ঘ) ১৯১৫
৩১. দুই বিঘা জমি কবিতায় উপস্থাপিত হয়েছে
ক) লোভের পরিণতি              খ) গরিব মানুষের পরিচয়
গ) লুটেরাদের ভোগলালসা         ঘ) মানুষের অসহায়ত্ব
৩২. আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ”— পঙক্তিটিতে
উপেনের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো
i. ক্ষোভ                 ii. ধিক্কার        iii. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i            খ) ও ii       গ) iii           ঘ) ও iii
৩৩. দুই বিঘা জমিকবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে
i. শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণ      ii. গরিবদের দুর্দশা       iii. লুটেরা বিত্তবানদের প্রতাপ
নিচের কোনটি সঠিক?
ক) ও ii খ) ii ও iii গ) ও iii ঘ) i, ii ও iii
 
১-ঘ,২-,৩-ঘ,৪-গ৬-গ,৭-ঘ,৮-গ,৯-ক,১০-গ,১১-ক,১২-খ,১৩-ঘ, ১৪-গ,১৫-খ,১৬-খ
১৭-ক,১৮-গ,১৯-ক,২০-ক,২১-ক,২২-ঘ,২৩- খ,২৪- ঘ,২৫-খ,২৬-ঘ,২৭-ঘ,২৮-ঘ,২৯-খ,৩০-গ,৩১-খ,৩২-ঘ

১৮। কখন আম কুড়াবার ধুম পড়ত? 
ক. বিকালে খ. অতিভোরে গ. দুপুরে ঘ. সন্ধ্যায় 
১৯. আমগাছ থেকে কয়টি পাকা আম পড়ল? 
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি 
১৪..উপেন তার পূর্বের দুই বিঘা জমি বাকি আখ্যা দিয়েছে?
ক. ছিনালী খ. রাক্ষসী গ. ডাইনী ঘ. সর্বগ্রাসিনী
১৬. সে মাটি সোনার বাড়া চরণটিতে প্রকাশ পেয়েছে
ক দীনহীন অবস্থা খ দেশমাতৃকা তথা জন্মভূমির প্রেম 
গ মাটি সোনার মতো ঘ মাটির মূল্য সোনার মতো।
১৯। 'দুই বিঘা জমি' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক। ক্ষণিকা খ। সোনার তরী গ। মানসী ঘ। কথা ও কাহিনী
৩৫.উদ্দীপক ও "দুই বিঘার জমি"- কবিতার আলোকে কবি রবীন্দ্রনাথ মূলত যে বিষয়টি তুলে ধরেছেন তা  হলো -
১. সহানুভূতির ২. শোষণ। ৩. নিষ্ঠুরতার
কোনটি সঠিক?
ক) ১..খ) ২..গ) ৩...ঘ) ১,২,৩

Tuesday, May 31, 2022

পাছে লোকে কিছু বলে

২৪. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?

ক. ম্রিয়মাণ থাকার জন্য    খ. প্রাণহীন থাকার জন্য

গ. হতাশাগ্রস্ত হওয়ার জন্য    ঘ. উচ্ছ্বল থাকার জন্য

২৫. কবি কখন উপেক্ষার ছলে চলে যান?

ক. স্নেহের কথায় ব্যথা দূর হতে পারে জেনেও    খ. নির্মল নয়নের জলে কাঁদতে চেয়েও

গ. দুঃখীর জন্যে প্রাণ কাঁদলেও        ঘ. হৃদয়ে অনেক শুভ্র চিন্তা উঠলেও

২৬. পাছে লোকে কিছু বলেকবিতার মূল বক্তব্য হলো

i. নিজেকে গুটিয়ে না রাখা        ii. সমালোচনায় কান না দেওয়া

iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

২৭. মহৎ কোনো উদ্দেশ্যে সবাই একত্র হলেও কবি তাদের সঙ্গে মিশতে পারেন না। কারণ

i. সমালোচনাকে ভয় পান বলে    ii. পাছে লোকে কিছু বলে, এই চিন্তায়

iii. শুভ্রচিন্তা হৃদয়ের তলে মিশে যায় বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিশুকাল থেকে নিজেকে ঢেকে রাখার চেষ্টা আবীরের। সবকিছুতে তার কেবল দোটানা আর দ্বিধাভাব। কুয়াশার চাদরের মতো কী যেন জাপটে ধরে রাখে আবীরকে! সে অত্যন্ত মেধাবী। তবুও বিদেশি কোম্পানির অত বড় পদেও চাকরিটা আবীর নেওয়ার সাহস পেল না।

২৮. ওপরের উদ্দীপকে কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে
কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?

ক. সাহস     খ. সংশয়    গ. সংকল্প     ঘ. উপেক্ষা

২৯. কবি কামিনী রায়ের দৃষ্টিতে আবীরকে চাকরিতে যোগদান করানোর জন্যে প্রয়োজন

i. সাহসী হওয়া    ii. মনের বল বাড়ানো     iii. দোটানা ভাব ত্যাগ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় সত্যজিৎ রায়ের নায়ক’ সিনেমা দেখে শ্রেয়সী। তখন থেকে ওর মনে ছবির পরিচালক হওয়ার সাধ জাগে। ওর মাঝে যে সৃজনশীলতা আছে, তা কাজে লাগানো গেলে ভালো কাজ করা সম্ভব। কিন্তু সে বিশ্বাস বা আস্থা কোনোটাই শ্রেয়সীর নেই। তাই প্রতিভা থাকলেও নিজেকে আড়ালে রেখেছে সে।

৩০. উদ্দীপকে পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাব ফুটে উঠেছে?

ক. সংকল্প     খ. সংশয়    গ. সাহস     ঘ. হতাশা

৩১. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ

i. সংশয়ে সংকল্প সদা টলে    ii. সম্মুখে চরণ নাহি চলে    iii. বিধাতা দিছেন প্রাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i,  ii iii

সঠিক উত্তর : ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক

 

আবার আসিব ফিরে

১. রূপসা কীসের নাম?

ক. দিঘির                        খ. বিলের

গ. নদীর             ঘ. গ্রামের

২. নবান্ন শব্দের অর্থ কী?

ক. নতুন উৎসব    খ. নতুন ধান

গ. নতুন ভাত      ঘ. নতুন দিন

৩. আবার আসিব ফিরেকবিতাটি কোন কাব্যগ্রন্থথেকে নেওয়া হয়েছে?

ক. রূপসী বাংলা

খ. সোনালী কাবিন

গ. ঝরা পালক

ঘ. সাতটি তারার তিমির

৪. নিচের কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ’? 

ক. দোলনচাঁপা    

খ. সোনার তরী

গ. সাঁঝের মায়া   

ঘ. বনলতা সেন

৫. জীবনানন্দ দাশ ছিলেন-

ক. রোমান্টিক কবি

খ. প্রকৃতিপ্রেমিক কবি

গ. রাজনৈতিক কবি

ঘ. প্রেম ও দ্রোহের কবি

৬. সন্ধ্যার বাতাসে কী ওড়ে?

ক. মশা              খ. পাখি

গ. চিল               ঘ. সুদর্শন

৭. কোন মাসে নবান্ন উৎসব হয়?

ক. কার্তিক                      খ. অগ্রহায়ণ

গ. পৌষ             ঘ. মাঘ

৮. আবার আসিব ফিরেকবিতায় ফুটে উঠেছে-

ক. কবির স্বদেশচেতনা

খ. কবির আত্মপ্রেম

গ. কবির প্রকৃতিচেতনা

ঘ. কবির মৃত্যুচেতনা

৯. কবি আবার এই বাংলায় কীসের বেশে ফিরতে চান?

ক. শঙ্খচিল                     খ. দোয়েল

গ. শালিক                       ঘ. ক ও গ

১০. কবি জীবনানন্দ দাশ কীভাবে মারা যান?

ক. রেল দুর্ঘটনায়

খ. বাস দুর্ঘটনায়

গ. অগ্নি দুর্ঘটনায়

ঘ. ট্রাম দুর্ঘটনায়

১১. কবি কীরূপে সাঁতার কেটে জলে ভাসবেন?

ক. বক               খ. হাঁস

গ. রাজহাঁস                     ঘ. পানকৌড়ি

১২. কার্তিকের নবান্নের দেশে কবি কী হয়ে ফিরতে চান?

ক. শঙ্খচিল                     খ. ভোরের কাক

গ. দোয়েল                      ঘ. ধবল বক

উত্তর

১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. খ


 ১। বনলতা সেনকোন ধরনের রচনা?
ক. নাটক খ. প্রবন্ধ
গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ
উত্তর: ঘ. কাব্যগ্রন্থ
২। আবার আসিব ফিরেকবিতার মূলভাব কোনটি?
ক. ধর্মচেতনা খ. প্রকৃতিচেতনা
গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা
উত্তর: খ. প্রকৃতিচেতনা
৩। আবার আসিব ফিরেকবিতায় কে খইয়ের ধান ছড়াচ্ছে?
ক. কিশোর খ. কিশোরী গ. শিশু ঘ. বধূ
উত্তর: গ. শিশু
৪। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?
ক. শঙ্খচিলের খ. কাকের
গ. লক্ষ্মীপেঁচার ঘ. বকের
উত্তর: ঘ. বকের
৫। নবান্নশব্দের অর্থ কী?
ক. নতুন দিন খ. নতুন ভাত
গ. উৎসব ঘ. নতুন মাস
উত্তর: খ. নতুন ভাত
৬। আবার আসিব ফিরেকোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. ছোট গল্প
গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ক. কবিতা
৭। কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে আসতে চান?
ক. শকুনের বেশে খ. ঈগলের বেশে
গ. কোকিলের বেশে
ঘ. শঙ্খচিলের বেশে
উত্তর: ঘ. শঙ্খচিলের বেশে
৮। কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?
ক. দোয়েল খ. শঙ্খচিল
গ. কাক ঘ. শালিক
উত্তর: গ. কাক
৯। কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন?
ক. হাঁস খ. রাজহাঁস
গ. ডাহুক ঘ. বালিহাঁস
উত্তর: ক. হাঁস
১০। ডাকিতেছেশব্দটির ভাষারূপ কী?
ক. সাধু খ. চলিত
গ. আঞ্চলিক ঘ. তৎসম
উত্তর: ক. সাধু
১১। জীবনানন্দ দাশ নিহত হন
ক. বিমান দুর্ঘটনায় খ. লঞ্চ দুর্ঘটনায়
গ. ট্রেন দুর্ঘটনায় ঘ. ট্রাম দুর্ঘটনায়
উত্তর: ঘ. ট্রাম দুর্ঘটনায়
১২। জীবনানন্দ দাশ ছিলেন
ক. স্বজনপ্রেমিক কবি
খ. প্রকৃতিপ্রেমিক কবি
গ. ভ্রমণপ্রেমিক কবি
ঘ. ক্রীড়াপ্রেমিক কবি
উত্তর: খ. প্রকৃতিপ্রেমিক কবি
১৩। কবি কী রূপে বাংলার নদী, মাঠ, খেত ভালোবেসে ফিরে আসবেন?
ক. লক্ষ্মীপেঁচা খ. শঙ্খচিল, শালিক
গ. ভোরের কাক ঘ. কিশোরী
উত্তর: খ. শঙ্খচিল, শালিক
১৪। সারা দিন কে সাঁতার কেটে জলে ভাসবে?
ক. কিশোরী খ. জীবনানন্দ দাশ
গ. হাঁস ঘ. কিশোর
উত্তর: খ. জীবনানন্দ দাশ
১৫। আবার আসিব ফিরেকবিতায় একধরনের গোবরে পোকাঅর্থে ব্যবহূত শব্দ হচ্ছে
ক. সহজ-সরল খ. সবার বোধগম্য
গ. সাধু ও চলিতের মিশ্রণ ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো

১৬। কবি কেন হাঁস হতে চান?
ক. হাঁস পছন্দ করতেন, তাই
খ. মমত্ববোধ জাগরণের জন্য গ. ঘুঙুর পরার জন্য ঘ. সৌন্দর্যের আঁধার খুঁজে পেয়েছেন, তাই উত্তর: ঘ. সৌন্দর্যের আঁধার খুঁজে পেয়েছেন, তাই ১৭। আবার আসিব ফিরেকবিতায় কবি কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরতে চান
কবি কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরতে চান? ক. লক্ষ্মীপেঁচা খ. বুনোহাঁস গ. শঙ্খচিল শালিক ঘ. ভোরের কাক উত্তর: ঘ. ভোরের কাক ১৮। নিচের কোনটি জলাঙ্গীশব্দের ব্যাসবাক্য? ক. জল রূপ অঙ্গ খ. জল যে অঙ্গী গ. জল যার অঙ্গে ঘ. জলের অঙ্গ উত্তর: গ. জল যার অঙ্গে ১৯। সাহিত্যক্ষেত্রে জীবনানন্দ দাশের প্রধান পরিচয় হিসেবে নিচের
কোনটি সমর্থনযোগ্য? ক. গল্পকার খ. প্রাবন্ধিক গ. ঔপন্যাসিক ঘ. কবি উত্তর: ঘ. কবি ২০। বেলী ফুলের সুবাস অনেক মোহনীয়। উদ্দীপকের সাথে সাদৃশ্য আছে আবার আসিব ফিরেকবিতার কোন ফুলে? ক. কলমি খ. চাঁপা গ. রজনীগন্ধা ঘ. হাস্নাহেনা উত্তর: ক. কলমি ২১। নবান্নশব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি
সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. নবা+অন্ন খ. নব+অন্ন গ. নব+আন্ন ঘ. নবা+ আন্ন উত্তর: খ. নব+অন্ন।


Monday, May 30, 2022

আমাদের লোকশিল্প

 ১. হাতে তৈরি সুতা থেকে কোন কাপড় তৈরি হয়?
ক. মসলিন খ. জামদানি    গ. তসর ঘ. খদ্দর
২. লোকশিল্পের ভেতর দিয়ে কিসের প্রকাশ ঘটেছে?
ক. ইচ্ছাশক্তির        খ. জীবনবোধের        গ. হৃদয়মনের        ঘ. পরিশ্রমের
৩. কোন জিনিসের কাজ বাংলাদেশের বহু যুগের ঐতিহ্য?
ক. হস্তুশিল্পের  খ. বেত ও বাঁশের  গ.মাটির ও বেতের  ঘ. পোড়ামাটির
৪. তাঁত শিল্পের বর্তমান গৌরব কী?
ক. কাতান খ. জামদানি গ.বেনারসি ঘ. খদ্দর
৫. মনিপুরীদের বাস সিলেটের কোন অঞ্চলে?
ক. টুলাটিকর খ. মাছিমপুর    গ. নয়াসড়ক ঘ. জাফলং
৬. শিকা, হাতপাখা এগুলো সাধারণ সামগ্রী হলেও এতে প্রকাশ ঘটেছে
ক. আধুনিক রুচি  খ. সৌন্দর্যপ্রিয়তা
৭. ‘টেকসই’ অর্থ কী?
ক. মোটা খ. ভারী    গ. মজবুত ঘ. লম্বাটে
৮. কোনটি লোকশিল্পের অন্যতম উপকরণ?
ক. কাপড়ের তৈরি পুতুল    খ. হাঁড়ি-পাতিল
গ. মাটির পুতুল        ঘ. পোড়ামাটির জিনিস
৯. কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৯ সালে খ. ১৯২১ সালে    গ. ১৯২০ সালে ঘ. ১৯২২ সালে
১০. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস?
ক. নবাবপাড়া খ. নওদাপাড়া গ. নওয়াপাড়া ঘ. পাথরাইল
১১. মসলিনের সাথে জামদানি শাড়ির সম্পর্ক রয়েছে
ক. ঐতিহ্য খ. কারিগরি দক্ষতায়  গ. মূল্যমানে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২. তাঁত শিল্প শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠার কারণ
ক. ভৌগোলিক অবস্থান  খ. অনুকূল আবহাওয়া গ. পরিবহন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তরঃ- ১ ঘ,২-গ,৩-খ,৪-খ,৫-খ,৬-খ,৭-গ,৮-ক,৯-খ, ১০-গ,১১-ক ১২-ক,

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post