Ad-1

Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম পদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts
Showing posts with label ৯ম-১০ম বাংলা প্রথম পদ্যাংশ বহুনির্বাচনী. Show all posts

Tuesday, February 22, 2022

জীবন সঙ্গীত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১।      আমাদের জীবন কিসের স্বপন?
          ক) দুঃস্বপন               খ) দিবা স্বপন          গ) নিশার স্বপন          ঘ) বাস্তব স্বপন
২।      মাইকেল মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন?
  ক) শামসুর রাহমান    খ) সত্যেন্দ্রনাথ দত্ত      গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়         ঘ) সুকুমার রায়
৩।    ‘জীবন সঙ্গীত’ কবিতা অনুযায়ী কিসে মুক্তি নেই?
          ক) সংসারে          খ) বৈরাগ্যে         গ) পরিবারে         ঘ) সংগ্রামে
৪। ‘অনিত্য’ শব্দের আভিধানিক অর্থ হলো—
          ক) অস্থায়ী        খ) স্থায়ী         গ) চিরন্তন        ঘ) শাশ্বত
৫।    ‘A Psalm of life’ কবিতাটি কোন কবির?
          ক) William Wordsworth          খ) Robert Herrick
          গ) Henry Wadsworth Longfellow         ঘ) William Shakespeare 
৬।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কী করতে নিষেধ করেছেন?
          ক) হাসতে        খ) ক্রন্দন করতে        গ) যুদ্ধ করতে  ঘ) সংসার করতে
৭।    প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
          ক) কলকাতা হিন্দু কলেজের         খ) কলকাতা সংস্কৃত কলেজের
          গ) প্রেসিডেন্সি কলেজের             ঘ) জগন্নাথ কলেজের
৮।   কিসের অনুপ্রেরণায় হেমচন্দ্র  বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন?
          ক) মাতৃপ্রেমের  খ) ভাষাপ্রেমের         গ) প্রকৃতিপ্রেমের     ঘ) স্বদেশপ্রেমের
৯।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবাত্মা কী?
          ক) অনিত্য         খ) নিত্য        গ) আকিঞ্চন     ঘ) আদিত্য
১০।    ভবের উন্নতির জন্য কী করতে বলা হয়েছে?
          ক) নিজের কাজ  খ) দুঃখবোধ        গ) সুখের আশা    ঘ) স্বপ্ন দেখা
১১।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় মিথ্যা সুখের কল্পনা করলে কী হয়?
       ক) দুঃখ কমে     খ) দুঃখ বাড়ে    গ) সুখ বাড়ে       ঘ) সুখ আসে
১২।    ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় না?
          ক) দুঃখের আশা    খ) সুখের আশা          গ) মানবকল্যাণ          ঘ) সংসার
১৩।   ‘জীবন সঙ্গীত’ কবিতার মধ্য দিয়ে কবি যে দিকটি ফুটিয়ে তুলেছেন—
  ক) মানবজীবনের গুরুত্ব     খ) সন্ন্যাসজীবন          গ) সময়ের গুরুত্ব       ঘ) মানুষের কর্তব্য
১৪।    ‘সংসারে-সমরাঙ্গনে’ বলতে বোঝানো হয়েছে?
 ক) পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ          খ) যুদ্ধ ক্ষেত্রে সংসারের কথা ভুলে না যাওয়া
 গ) যুদ্ধ ক্ষেত্রের সৈনিকের মতো সংসারের দুঃখ-কষ্ট মোকাবেলা করা       ঘ) বৈরাগী জীবন গ্রহণ করা
১৫।   ‘জীবন সঙ্গীত’ কবিতার তাৎপর্য হিসেবে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?
          ক) মানবজন্ম অত্যন্ত মূল্যবান                 খ) মানবজীবন অর্থহীন
          গ) মুক্তিই একমাত্র কাম্য                ঘ) জীবনটা একটি রণক্ষেত্র
১৬।   কিসের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে বরণীয় হতে হবে?
          ক) মহান ব্যক্তিদের পথ অনুসরণে          খ) সংসারী হওয়ার মাধ্যমে        
          গ) সংগ্রাম করে                ঘ) কাজ করে
১৭।   ‘জীবন সঙ্গীত’ কবিতার উপজীব্য বিষয়গুলো হলো—
          i. মানবকল্যাণ          ii. জীবনের গুরুত্ব          iii. বরণীয় জীবন
          নিচের কোনটি সঠিক?
          ক) i     খ) ii       গ) iii                    ঘ) i, ii ও iii
১৮।   ‘বরণীয়’ শব্দের আভিধানিক অর্থ—
          i. সম্মানের যোগ্য        ii. গ্রহণীয়          iii. বর্জনীয়
          নিচের কোনটি সঠিক?
          ক) i     খ) ii        গ) iii         ঘ) i ও iii
১৯।   ‘সংকল্প করেছ যাহা’ তারপর হবে—
          i. পালন কর তাহা         ii. সাধন করহ তাহা          iii. কাজ কর তাহা
          নিচের কোনটি সঠিক?
          ক) i             খ) ii         গ) iii            ঘ) i, ii ও iii
২০।    কবি ‘হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়’ যে সময়ে আর্থিক সংকটে পড়েন—
          i. কলেজে পড়ার সময়        ii. স্কুলে পড়ার সময়          iii. চাকরিজীবনে
          নিচের কোনটি সঠিক?
          ক) i   খ) ii         গ) iii  ঘ) ii ও iii
২১।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘সংসারে-সমরাঙ্গনে’ শব্দটি যতবার ব্যবহৃত হয়েছে—
          ক) ২ বার   খ) ৪ বার          গ) ৫ বার   ঘ) ৬ বার
২২।   জগতে যারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন—
          i. মহাজ্ঞানী       ii. মহান ব্যক্তি        iii. বৈরাগী
          নিচের কোনটি সঠিক?
          ক) ii            খ) iii          গ) i ও iii      ঘ) i ও ii
২৩।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় যেভাবে যুদ্ধ করার ইঙ্গিত পাওয়া যায়—
          i. সাহসের সঙ্গে     ii. দৃঢ় পণে          iii. বীর্যবান হয়ে
          নিচের কোনটি সঠিক?
          ক) i       খ) ii          গ) iii          ঘ) i ও iii
২৪।   ‘জীবন সঙ্গীত’ কবিতার প্রেক্ষাপটে যেটি সঠিক—
          i. মহাজ্ঞানীরা প্রাতঃস্মরণীয়          ii. মানব আয়ু শৈবালের নীরের মতো    
          iii. সহায়-সম্পদ, বল ক্ষণস্থায়ী
          নিচের কোনটি সঠিক?
          ক) i             খ) ii          গ) iii            ঘ) i, ii ও iii
২৫।   ‘জীবন সঙ্গীত’ কবিতায় যে চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন কবি—
          i. দুঃখের দিনের  ii. অতীত সুখের দিনের          iii. দুঃখের আশার
          নিচের কোনটি সঠিক?
          ক) i   খ) ii         গ) iii  ঘ) i ও ii
          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
          ‘রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে সে ভিজে দিবা-রাতি
          মোদের ক্ষুধার অন্ন যোগায় চায় নাক সে খ্যাতি। ’
২৬।   উদ্দীপকের বক্তব্য যে কবিতার ভাববস্তুকে নির্দেশ করে—
          ক) বৃষ্টি             খ) ঝর্ণার গান          গ) কপোতাক্ষ নদ          ঘ) জীবন সঙ্গীত
২৭।   উল্লিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্যকে, তা হলো—
          i. শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান    ii. অন্যের প্রতি দায়িত্ববোধ  iii. মানুষের স্বার্থপরতা
          নিচের কোনটি সঠিক?
          ক) i             খ) ii          গ) iii            ঘ) i ও ii
          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ৭ মে, ২০১২ ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ বিজয়ের পর আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে।
২৮।   নিচের যেটিকে লতিফুর রহমানের সফলতার কারণ বলে মেনে নিতে পারি—
          i. জীবনের গুরুত্বোপলব্ধি      ii. কর্মনিষ্ঠ         iii. মানুষের চাওয়া-পাওয়া
          নিচের কোনটি সঠিক?
          ক) i            খ) ii          গ) iii           ঘ) i ও ii
২৯।   উল্লিখিত অনুভূতি যে কবিতার ভাব নির্দেশ করে—
          ক) পল্লিজননী            খ) বৃষ্টি          গ) জীবন সঙ্গীত        
ঘ) কপোতাক্ষ নদ
          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
          ‘উদয়ের পথে শুনি কার বাণী।
          ভয় নাই—ওরে ভয় নাই।
          নিঃশেষে প্রাণ যে করিবে দান
          ক্ষয় নাই তার ক্ষয় নাই। ’
৩০।   আলোচ্য উদ্দীপকের জয়গানের সঙ্গে নিচের যেটি সংগতিপূর্ণ—
          i. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়
          ii. সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর।
          iii. কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ।
          নিচের কোনটি সঠিক?
          ক) i             খ) ii          গ) iii            ঘ) i ও iii
৩১।   উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে?
          ক) কপোতাক্ষ নদ        খ) বৃষ্টি          গ) ঝর্ণার গান            ঘ) জীবন সঙ্গীত
          নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
          ‘দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয়
          তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল
          সব যুগে যুগে সব কালে টিকা ভাস্বরে শোভে ভাল। ’
৩২।   উদ্দীপকের মূল প্রতিপাদ্য নিচের যেটির সঙ্গে মিল রয়েছে—
          i.  করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন,সংসারে-সমরাঙ্গনে মাঝে;
          ii. মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন,হয়েছে প্রাতঃস্মরণীয়
          iii. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন
          নিচের কোনটি সঠিক?
          ক) i       খ) ii         গ) iii          ঘ) i ও ii
৩৩।   কবিতাংশে বর্ণিত তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
          ক) বৃষ্টি          খ) জীবন সঙ্গীত          গ) কপোতাক্ষ নদ     ঘ) পল্লিজননী

উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. খ  ৩৩. খ।

Wednesday, February 16, 2022

মানুষ

১। কবি কার জয়গান গেয়েছেন?

ক. মানুষের           খ. সাম্যের               গ. শ্রমিকের          ঘ. তারুণ্যের

২। ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়।এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?
ক. প্রতিবাদী          খ. অসহায়ত্ব         
    গ. ফরিয়াদ        ঘ. ক্ষোভ
৩। ছোটবেলায় কাজী নজরুল ইসলাম কোন গানের দলে যোগদান করেন?
ক. যাত্রা              খ. সারি              গ. লেটো             ঘ. জারি
৪। কী রচনা করে কাজী নজরুল ইসলাম বিশেষ খ্যাতি অর্জন করেছেন?
ক. উপন্যাস           খ. নাটক             গ. কবিতা            ঘ. ছোটগল্প
৫। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৬৬            খ. ১৯৭২             গ. ১৯৭৬             ঘ. ১৯৭৮
৬। মানুষকবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?
ক. ধর্মের             খ. মানুষের            গ. গোত্রের            ঘ. বর্ণের
৭। মানুষকবিতায় কে মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে?
ক. রাজা              খ. মুসাফির
                  গ. ক্ষুধার ঠাকুর      ঘ. দেবতা
৮। কী দেখে আকুল পূজারী ভজনালয় খুলল?
ক. স্বপন              খ. দেবীর              গ. মুসাফির           ঘ. পথিক
৯। কবি মানুষকবিতায় কিসের গান গেয়েছেন?
ক. স্রষ্টার             খ. দেবীর              গ. সাম্যের           ঘ. ধর্মের
১০। কবি কিসের মধ্যে কোনো ভেদ খুঁজে পান না?
ক. দেশ-কাল-পাত্র     খ. মসজিদ
                 গ. ধনী-দরিদ্র        ঘ. মোল্লা -পুরোহিত
১১। কার বলে আজ রাজাটাজা হয়ে যাবে বলে পুরোহিত ভেবেছিল?
ক. গুরুজনের         খ. মা-বাবার
                  গ. দেবতার         ঘ. ভাগ্যের
১২। মানুষকবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
ক. ছেঁড়া              খ. জীর্ণ                গ. শীর্ণ               ঘ. নতুন
১৩। মানুষকবিতায় পথিকের গাত্র কেমন?
ক. জীর্ণ               খ. শীর্ণ               গ. ক্ষীণ              ঘ. মলিন
১৪। মানুষকবিতায় পথিক কয় দিনের অনাহারী?
ক. চার দিনের         খ. পাঁচ দিনের
             গ. ছয় দিনের         ঘ. সাত দিনের
১৫। মন্দিরের দরজা বন্ধ করেছিল কে?
ক. দারোয়ান          খ. পূজারী
                   গ. পুরোহিত           ঘ. ঠাকুর
১৬। ভুখারি ফিরে যায় কেন?
ক. পুরোহিত দরজা বন্ধ করায়                 খ. পুরোহিত বকাঝকা করায়
গ. পুরোহিত ভাগাড়ে গিয়ে মরতে বলায়        ঘ. পুরোহিত খাবার না দেওয়ায়
১৭। মোল্লা সাহেব মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছিল?
ক. গোরস্তানে          খ. শ্মশানে
                   গ. ভাগাড়ে          ঘ. নর্দমায়
১৮। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
ক. ৬০               খ. ৭০               গ. ৮০              ঘ. ৯০
১৯। মসজিদ মন্দিরে কার দাবি নেই?
ক. মোল্লার            খ. পুরোহিতের
              গ. মানুষের          ঘ. দেবতার
২০। কারও কারও মতে কালাপাহাড়ে কোন সম্প্রদায় ছিল?
ক. ক্ষত্রিয়             খ. শূদ্র                গ. ব্রাহ্মণ            ঘ. বৈশ্য

উত্তরঃ-১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ।

 

১। কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধে বাঙালি পল্টনে যোগদান করেন?
ক. ফরাসি যুদ্ধ           খ. প্রথম বিশ্বযুদ্ধ          গ. পলাশী যুদ্ধ          ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন
?
ক. ১৯৭৬               খ. ১৯৮৬
                      গ. ১৯৭৫               ঘ. ১৯৭৪
৩।
 'রিক্তের বেদন', 'শিউলিমালা', 'ব্যথার দান' গ্রন্থ তিনটির রচয়িতা-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
        খ. কাজী নজরুল ইসলাম       গ. জীবনানন্দ দাশ      ঘ. জসীমউদ্দীন
৪।
'সাম্য' শব্দের অর্থ কী?
ক. সমতা                খ. দায়বোধ                  গ. সংকোচ              ঘ. প্রাচুর্য
৫। কালাপাহাড়ের প্রকৃত নাম কী
?
ক. রামচন্দ্র              খ. রাজচন্দ্র
                  গ. গৌরীচন্দ্র             ঘ. হরিচন্দ্র
৬। কালাপাহাড় কী ধ্বংস করেছেন
?
ক. পাহাড়               খ. ঘরবাড়ি
                    গ. দেবালয়              ঘ. প্রাচীর
৭। কালাপাহাড় কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছেন
?
ক. বৌদ্ধ                 খ. ইসলাম
                    গ. খ্রিস্টান               ঘ. সনাতন
৮।
 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
ক. সাম্যবাদী             খ. ছায়ানট
        গ. চক্রবাক                       ঘ. বিষের বাঁশি
৯।
 'তেরিয়া' শব্দের অর্থ-
ক. উগ্রভাব              খ. ঘৃণাভরে
                  গ. উচ্চাকাঙ্ক্ষা           ঘ. হীন মনে করা
১০।
 'মানুষ' কবিতায় 'সাম্যের গান' বলতে বোঝানো হয়েছে-
ক. ভ্রাতৃত্বের গান
               খ. তারুণ্যের গান               গ. মুক্তির গান           ঘ. মানবতার গান
১১।
 'সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি'- এখানে 'জ্ঞাতি' শব্দ দ্বারা বোঝানো হয়েছে-
ক. আত্মীয়               খ. বন্ধু
                         গ. প্রতিবেশী             ঘ. সহকর্মী
১২।
 'ক্ষুধার ঠাকুর' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দেবতা অর্থে         
 খ. সম্মানার্থে                  গ. যে খাবার রান্না করে      ঘ. বরদাতা অর্থে
১৩।
 'মানুষ' কবিতায় 'ভজনালয়' শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
ক. খাবার ঘর
              খ. উপাসনালয়               গ. ভোজন করার স্থান      ঘ. রান্নাঘর
১৪।
 'মানুষ' কবিতায় পথিক ছিল-
ক. অসহায়              খ. ভীতসন্ত্রস্ত
                গ. মিথ্যাবাদী                ঘ. ধার্মিক
১৫।
 'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক. নরেশ                খ. তনয়
                      গ. নরপতি                  ঘ. নরেন্দ্র
১৬।
 'রাজা' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক. প্রজা                 খ. রানি
               গ. মন্ত্রী ঘ. জমিদার
১৭।
 'তিমির' শব্দটি 'মানুষ' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. তিমি মাছ            খ. আলো
                     গ. আঁধার                ঘ. আধার
১৮।
 'মানুষ' কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে?
ক. মানুষের শ্রেষ্ঠত্ব
           খ. মানুষের আনুগত্য         গ. মানুষের বীরত্ব        ঘ. মানুষের ক্ষমতা
১৯।
 'মানুষ' কবিতায় কোন প্রেক্ষাপট খুঁজে পাওয়া যায়?
ক. রাজনৈতিক
            খ. ধর্মীয়                         গ. সামাজিক               ঘ. সামাজিক ও ধর্মীয়
২০।
 'মানুষ' কবিতায় কোনটির প্রতিফলন ঘটেছে?
ক. আভিজাত্য
               খ. অবাধ্যতা                   গ. ধর্মীয় গোঁড়ামি        ঘ. দরিদ্রতা
২১।
 'মানুষ' কবিতায় কবি কিসের ওপর প্রাধান্য দিয়েছেন?
ক. ধর্মীয় গোঁড়ামি
             খ. প্রকৃতিপ্রেম             গ. মনুষ্যত্ব                  ঘ. মানবপ্রেম
২২।
 'ধর্ম-বর্ণ-গোত্র- জাতির ঊর্ধ্বে মানুষ'- এটি কোন কবির কবিতার মূল বক্তব্য?
ক. জসীমউদ্দীন         
 খ. কাজী নজরুল ইসলাম    গ. ফররুখ আহমদ      ঘ. শামসুর রাহমান
২৩।
 'মানুষ' কবিতায় যে শব্দ পাওয়া যায়-
i. জ্ঞাতি, মানুষ         ii. নমাজ, পুরুত                iii. মীন, রতন
নিচের কোনটি সঠিক
?
ক.
 i  ii                   খ. i  iii                     গ. ii  iii                  ঘ. i, ii  iii
২৪।
 'গো-ভাগাড়ে' বলতে বোঝানো হয়েছে-
i. ময়লা-আবর্জনাপূর্ণ স্থান               ii. মাংস রাখার জায়গা                        iii. মৃত গরু রাখার স্থান
নিচের কোনটি সঠিক
?
ক.
 i                            খ. Ii                              গ. iii                          ঘ. i, ii  iii
২৫। সুলতান মাহমুদ-
i.
 গজনির সুলতান           ii. তেরোবার ভারতবর্ষ আক্রমণ করেন               iii. প্রকৃত নাম রাজনারায়ণ
নিচের কোনটি সঠিক
?
ক.
 i                           খ. Ii                          গ. iii                           ঘ. i  ii

 

সেইদিন এই মাঠ

১। কবির মতে পৃথিবীতে কোনটি কখনো ঝরে না?
ক. সোনার স্বপ্নের সাধ     খ. সুন্দরের আরাধনা    গ. নবীনের বরণ     ঘ. কল্যাণের আবাহন
২। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় উল্লি¬খিত গন্ধটা কেমন?
ক. সোঁদা খ. ভিজে গ. ঝাঁঝালো ঘ. মিষ্টি
৩। কোথায় বসে মানুষ স্বপ্ন দেখবে?
ক. আকাশের তলে খ. নরম আসনে গ. উচ্চ মাচায় ঘ. নক্ষত্রের তলে
৪। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লে¬খ করা হয়েছে?
ক. ময়না খ. লক্ষ্মীপ্যাঁচা গ. সাদা বক ঘ. ময়ূর
৫। খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
ক. বন্দরে খ. খেয়াঘাটে গ. নদীর ঘাটে ঘ. চরের খুব কাছে
৬। মাঠ স্তব্ধ হবে না, কারণ—
ক. সবাই মিলে সজীব রাখবে         খ. নতুনভাবে পরিচর্যা করবে
গ. কোনো দুর্যোগের সম্ভাবনা নেই     ঘ. বহমানতা টিকিয়ে রাখবে
৭। সাধের স্বপ্ন কী রকম?
ক. মধুর খ. রোমাঞ্চকর গ. সোনার ঘ. দ্যুতিময়
৮। ‘এই সব গল্প’ চিরকাল বেঁচে রবে কেন?
ক. ঐতিহ্য বাঁচিয়ে রাখবে     খ. রাষ্ট্র সংরক্ষণ করবে    গ. শিল্প কখনো মরে না ঘ. আদর্শগত কারণে
৯। কবি ঢেউকে ‘নরম গন্ধের’ বলেছেন কেন?
ক. দুর্বল বলে     খ. শিশিরের বলে    গ. স্নিগ্ধ মধুর বলে     ঘ. শীতের বাতাস বলে
১০। লক্ষ্মীপ্যাঁচা কার জন্য গান করবে?
ক. বাঙালিদের জন্য খ. লক্ষ্মীটির জন্য গ. প্রকৃতির জন্য ঘ. নিজের জন্য
১১। ‘সব কিছু যেমন আছে তেমটি রবে যদিও আমি থাকব না।’ উক্তিটি কবিতার—
ক. মূলভাব খ. খণ্ডিতভাব গ. বিপরীতভাব ঘ. সারাংশ
১২। স্বপ্নকে ‘সোনার’ বলা হয়েছে কেন?
ক. আহ্লাদ করে খ. মধুর বলে গ. মূল্যবান বলে ঘ. অপূর্ণ বলে
১৩। ‘আগামী পৃথিবী কান পেতে শোন,
আমি যদি আর নাই আসি হেথা ফিরে।
চরণ দুটো যেদিক থেকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার সাথে সংগতিপূর্ণ তা হলো—
ক. ছন্দ খ. বিষয় গ. ভাব ঘ. প্রকৃতি
১৪। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে মৃত্যু নেই—
i. সৌন্দর্যের ii. স্বপ্নের iii. সভ্যতার
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
‘তোমার খেলা জমবে নিতুই আমার হবে বন্ধ,
তোমার সাথে প্রভু আমার এখানটাতেই দ্বন্দ্ব।’
১৫। ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে চরণের সঙ্গে উদ্দীপকটি সখ্য নির্দেশ করে—
i. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
ii. পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
iii. এশিরিয়া ধুলো আজ— বেবিলন ছাই হয়ে আছে
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬। যে দৃষ্টিকোণ থেকে সখ্যের বিষয়টি বিবেচনা করা যায় তা হলো—
ক. মানুষ মরে গিয়ে বাঁচে             খ. জন্ম-মৃত্যু সব তাঁর ইচ্ছে
গ. জীবন থেমে যায়, প্রকৃতি নয়         ঘ. আসা-যাওয়াই জীবনের ধর্ম
১৭। ‘এশিরিয়া’ কী?
ক. একটি মহাদেশের নাম খ. একটি সংস্কৃতির নাম    গ. একটি জাতিগোষ্ঠীর নাম ঘ. একটি সভ্যতার নাম
১৮। ‘বেবিলন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বেবিলনীয় সংস্কৃতি খ. বেবিলনীয় ভূখণ্ড    গ. বেবিলনীয় সভ্যতা ঘ. বেবিলনীয় উদ্যান
১৯। ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কে লিখেছেন?
ক. শামসুর রাহমান খ. কাজী নাজরুল ইসলাম    গ. জীবনানন্দ দাশ ঘ. জসীমউদ্দীন।

উত্তরঃ- ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ।

Sunday, February 6, 2022

পল্লিজননী

. কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লিজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
. এঁদো ডোবা  . ছোট কুঁড়েঘর         . নিবু নিবু দীপ         . ঘোর ঘোর আন্ধার
. পল্লিজননী কবিতায় উল্লিখিত ছেলেটি কোন বয়সী?
. শিশু         . বালক       . কিশোর              . যুবক
. কোথা থেকে পচা পাতার ঘ্রাণ বের হচ্ছে?
. এঁদো ডোবা          . এঁদো পুকুর          . পচা নর্দমা           . মজা পুকুর
. ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
. বিকেল               . দুপুর               . সন্ধ্যা                 . সকাল
. ‘সারা গায়ে দেয় হাতবলতে কী বোঝানো হয়েছে?
. মৃদু শাসন           . সোহাগ               . সান্ত্বনা               . দোয়া
. স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
. পীরের দোয়া কামনা          . রোজা মানত
. নামাজের ঘরে মোমবাতি মানত         . চোখের জলে মোনাজাত
. পল্লিজননী কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
. চারটি                . পাঁচটি                . ছয়টি                . সাতটি
. কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
. অন্য পাখিদের ভয়ে   . স্বাচ্ছন্দ্যবোধ করে     . সাপখোপের ভয়ে      . ওখানেই তার বাস
. ‘যে কথা ভাবিতে পরান শিহরে’— কোন কথা?
. সংসারের     . ছেলের মৃত্যুর         . আয়রোজগারের      . নিঃসঙ্গ জীবনের
১০. ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
. করিমের             . রহিমের              . আবীরের     . মাসুদের
১১. ‘ওঝাবোঝাতে পল্লিজননী কবিতায় কোন নামটি এসেছে?
. আজিজ              . সোলেমান            . করিম                . রহিম
১২. ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?
. ঘুড়ি                 . লাটাই                . বাঁশি                 . বড়শি
১৩. ‘পল্লিজননীকবিতায় কোন সিকার নাম করা হয়েছে?
. সমুদ্রকলি            . ফুলঝুরি              . সাতনরি              . বসন্তবাহার
১৪. মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?
. একজন              . দুজন                . তিনজন              . চারজন
১৫. ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
. দুই                  . তিন         . চার                  . পাঁচ
সঠিক উত্তর : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫.

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post